নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

zahir

I write blog on www.SunZu.com in English. You can read around 800 Bloggs over there

zahir › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম চত্তর আন্দোলন ও আশু করনীয়

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

১) ঐক্য বদ্ধ থাকুন। নিতীগত ও মত পার্থক্য নিরসনে নিজেদের মধ্যে আলোচনা করে মতপার্থক্য দূর করে বৃহত্তর স্বার্থে ঐক্য বদ্ধ থাকুন ।

২) যুদ্ধাপরাধীর সর্ব্বচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য নিরলস সংগ্রাম করুন ।

৩) প্রনীত আইনে যেন আর কোন ফাঁক ফোকর না থাকে ।

৪) প্রশিকিউশন কে শক্তিশালি করতে হবে । বিচারে অপরাধীদের সর্ব্বচ্চ শাস্তি সুনিশ্চিত করার জন্য অযোগ্য উকিলদের বিযুক্ত করন।

৫) স্বাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করুন । আগামীতে মামলাগুলোর প্রসিকিউশন ( Prosecution) কে মামলাগুলো সঠিক তথ্যপ্রমান উপস্থাপন করতে হবে ।

৬) চলমান মামলাগুলোর প্রসিকিউশনে কোন ভূল ত্রুটি থাকলে তা অবিলম্বে সংশোধন করতে হবে ।

৭) ১৯৭১ এর শহীদ ও নির্যাতিতদের সঠিক তালিকা প্রণয়ন করুন, তাদের পরিবার কে সংগঠিত করুন এবং চলমান আন্দোলনের সাথে সম্পৃক্ত করুন । লাখো শহীদের পরবর্ত্তী প্রজন্ম কে ঐক্য বদ্ধ করতে পারলে এই আন্দোলন এ তারাই মুল শক্তি হতে পারে । এই শক্তিকে উপেক্ষা করবেন না। তরুণ প্রজন্মের হাত ধরে মুক্তিযোদ্ধা ,শহীদ, নির্যাতিতদের বংশধরদের সহ স্বাধীনতার স্ব-পক্ষের জনগনের বৃহত্তর ঐক্য গড়ে তুলুন ।



৮) রাজনৈতিক কোন স্বার্থ ও দলীয় স্বার্থ হাসিলের চেষ্টা করবেন না । মনে রাখতে হবে এই বিচার প্রক্রিয়া কোন নির্দিষ্ট দলের নয় বরং যুদ্ধাপরাধী তথা মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবি ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা গোটা জাতির প্রত্যাশা ।

৯) দ্বিতীয় বিশ্বযুদ্ধ এরপর যুদ্ধাপরাধের দায়ে নাৎসী পার্টি কে নিষিদ্ধ করেছিল । পাকিস্থানী হানাদার বাহিনীর সহযোগী জামাত , ছাত্র সংঘ (যা ইসলামি ছাত্র শিবিরে রুপান্তরিত) , মুসলিম লীগ , পি পি পি (অবলুপ্ত), নেজামে ইসলাম প্রভৃতি কে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে আপরাধ সংগঠিত করার দল হিসাবে প্রতিষঠানিক ভাবে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক ।এবং তাদের বিচারের জন্য আইন প্রণয়ন করা হোক ।

১০) দেশে সরকারি ,আধা-সরকারি ,স্বায়াত্ব শাসিত প্রতিষঠানের সকল স্তর থেকে স্বাধীনতার চেতনা বিরোধীদের মুক্ত করুন ।অবিলম্বে তদন্ত শুরু করুন ।

১১) ফেস বুক , টুইটার , সোসাল মিডিয়া সহ সমাজে মেরুকরন প্রক্রিয়া চুড়ান্ত হচ্ছে । স্বাধীণতার স্বপক্ষ বিজয়ী শক্তি ও স্বাধীণতার বিপক্ষ বিজীত শক্তি রাজাকার ,আল-বাদর , জামাত আজ স্বাধীণতার চার দশক পরে মুখোমুখী । প্রজন্ম থেকে প্রজন্মান্তর যেমন স্বাধীনতার চেতনা বহন করে চলেছে এই আদর্শিক লড়াই কে বেগবান ও সংহত করুন ।

১২) নিও-রাজাকার , রাজাকার নিও-আল-বদর , আল-বদর আল- শামস ও জামাতিদের চিহহ্নিত করুন এবং তাদেয় নিজে বর্জন করুন , অন্যকে বর্জন করতে আবেদন করুন, এবং রাজাকার মুক্ত বাংলাদেশ গঠনের পক্রিয়ায় যুক্ত করুন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

বাংলার হাসান বলেছেন: খুবই গুরুত্বপূর্ন লেখা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.