![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রজন্ম চত্তরের কয়েক জন ব্লগারের সাথে বসে কফি খেতে খেতে স্মৃতি চারন করছিলাম । বাঙ্গাল ভাইও সাথে ছিল / নিজেকে বেশ সংগ্রামী ও আঁতেল আঁতেল মনে হচ্ছিল । বাসায় ফিরে স্ত্রীর মুখ ঝামটা খেতে হল / আমার সংগ্রামী চেতনাকে তাচ্ছিল্য , বিদ্রুপ করে আমিয় বাণী দিলেন , তার ভাষায় ,ভন্ডামি ছাড় । প্রশ্ন ছুড়ে দিল , জনমত উপেক্ষা করে ঢাকা ভাগ করলে তিন মিনিটে । প্রজন্ম চত্তর , ব্লগার Adi Da Guru ও তোমরা, জামাত নিষিদ্ধ করার দাবি করছ , মাননীয় প্রধানমন্ত্রী ও দাবি করছেন , দাবিটা মানবে কে ? জামাত কে নিষিদ্ধটা করবে কে ? জবাব দিতে না পেরে চুপ করে সরে পড়লাম , আপনাদের কি প্রশ্নটার উত্তর জানা আছে ? সাহায্য করুন ।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮
পুংটা বলেছেন: বউয়ের কথায় কান দিতে নেই।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
যেড ফ্রম এ বলেছেন: হা হা! হতাশাটা বুঝতে পারছি। কিন্তু জামাত নিষিদ্ধকরণ কোন ছেলেখেলা নয়। এটা একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে হতে হবে, গ্রহনযোগ্যতা থাকতে হবে।
তা না হলে দেখবেন সরকার "বাকশাল" "ফ্যাসিস্ট" এসব কথা শুনতে হবে।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
কালো স্বপ্ন বলেছেন: বউ জিনিসটাই ভেজালের।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭
zahir বলেছেন: সবিনয়ে নিবেদন , দেখুন তো প্রস্তাবটা কেমন~ <> দ্বিতীয় বিশ্বযুদ্ধ এরপর যুদ্ধাপরাধের দায়ে নাৎসী পার্টি কে নিষিদ্ধ করেছিল । পাকিস্থানী হানাদার বাহিনীর সহযোগী জামাত , ছাত্র সংঘ (যা ইসলামি ছাত্র শিবিরে রুপান্তরিত) , মুসলিম লীগ , পি পি পি (অবলুপ্ত), নেজামে ইসলাম প্রভৃতি কে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে আপরাধ সংগঠিত করার দল হিসাবে প্রতিষঠানিক ভাবে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক ।এবং তাদের বিচারের জন্য আইন প্রণয়ন করা হোক // এমন দাবি সঙ্গত
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮
মশামামা বলেছেন:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।