![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহাম্মদ শামসুল আলম১১০ মনেশ্বর রোডজিগাতলা, ধানমন্ডি, ঢাকা।অফিসার, মার্কেটিং ডিভিশনপ্রাইম ব্যাংক লিমিটেডহেড অফিস, ঢাকা
এই পোষ্টটির জন্য আজ অনেক দিন চিন্তা করছি কিন্তু সাহস করতে পারছিনা কারন বিভিন্ন মন্তব্যের জবাব আমার কাছে পরিপূর্ন আছে কি-না?
আশরাফুল তার দোষ স্বীকার করে গোটা জাতির কাছে ক্ষমা চেয়েছিল-- আমরা কি তাকে ক্ষা করেছি? করা কি যায় না? অস্ট্রেলিয়া দলের মার্ক ওয়াহ, শেন ওর্য়ান দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছিল। পেয়েছিল এবং দু'জন-ই গ্রেট ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করে। অদ্যবদি বাংলাদেশ দলের ব্যাটিং রেকর্ডগুলোর অধিকাংশ-ই আশরাফুলের রেকর্ড ভাঙ্গা হচ্ছে। সে একজন বিশ্বমানের খেলোয়াড় এবং তার কাছে পাওয়ার এখনো অনেক কিছু-ই আছে। একটু ফিরে তাকাই তার খেলার লেভেলের দিকে। https://www.youtube.com/watch?v=s1oUARdPsqc
https://www.youtube.com/watch?v=boJehfJU5PA
https://www.youtube.com/watch?v=dergI-QLbNk
https://www.youtube.com/watch?v=HX3dB1_Sqsg
আমি মনে করি সে ফুরিয়ে যায়নি এবং তাকে ক্ষমা করা যেতে পারে। কেউ দোষ করে অনুতপ্ত হতে পারে, ক্ষমা চাইতে পারে। আশরাফুল দোষ করেছে, ক্ষমা চেয়েছে গোটা জাতির কাছে। আমরা কে তাকে ক্ষমা করতে পারি না????
২| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একমত ।
৩| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০৯
মনিরা সুলতানা বলেছেন: আমার কাছে এখন ও আশরাফুল
আশার ফুল....
৪| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩৪
রাঘব বোয়াল বলেছেন: ও আমাদের ক্রিকেটের প্রথম নক্ষত্র
৫| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১২
নতুন বলেছেন: আশরাফুল সবার কাছে ক্ষমা চেয়েছেন... তিনি সত্যই অনুতপ্ত হলে অবশ্যই ক্ষমা করে আবার সুযোগ দেওয়া উচিত....
তা কাজের সাজা সে পেয়েছে...
৬| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৬
সোহানী বলেছেন: অবশ্যই সহমত...... ও সিম্পলি মিডিয়ার শিকার... তারপর ও দোষ করেছে ক্ষমা চেয়েছে..... আশরাফুল ফিরে আসুক এ প্রত্যাশায়। ++++++
৭| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২০
আবদুর রব শরীফ বলেছেন: আশার ফুল আশরাফুল, সেই ফুলের গন্ধ এখনো উপলব্ধি করি...
৮| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
শেরশাহ০০৭ বলেছেন: অপরাধী কে শাস্তি পেতে দিন।
৯| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
আরণ্যক রাখাল বলেছেন: সহমত| ওর মত ব্যাটসম্যান বর্তমান এই দলেও নেই| আমার সবচেয়ে প্রিয় খোলোয়ার
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৫ সকাল ৭:১৭
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: আশরাফুল আমার প্রিয়দের মধ্যে একজন।