![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওদের খুব হিংসা হয়, জামায়াত শিবির আল্লাহ কে নিজেদের দাবী করে কেন? আল্লাহ কি শুধু শিবিরের ??
সত্য কথা জামায়াত শিবির সত্যি এত্ত গুলা পচা !!কেন যে আল্লাহকে নিজেদের দাবী করে ওদের গায়ে নুন ছিটায় !!!
যে জিনিষ আপনার নিজের, একান্তই আপনার, পাশের বাসার রহিম সাহেব ওইটা উনার দাবী করলে কি তার হয়ে যাবে??
মহান রবের প্রতি অদম্য ভালবাসা আর অক্রিতিম বিশ্বাসের জোরেই যারা আল্লাহ কে নিজের দাবি করেন আল্লাহত তার হবেনই ।
আর যাদের বিশ্বাসের জায়গাটায় নড়বরে , বিশ্বাস করার বিশ্বাস টুকু কিনা ফীকে হয়ে গেছে , দাবী করার জন্য অধিকারের সে জায়গায় যাদের কিঞ্চিত জোর নেই তারা কোন মুখে জামায়াত-শিবিরের দাবী নিয়ে প্রশ্ন করে বুঝে আসে না।
আরে বুড়বক, দাবীত তারাই করবে কারন অধিকারের জায়গাত ওদের দখলে, তোমাদের দখলে যে শুধু শাহবাগ !!
চেতনায় রাজাকার
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০
ফিলিংস বলেছেন: এখন দাড়ি-টুপি ওয়ালা একজন লোকের বিপক্ষে বা তার কৃত কুকর্ম নিয়ে কথা বলতে গেলে শত বার চিন্তা করতে হবে। অতএব প্রথমেই একটি ধর্মীয় লেবাসের মধ্যে সেঁধিয়ে যেতে হবে। আর তা পারলেই সাত খুন মাফ। ইসলামকে যারা কেবলই লৌকিকতার মোড়কে আবদ্ধ করে রাখার চেষ্টা করে তারা আসলে কতটা ইসলামের সেবক তা প্রশ্নের দাবী রাখে।