![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সমাপ্তি ও স্বাধীনতার পর বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক একটা সময় আমরা অতিক্রম করছি । দেশের এই ক্রান্তি লগ্নে সকারের আছে মুৎসুদ্দি পুজির ধারক বাহক , দোদুল্যমান মধ্যবিত্ত চরিত্র সম্পন্ন সুবাধিদল আওয়ামি লীগ । যারা নয়া সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের গোলাম ও বটে। সমাজে পাকিস্থানী হানাদারদের ৭১এর সহযোগি খুনি , ধর্ষক, লুন্ঠনকারি জামাত ও তাদের তস্যগোলাম খুনি ধর্ষক রাজাকার আল-বদর , শান্তিকমিটির পাকি দোসররা বিভিন্ন আবরনে ও মাত্রায় ক্রিয়াশীল ছিল । এই পাষান্ড নরপষুদের প্রতি সমাজে চোরাস্রোতের মত ঘৃনা , ধিক্কার ও অভিশাপ প্রবাহমান ছিল ।
সমাজশক্তির মধ্যে কার ও রাজনৈতিক বলয়ে ক্রিয়াশীল অথচ সুপ্ত এই বিভাজন অদলীয় ব্লগিস্ট ও অনলাইন এক্টিভিস্টরা শাহবাগ চত্তরে সোচ্চার ভাবে জনসমুক্ষে নিয়ে আসে । সমাজের চেতনায় তন্ত্রীতে তন্ত্রীতে আবারো ঝংকার তোলে । ৭১ এ সংগঠিত অপরাধ ও বিচারহীনতা সমাজে পরবর্তী অপরাধ সংগঠিত হতে সহায়তা করেছে , সেই সাথে শিক্ষা দিয়েছে ৭১ এর শহীদ ও নিগ্রিহিতদের প্রতি অকৃতজ্ঞ ও মুনাফিক হতে । বড় সবগুলো দল ক্ষমতায় যাবার জন্য এই ঘাতক নরপশুদের সাথে আপোষ রফা করেছে , তাদের সাথে ব্যাবসা বানিজ্য ও পারিবারিক সম্পর্ক গড়ে তুলেছে । দীর্ঘদিন জামায়াত বেশ অব্যাহতভাবে এ দেশে বিকশিত হচ্ছিল। যুদ্ধাপরাধের বিচার শুরু হলেও সরকারকে নানা হুমকি দিয়ে তারা বেশ চাপের মধ্যে রেখেছিল, কিন্তু অবস্থাটা পাল্টে দিল তরুণ প্রজন্ম । তরুন প্রজন্ম বেকায়দায় ফেলেছে বিএনপিকেও । বি এন পি এতদিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার যুদ্ধাপরাধীদের পুনর্বাসনকারী, এই স্ববিরোধিতাকে বিএনপি এতকাল ভালোই সামাল দিয়ে আসছিল। আওয়ামী লীগেও রাজাকার আছে, তারাও জামায়াতের সঙ্গে এককালে সমঝোতা করেছে ইত্যাদি বলে পারস্পরিক দড়ি টানাটানি করে বেশ চলছিল তাদের মধ্যে। সবই ছিল জনগনের সাথে প্রতারনা করে ভোটের রাজনিতীর মাধ্যমে ক্ষমতা দখল । গত ৪২ বছর ধরে এটাই চলে আসছিল । আজ চুড়ান্ত সিদ্ধান্ত নেবার সময় এসেছে । মনে রাখবেন , ইতিহাসের পথপরিক্রমায় বিশেষ মুহূর্তে একটা জাতির কাছে এক একটা দ্বন্দ্ব মুখ্য হয়ে ওঠে ।তাই আজ , জামাত শিবিরকে নিষদ্ধ করতে হবে এবং নিজ নিজ দলে শুদ্ধি অভিযান চালিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনতে হবে ।অসাম্প্রদায়িক সমাজ বিণির্মানের এ আবশ্যিক ও প্রাথমিক শর্ত ।যারা এই শর্তপুরন করবে না ,তার সব এই যুদ্ধাপরাধীদের আশ্রয় প্রচ্ছয় দাতা , মুক্তিযুদ্ধের শহীদ ও নিগৃহীতদের প্রতি দায় অস্বীকারকারি অকতৃজ্ঞ,মুনাফেক, এই দলগুলিকে বর্জন করতে হবে । ৭১ এর শহীদ ও নিগৃহীতদের প্রতি ঋণ পরিশোধের এটাই এক মাত্র পথ ,এর কোন বিকল্প নেই। -প্রতিটি মানুষ সংগ্রামী মুক্তিযোদ্ধা, প্রতিটি মানুষ স্বাধীনতার জ্বলন্ত ইতিহাস, আমরা ইতিহাসের দায় পরিশীধে বদ্ধ পরিকর , মহান আল্লাহ আমাদের সহায় হউন , জয় বাংলা
২| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫
zahir বলেছেন: ধন্যবাদ
৩| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬
বাংলার হাসান বলেছেন: সমাজশক্তির মধ্যে কার ও রাজনৈতিক বলয়ে ক্রিয়াশীল অথচ সুপ্ত এই বিভাজন অদলীয় ব্লগিস্ট ও অনলাইন এক্টিভিস্টরা শাহবাগ চত্তরে সোচ্চার ভাবে জনসমুক্ষে নিয়ে আসে । সমাজের চেতনায় তন্ত্রীতে তন্ত্রীতে আবারো ঝংকার তোলে
৪| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮
বাংলার হাসান বলেছেন: বড় সবগুলো দল ক্ষমতায় যাবার জন্য এই ঘাতক নরপশুদের সাথে আপোষ রফা করেছে , তাদের সাথে ব্যাবসা বানিজ্য ও পারিবারিক সম্পর্ক গড়ে তুলেছে । দীর্ঘদিন জামায়াত বেশ অব্যাহতভাবে এ দেশে বিকশিত হচ্ছিল। যুদ্ধাপরাধের বিচার শুরু হলেও সরকারকে নানা হুমকি দিয়ে তারা বেশ চাপের মধ্যে রেখেছিল, কিন্তু অবস্থাটা পাল্টে দিল তরুণ প্রজন্ম শত ভাগ সত্য
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯
বাংলার হাসান বলেছেন: দেশের এই ক্রান্তি লগ্নে সকারের আছে মুৎসুদ্দি পুজির ধারক বাহক , দোদুল্যমান মধ্যবিত্ত চরিত্র সম্পন্ন সুবাধিদল আওয়ামি লীগ । যারা নয়া সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের গোলাম ও বটে। সহমত