নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

zahir

I write blog on www.SunZu.com in English. You can read around 800 Bloggs over there

zahir › বিস্তারিত পোস্টঃ

আমাদের কিছু কথা~“এস কথা বলি”

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০

১৯৭১ সালে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে সংগঠিত আপরাধের সাথে সংশ্লিস্ট পাকিস্থানী হানাদার বাহিনীর সহযোগী ৭১ এর জামাত , ছাত্রসংঘ (যা ইসলামি ছাত্র শিবিরে রুপান্তরিত),মুসলিম লীগ,পি পি পি(অবলুপ্ত), নেজামে ইসলাম প্রভৃতি কে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে আপরাধ সংগঠিত করার কারনে তাদের বিচারের জন্য, বিচারে তাদের সর্বচ্চ শাস্তি নিশ্চিত করা সহ নিষিদ্ধ করা দাবিতে আমরা দৃঢ় প্রত্যয় ঘোষনা করছি ।



আমরা এই উদ্ধেশ্য কে প্রাধান্য দিয়ে শুরু থেকেই প্রজন্ম চত্তরের আন্দোলনের সাথে সহমর্মিতা প্রকাশ ,সমর্থন ও অংশ গ্রহন অব্যাহত রাখি। শুরু থেকেই আমাদের সামর্থের মধ্যে, আমারা এই মহান আন্দোলনকে দলীয় করনের প্রচেস্টার বিরুদ্ধে সজাগ থাকার উদাত্ত্ব আহ্বান রাখি ।

আমরা দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয়ে প্রত্যক্ষ করছি যে কিছু বিতির্কিত ,দলীয় লোকের কারনে এই মহান আন্দোলন এর মুলদাবির সাথে কিছু দলীয় এজেন্ডা যুক্ত করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার সচতুর পদক্ষেপ নেয়া হচ্ছে । বিতির্কিত লোকদের পক্ষ অবলম্বনের মধ্য দিয়ে এ দেশের বৃহত্তর অংশ ধর্মপ্রাণ মানুষদেরকে আলাদা একটা পক্ষ হিসাবে চিত্রিত করা হচ্ছে । মনে রাখতে হবে সব ধর্মপ্রাণ মুসলমান মানেই জামাতি বা শিবির নয় /আজ সংসদে জনাব শেখ সেলিম , পরিস্কার ভাবে ঘোষনা করেন তাদের ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই ।



***আমাদের দাবি ***,



অবিলম্বে , ***কোন প্রকার তালবাহানা ছাড়া ,পাকিস্থানী হানাদার বাহিনীর সহযোগী ৭১ এর জামাত , ইসলামি ছাত্র সংঘ-ICS (যা ইসলামি ছাত্র শিবিরে(ICS) রুপান্তরিত) , মুসলিম লীগ , পি পি পি (অবলুপ্ত), নেজামে ইসলাম প্রভৃতি কে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে আপরাধ সংগঠিত করার সহযোগিতা দেবার কারনে তাদের বিচারে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সহ দল হিসাবে নিষিদ্ধ করা হোক। ***



প্রজন্ম চত্তরের নেতৃবৃন্দের প্রতি আবেদন , ধর্মপ্রাণ বৃহত্তর জন গোষ্ঠীর ধর্মীয় অনুভুতির সাথে একাত্মতা ঘোষনা করুন, বিতর্কিত ব্যাক্তিদের পক্ষ অবলম্বন করে জনগনের বৃহত্তর অংশের বিরুপ প্রতিক্রিয়ার শিকার হবেন না । বিরুপ প্রতিক্রিয়ার শিকার হয়ে তারুন্যের হাত ধরে এই গণ-জাগরনকে ভূলুণ্ঠিত করে সমগ্র জাতিকে আবার কালের অন্ধকার গহ্বরে ফেলে দেবেন না। আন্দোলনের যে উৎস তাকে ভুলে যাবেন না । এই আন্দোলন আপামর জনগণের ইচ্ছার প্রতিফলন ও নির্দলীয়/মনে রাখবেন আপনাদের সঠিক পথে চলার মধ্যেই নিহিত আছে ফলপ্রসূ সমাধান। এও মনে রাখবেন তারুন্যের হাত ধরে এই মহান গণ-জাগরন হতে দীর্ঘ ৪৪ বছর সময় লেগেছে/ দলবাজিতে ফেলে দলীয়করণের ঘৃন্য আবর্তের মধ্যে ঠেলে দিয়ে এই মহান গণ-জাগরনকে ধ্বংস করবেন না ।



Click This Link

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

বাংলার হাসান বলেছেন: দলবাজিতে ফেলে দলীয়করণের ঘৃন্য আবর্তের মধ্যে ঠেলে দিয়ে এই মহান গণ-জাগরনকে ধ্বংস করবেন না । ধন্যবাদ স্যার আশা করি এই বিষয়ে আপনার মত অন্যরাও এগিয়ে আসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.