নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

জল ও জঙ্গলের কাব্য'

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫২





নূতন প্রজন্মের দাদার বাড়ি, যেখানে টিকেট কেটে ঢুকতে হয়, গুনে গুনে টাকায় উশুল করতে হয় বিমলানন্দের মুল্য......আহা! আমাদের শৈশব নূতন প্রজন্মের কাছে কি অধরা হয়ে যাচ্ছে ধীরে ধীরে? -বন্ধু তানজিমের ফেসবুক কমেন্ট !!! একদিকে চরম সত্য আর অন্যদিকে ভাবছি এখনতো না হয় টাকা দিয়ে হলেও শৈশবকে ছুঁয়ে দেখা যাচ্ছে, কিন্তু কতদিন !!! মানুষের দানবীয় হামলায় ইট পাথরের ছোঁয়ায় সবই যে অপসৃয়মান, হারিয়ে যাচ্ছে সবুজ, হারিয়ে যাচ্ছে বহমান জলধারা । ।



হারিয়ে যাবার আগেই যারা আরো কিছুদিন ছুঁয়ে দেখতে চান অনাবিল সবুজ, মাছের দেখা নাই তবু বড়শি হাতে বসে থাকতে চান নিস্তরঙ্গ দুপুরে তাদের জন্য অপেক্ষায় আছে 'জল ও জঙ্গলের কাব্য' ।এক নিভৃতচারী মানুষের স্বপ্নসাধ বলা যায় এই আয়োজন, ঢাকার অদূরে পূবাইলে ৯০ বিঘা জমির উপর গড়ে উঠেছে একটুকরো গ্রাম। বাঁশ আর পাটখড়ির বেড়া ,উপরে ছনের ছাউনি, সামনে দিগন্ত বিস্তৃত জলের নাচন।

সূর্য ডুবুডুবু এমন সময় সেখানে পৌঁছে হাতে পেয়ে যায় পেঁয়াজু -বেগুনী সাথে পুটি মাছ ভাজা । ঝাপিয়ে পড়ে নিমিষেই নাই হয়ে গেল সব। আঁধারের তারা জ্বলা রাতে সবাই মিলে বেড়িয়ে পড়লাম নৌকা নিয়ে বিলের মাঝে, হেরে গলায় গান সাথে শাপলা শলুকের উঁকিঝুকি । ফিরে আসতে না আসতে দেখি বারবিকিউ হচ্ছে মাছ আর মুরগীর । ঠিক গ্রামের সাথে না গেলেও শহুরে মানুষের হালজমানার ফ্যাশন এই বারবিকিউ জিনিসটা খারাপনা, আগুনে মাছ মাংস ঝলসে যাচ্ছে আর একদল মানুষ অপেক্ষায় যেন কতদিন তারা না খেয়ে আছে B-) !!! মাঝ রাতে শুনশান নিরবতায় শুধু দুজনে নৌকায় বসে থাকা, আলো আঁধারির মাঝে এদিক ওদিক হেঁটে বেড়ানো রোমান্টিক না হয়ে উপায় কি !!!

কার্ড খেলতে বসে কখন যে ভোরের আগমনী ধ্বনি এসে হাজির হল কেউ খেয়ালই করলোনা, একটু পিঠ লাগিয়ে নেয়া যাক বৈকি !!! চেস্টা করেছিলাম , কিন্তু এক বন্ধুর বেঘোরে নাক ঢাকা শুনতে শুনতে ঘুম দেবতা পালাল, ঘুমদেবতার পলায়নের ফল যে এত সুন্দর হবে সেটা কল্পনাতেও ছিলনা, বন্ধুকে ক্ষমা করে দিলাম নিমিষেই । মায়াবী নীল ভোর ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে সুবহে সাদিকের লাল আভায়, সূর্যি মামা একটু একটু করে উঁকি দিচ্ছে মেঘের কোল ঘেষে, একদল শালিক উড়ে এল ( ভাগ্য ভাল একদল, একটি আসলে মনে হত কপালে দুঃখ আছে, দুটি আসলে মনে হত না জানি কি ভাল হবে কে জানে !!) , ভাগ্য নিয়ে তাই আর চিন্তা করতে হলনা । এমন ভোর ক্যামেরার কি সাধ্য তাকে বন্দি করে রাখে, একে দেখতে হয়, ধরে রাখা যায়না । ।



হঠাত অবাক করে দিয়ে কাজল কালো মেঘে ঢেকে গেল পুরো পৃথিবী !! বলতে না বলতেই হিমেল হাওয়ায় কাঁপন জড়ানো বৃষ্টি, উফ কতদিন এমন বৃষ্টি দেখিনি । এমন বৃষ্টির মাঝে নৌকা নিয়ে বিলের মাঝে- শৈশবে, হউকনা দাদা বাড়ি, এমনটা করার পারমিশন কেউ দিত বলে মনে হয়না , আজ তাই নেই মানা । এমন ঝুমবৃষ্টিতে শেষ কবে ভিজেছি মনে করতে পারছিনা ।



শরতের আকাশ, হঠাত করেই আবার নীল হয়ে উঠল, ঢেঁকি ছাটা চালের রুটি, চিতই পিঠা, লুচি (লিখতে লিখতে এখন আবার ক্ষিধে লেগে যাচ্ছে ) , সাথে লাইভ বাউল গান , ঘুরে আসতে পারেন যদি হারাতে চান , তবে বৃষ্টি না থাকলে আসলে পুরোপুরি উসুল হবেনা টিকেটের টাকা ;)

বিলের পানিতে দাপাদাপি শেষে আরেক দফা দাপাদাপি করার জন্য আছে বিশাল দীঘি, সাঁতার না জানলে লাইফ জ্যাকেটটা সাথে নিতে ভুলবেননা কিন্তু । মধ্য দুপুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার না দেখলেও শহুরে তরুনির লাইফ জ্যাকেট গায়ে দিয়ে পানিতে ভেসে থাকার কসরত- দেখার জন্য মন্দ নয় B-)



অলস সময়ে পেয়ে যাবেন কাঁচা পেঁপের ভর্তা, আমড়া ভর্তা........চা কফি চালাতে পারেন আনলিমিটেড । কাঁঠালের বিচির ভর্তা, লতির সাথে কাঁঠালের বিচি, নানা রকম শাক, ভর্তা , ছোট মাছ, রুই মাছের ভাজা, চালতার টক ডাল,ইলিশের পাতুড়ি ভাল না লাগলে ঝোল করে রাঁধা মুরগীতো আছেই । শুয়ে বসে কাটানোর জন্য অপেক্ষায় থাকা টংঘর গুলো তখন ডেকে নিবে ভাত ঘুমের জন্য..........



ভাদ্র মাসের তাল পাকা গরম, ফিরে আসার সময় তালের পিঠা যদি নাই খেলেন গ্রামে ঘুরতে যাওয়া যে অপূর্ণই থেকে যাবে.............

[বিঃদঃ : আপনারা গেলে আমার মত এত মজা করতে পারবেন, সব কিছু এমনই পাবেন এমন কোন গ্যারান্টি আমি দিচ্ছিনা :D , কারন আমার সাথে ছিল আমার বউ, বাচ্চা আর বন্ধু বান্ধবরা....... ]

































































































মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সবুজকে সবুজ রঙে খঁজে পেতে অনেক্ষণ লাগলেও আলো-আঁধারীর যে খেলা দেখলাম তা সত্যিই অনন্য।
ছোট শামসীরতো ভালো মুডেই আছেন ! হা হা হা !

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

শ।মসীর বলেছেন: সবুজের চেয়ে আলো আঁধারিটাই বেশী ভাল লাগছিল দেখতে.......।

হুমমম সেই বেশী মজা করেছে.....

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

রেজোওয়ানা বলেছেন: আমি একবার গেছিলাম এখানে, আপিস থেকে!
দারুন একটা জায়গা-------

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

শ।মসীর বলেছেন: আসলেই দারুন.......

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

শ।মসীর বলেছেন: শুভকামনা । ।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

সায়েম মুন বলেছেন: জায়গাটাতে কখনো যাওয়া হয়নি। আপনার ছবিতে অনেকটা দেখা হলো। ছবি দেখে তো চোখ ছানাবড়া হয়ে গেল।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

শ।মসীর বলেছেন: ঘুরে আস, চোখ ঠিক হয়ে যাবে :)

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ছবি ভাললেগেছে। লেগেছে লেখাও।কবি সায়েম মুনের পাশে বসে কমেন্ট করছি।ওর চোখ ছানাবড়া হলেও আমারটা হয়নি।ও খানে যাওয়ার শখ জাগছে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

শ।মসীর বলেছেন: সবার কি আর কবির মত চোখ হয় :):)


শখ জাগলে পূরন করে ফেলুন।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

হৃদয় রিয়াজ বলেছেন: ভাই এইভাবে লোভ না দেখালেও পারতেন। দুঃখে বেচারা ফোনটাই হ্যাং করে বসল। কোন এক সময় না হয় গেলামই বাট বউ পাই কই! +++++

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

শ।মসীর বলেছেন: বউ ছাড়া পোলাপান মিলে গেলে মজা ডাবল গ্যারান্টি ;)

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শহুরে মানুষদের জন্য নিঃসন্দেহে দারুন একটা অভিজ্ঞতা!!!!!!!!!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

শ।মসীর বলেছেন: আসলেই.......

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

এম ই জাভেদ বলেছেন: দারুন তো । কিছু ছবি তো রীতিমত ভিউকার্ড বানানোর মত। দাঁড়ান একদিন আমরাও.....।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

শ।মসীর বলেছেন: অবশ্যই....।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনবদ্য ছবি ব্লগ !

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ ।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

ফারজুল আরেফিন বলেছেন: ৫ম ভালোলাগা। :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

শ।মসীর বলেছেন: শুভকামনা ।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
সিম্পলি অসাম ||

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

শ।মসীর বলেছেন: :)

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

জুয়েল বলেছেন: আমি সেখানে যাবার জন্য যোগাযোগ করেছিলাম। ওখান থেকে বলা হল যে কোন শিক্ষা প্রতিষ্ঠান বা অরগানাইজেশন থেকে যেতে হবে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১০

শ।মসীর বলেছেন: এমনটাত জানিনা, আমাদের এক বন্ধুই সব ব্যবস্হা করল ।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

মুহিব বলেছেন: আমারও ইচ্ছা এমন একটা রিসোর্ট করা। কমার্শিয়াল চিন্তার চেয়ে মানবিক চিন্তার কারনেই মনে এই ইচ্ছা। যদ্যপি অর্থনৈতিক কারনে কোনদিন করা হবে না।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

শ।মসীর বলেছেন: :)

আমিত প্রায়ই ভাবি.......মন বলে টাকা কই পাবি !!!

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মুগ্ধ হয়ে ছবি গুলো দেখলাম । সিমপ্লি অসাম । লাইক দিতে পারছিনা ভাইয়া ।

বাই দ্যা ওয়ে আপনার ফেবু স্ট্যাটাস গুলোও খুব সুন্দর হয় Click This Link :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

শ।মসীর বলেছেন: :)

এখন চাইলে লাইক দেয়া যাবে । ।

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এখানে একবার যাওয়ার পরিকল্পনা করে ফেলেও আমার পন্ডিত ভায়রা'র পন্ডিতির কারণে যার যাওয়া হয় নি।

উনি বলে, "মিয়া আপনে গ্রাম দেখতে যাইবেন, আমার এক জুনিয়র (ভায়রা আর্মিতে) এর শরিয়তপুরে বিশাল গ্রামের বাড়ী আছে, আমারে প্রায়ই যাইতে কয়, সেইখানেই যামু তাইলে।"

সেখানেই শেষ, আর যাওয়া হল না... :( :(

ছবিগুলো যা তুলছ, বিদেশীগো দেখাইলে ছুইটা যাইব এখনি... :D

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

শ।মসীর বলেছেন: সামনে দেশে আইসা আপনি আবার আমাগোরে স্পন্ষর করে নিয়ে যাইয়েন ;)

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: চেষ্টা করলাম তো । লাইক দিতে পারছিনা :(

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

শ।মসীর বলেছেন: :(

১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


অস্থির পোস্ট ++++ রইল

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

শ।মসীর বলেছেন: :)

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

নীল-দর্পণ বলেছেন: আপনার ছবি নিয়ে আর কি বলবো! কিছু বলার নাই। :| সবসময় এক সুন্দর বলতে বলতে আমিই বিরক্ত :P
তাই চুপচাপ দেখেই যাই :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

শ।মসীর বলেছেন: কিছুই বলা নাই :(

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

সেলিম তাহের বলেছেন: ভালো লাগলো :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

শ।মসীর বলেছেন: শুভকামনা

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

মাহমুদা সোনিয়া বলেছেন: দারুণ জায়গা তো!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

শ।মসীর বলেছেন: hmmm , ghure aiso chance paile.

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০৭

খেয়া ঘাট বলেছেন: লেখা সুন্দর, ছবি সুন্দর। একটা সুন্দরতম পোস্ট।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

শ।মসীর বলেছেন: শুভকামনা সুন্দর কমেন্টের জন্য :)

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

সুলতানা শিরীন সাজি বলেছেন:
শামসীর যাযাবর

তোমার বেড়ানোর লেখা মানেই দারুণ কিছু.....
যার পর নাই সুন্দর লেখা আর ছবিগুলোও ভীষন সুন্দর।

ছোট যাযাবর কে দেখে খুব ভালো লাগলো।

এর তাড়াতাড়ি কেনো বড় হয় বাচ্চাগুলো? দেশে এলে 'জল ও জঙ্গলের কাব্য' তে যাবার ইচ্ছা থাকলো।
শুভেচ্ছা তোমাদের জন্য।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

শ।মসীর বলেছেন: শামসীর যাযাবর- যদি এখন আর আগেরমত যাযাবরের জীবন নেই তার পরও আমার শুনতে খুব ভাল লাগে যাযাবর :)


বাচ্চাগুলো কেন তাড়াতাড়ি বড় হয়, আমিও প্রায় এই কথাটা ভাবি, ছেলেটা যখন দৌড়ে এসে জড়িয়ে ধরে, বাবা বাবা বলে চিল্লাতে থাকে তখনই মনে হয়,এক সময় বড় হয়ে গেলে তার এই আবেগ প্রকাশে সে সংযত হয়ে যাবে :( ছেলেটার প্রতিটি দিন ই মিস করি.......

শুভকামনা আপু ।

২৩| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০১

মুহসীন৮৬ বলেছেন: ভাই, আপডেটেড কোন কনট্যাক্ট নাম্বার আছে নাকি?

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪

শ।মসীর বলেছেন: ০১৯১৯৭৮২২৪৫

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.