নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Sohrab\'s Blog The voice for equity.

কিছু আবেশ

The Diary of Sohrab

কিছু আবেশ › বিস্তারিত পোস্টঃ

জয় চেতনা !!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৯

জয় চেতনা >>>>

কি আছে এই "চেতনা" শব্দটিতে !! সব কিছুর বৈধতা পাওয়া যায় এই চেতনা ধারন করে !!! যেমন : খালি মাঠে গোল দেওয়া , ৫ বছরে ১০০ থেকে ৫০০ গুন সম্পদের মালিক হওয়া ইত্যাদি ইত্তাদি । খুব অবাক বিস্ময়ে গত কিছু দিন অনলাইনে আর নিউজ মিডিয়া গুলুকে খেয়াল করছিলাম কদাচিৎ কিছু মানুষ ছাড়া কেউ কোন কথাই বলছে না । চেতনার সৌরভ ধারন করে দেশের সম্পদকে নিজেদের পৈত্রিক মনে করে শুধু নিজেই নেননি বরং স্ত্রী সন্তান ও আত্মীয় সজনদেরও দখল করার অবৈধ লাইসেন্স করে দিয়েছিলেন।

কেন বলবেন, জামায়াতি ? দের ফাঁসি দিলে সব যে ঠিক হয়ে যাবে !! মুক্তিযুদ্ধের চেতনা কি এক জিনিস ??!!! ভোগবাদী রাজনীতিতে মুক্তিযুদ্ধকে যত্রতত্র ব্যবহার করে করে লুটেরারা রাতারাতি সবাই আঙ্গুল ফুলে বট গাছ !!! কিন্তু সবই বৈধ ওই সব চেতনা বাবসায়িদের কাছে !!!!

আইনের শাসন , মানবতা & গনত্রন্ত্র সবেই জেন আওয়ামী রোষানলে পিষ্ট । কোন কিছুই আওয়ামীলীগ কে থামাতে পারছে না । একের পর এক ,এমন সব কাজ করে যাচ্ছে যার পক্ষে কোন সুস্থ স্বাভাবিক মস্তিস্কের মানুষের বিন্দু পরিমান সায় থাকতে পারে না । আমি এবং আমার মত নিরিহ মানুষ বেমালুম ভুলতে বসেছি আমাদেরও স্বাধিকার আছে , কিছু বলার ও করার শক্তি আছে । দেশের মানবতা আজ বড্ড অসহায় কিছু ক্ষমতা লোভী আর তথাকথিত কিছু গনত্রন্তের ব্যাবসায়ির হাতে। মুক্তিযোদ্ধা হয়েও কেউ হচ্ছে রাজাকার , পাক আর্মির দোসর হয়েও কেউ আজ মন্ত্রি, সত্যি সেলুকাস এই দেশ। আওয়ামীলীগ র পক্ষ বিপক্ষ এখন মুক্তিযোদ্ধা আর রাজাকার বিচারের মানদণ্ড ।

অবৈধ চেতনা ব্যবসায়িরা চেতনা নিয়ে লাফালাফি করতে করতে, নিজেদের চেতনা বিসর্জন দিয়ে পা চাঁটা গোলামিতে অভ্যস্ত হয়ে পরছে তুবুও চেতনায় তাদের জীবিকা, জয় চেতনা !!!!!!

চেতনা যদি হয় মানুষ হত্তার বৈধতা , চেতনা যদি হয় আমার নাগরিক অধিকারের ভক্ষক, চেতনা যদি হয় আমার ভাইয়ের রক্তের বন্যা, চেতনা যদি হয় আমার ইসলামের ( মুসল্মানিত্তের) মুখোমুখি , চেতনা মানে যদি হয় নারী আর মাতলামির বৈধতা , তবে সেই চেতনার নামে কলঙ্ক গ্লানি আমার দরকার নেই।!!



আসুন চেতনার মুখোশ ধারী এই সমস্ত ভণ্ডদের আস্তাকুরে নিক্ষেপ করি আর দেশ কে ভালবাসি নিজের মত করে ।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৩

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: কথা হক।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৪

কিছু আবেশ বলেছেন: জি, কিন্তু মূল্য নেই !!

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৭

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: এই জমানায় সাধু হয়া ফায়দা নাই। ভণ্ডদেরই মুরিদ বেশি। X(

২৭ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৫

কিছু আবেশ বলেছেন: কথা হক।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৭

েফরারী এই মনটা আমার বলেছেন: গতকাল আমি যখন আমার এক বন্ধুকে "তুই ব্যটা একটা একনম্বর Politisian ...."বলতেই সে খুব খেপে গেল।
কারনটা কারো জানা থাকলে দয়া করে বলবেন কি ?
Click This Link

২৭ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩১

কিছু আবেশ বলেছেন: লোলয.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.