![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘জাতি’ হচ্ছে ঐতিহাসিকভাবে বিকশিত একটি জনগোষ্ঠি (পিপলস ), যাদের ভাষা এক, বাসভূমি এক , অর্থনৈতিক জীবন এক, মানসিক গড়ন এক , এবং এই মানসিক গড়ন এক অভিন্ন (কমন) সংষ্কৃতির মাধ্যমে প্রকাশিত হয় ।
অভিন্ন ভাষা , অখন্ড বাসভূমি , অভিন্ন অর্থনৈতিক জীবন , অভিন্ন মানসিক গড়ন বা সংষ্কৃতির সমসত্তার বৈশিষ্টগুলোর শুধু একটিকে বাদ দিয়ে জাতির সংজ্ঞা নিরুপন করা যায় না ।
অনযদিকে এর কোন একটিকে বাদ পড়লে সেই জাতিগোষ্ঠিকে জাতি বলা হয়না ।
তবে এই সবগুলো বৈশিষ্ট এর মধ্যে সবচেয়ে মৌলিক হচ্ছে ভাষার ঐক্য , কারণ
মানবসমাজের অস্তিত্বের প্রধান শর্তই হচ্ছে ভাষা ।
ভাষা ছাড়া মানুষের সমাজ গড়ে উঠতে পারেনা ; এবং প্রধানত ভাষার সাহায্যেই একটি মাণবগোষ্টীকে অপর থেকে আলাদা / ভিন্ন ভাবে চিহ্নিত করা যায়।
২| ০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: ওকে।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৫
সাহাদাত উদরাজী বলেছেন: এই সব বিষয় আমাদের সকলের জানা উচিত। পড়েছিলা, ভুলে গেছি, আবার পড়লাম।