| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওদের যতগুলো ভিডিও পেয়েছি প্রায় সব দেখেছি, চোখে কেন জানি জুলুনি হচ্ছিল (যেন পরাজিত বিপ্লবী) । এত সাহস আর উদ্যমের বড়ই অভাব।
মন্ত্রী, সচিব, এমপি আর পুলিশসহ কেউ বাদ যাইনি। উহারা ভুলে গিয়েছে, ভয় জিনিস টা ওদের নাই। তোফায়েল সাহেবের মুখ খানা ছিল দেখার মত।
তবে পুলিশের উপর ওদের ক্ষোভের মাত্রা টা আমাকে ভাবিয়েছে ভীষন। পুলিশ প্রশাসনের ভেবে দেখার সময় এসেছে,মানুষ তাদের কাছে কি চায়।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: যখন যুক্তি আর বুদ্ধি তে কাজ করে না- তোমার দাড়ি কই মিয়া!!