নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা যেভাবেই চলুক

ব্লগের এই পাতায় আমারই রাজত্ব

খুলনার শের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র। শেষ বর্ষ। খুলনার ছেলে। গুন বলতে কোন কিছু আমার মধ্যে আছে কিনা জানিনা। অনেকের মধ্যে অনেক গুন থাকে। কারো গানের গলা ভাল, কারো কবিতা লেখার হাত ভাল, কেউ আবার অনেক মেধাবী। আমার মধ্যে এমন কোন গুন নেই। বন্ধু মহলে জোকার নামে স্বীকৃতি আছে। কারন আমি প্রায় সব ব্যাপারে কেয়ারলেস একটা ভাব দেখাই স্পেশিয়ালি বন্ধুদের সামনে। অনেকে আবার অলস ও বলে। ভালই লাগে শুনতে। কারন এইচ এস সি পর্যন্ত এত ভাল ভাল কথা শুনেছি যে এই স্বাদ পরিবর্তন টা উপভোগই করি।

খুলনার শের › বিস্তারিত পোস্টঃ

তোমার চুলের ক্লিপ ৪

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৩

অবশেষে সাধনা পুর্ন হল আজ,

অনেক খুঁজে খুঁজে তোমায় আজ পেয়েছি।

আমার সামনের টেবিলেই কফির কাপে

ঠোঁটের আলতো ছোঁয়া দিচ্ছ তুমি।

মাঝে মাঝে বাঁকা চোখে তাকাচ্ছ আমার দিকে।



তোমার টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম।

তোমার চোখে উৎসুক ভাব।

আমি কোন ভনিতা না করে তোমার চুলের ক্লিপটাকে

তোমার সামনে বাড়িয়ে বললাম,

‘চিনতে কি পারছ একে?’



তোমার চুলের ক্লিপ দেখে চিনতে পেরেছ তুমি,

ইশারায় কি যেন বললে যার বিন্দুমাত্র বুঝলাম না।

তোমার বান্ধবী পাশে এসে বসল তোমার।

আমায় জিজ্ঞাসা করল চিনি কিনা তোমাদের।

অল্প কথায় বললাম ফেরত দেবার জন্য খুঁজছি তোমাকে।



জিজ্ঞাসা করলাম তোমায় খুশি হয়েছ কিনা?

ঘাড় নাড়িয়ে হ্যা সুচক জবাব দিলে তুমি।

তোমার কাছ থেকে শুনতে মন চাচ্ছিল খুব।

তাই বললাম, ‘কিছু তো বল আমায়’

কষ্ট ভরা চোখে তুমি দেখলে আমাকে।



তোমার বান্ধবী জানাল তুমি মূক,

পারনা কিছু বলতে মনের ভাব প্রকাশের জন্য।

জানলাম, বুঝলাম। তুমি মূক তাতে কি?

ভাল তো বেসেছি তোমায়, একবার দেখেই।

কি যায় আসে নির্বাকে বা সবাকে।



বললাম তোমায় ভালবেসে ফেলেছি একনজরেই

প্রথম দেখাতেই, খুঁজে চলেছি তোমায়

সাথে নিয়ে তোমার চুলের ক্লিপ।

লাজুক নয়নে তাকালে আমার পানে।

বুঝলাম তুমিও ভালবেসে ফেলেছ আমাকে!!!!



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫২

মহিদুল বেস্ট বলেছেন: দারন তো!

২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

খুলনার শের বলেছেন: ধন্যবাদ মহিদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.