নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার মত কিছু নাই!

সামস রবি

মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা, শখের তাড়নায়

সামস রবি › বিস্তারিত পোস্টঃ

তোমারো প্রাণো ভয়??

৩০ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪৬


আপনে লেখনি যুদ্ধা ভাব কেমন করিয়া,
দেশের ক্লান্তি কালে করিতে পার নাই মিলা।
আমি জানি আজ নেই নজরুল,
নেই রুদ্র, বেগম রোকেয়াও নেই
তুমিতো তো আছ,
তাহলে তুমিও কি স্বার্থ দেখ
আছে তোমার প্রাণও ভয়
কতইনা সম্মান পেলে তুমি
পেলে কত আদরে পদবি, বিনির্ণয়।
তারুণের এই বিপথের অগ্রনি
তুমি কি দিবেনা বাঁধা, প্রতিবাদী লেখনি।
তবে তাদের বলা মিছা নহে,
কবি আজ নিরব
ছিলনাতো এই নীরবতা, ছিল সরব
তাদের প্রাণ ছিল কলম,
করেনি তাঁরা ভাঙবার ভয়।
৫২, ৭১ কিংবা ৯০ তাঁরা লিখেছিল
তারুণ্যের রক্তকণা উত্যপ্ত করিয়াছিল
ন্যায়ের পক্ষে, সাম্যের পক্ষে, মানবতার পক্ষে।
_________________ সামস রবি

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৭:০২

মো:সাব্বির হোসাইন বলেছেন: সুন্দর

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৮

সামস রবি বলেছেন: ধন্যবাদ ভায়া

২| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১৭

অরুনি মায়া অনু বলেছেন: হুম কবি আজ নিরব | এমন কবি আর এলোনা |
সুন্দর লেখা

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৯

সামস রবি বলেছেন: কবিরা কেন নিরব থাকে, তা বুঝতে পারি না।

৩| ৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল তবে কথাগুলো আর একটু আধুনিক হলে ভাল লাগত

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১১

সামস রবি বলেছেন: ধন্যবাদ ভাই, আমি এখনও ছোট , এখনও শব্দ আহরক হতে পারিনাই, তাই।।।

৪| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল হয়েছে আশা করি পরের টা আরো ভাল হবে।

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১০:২২

সামস রবি বলেছেন: ধন্যবাদ হে কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.