নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার মত কিছু নাই!

সামস রবি

মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা, শখের তাড়নায়

সামস রবি › বিস্তারিত পোস্টঃ

তবুও প্রেম মরে নাই

০৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৪২


একদিন কথার পিঠে তোমাকে বলেছিলাম
কোন এক পহেলা বৈশাখে পাঞ্জাবী, পায়জামা,
আর ছটির জুতা পরবো
তুমি আলতা পায়ে, বৈশাখী শাড়ী,
বেলিফুলের মালা, পারলে একটা ছোট্ট টিপও দিও।
আমি কৃষ্ণচুড়ার তলে রবো তোমার সোজন্যে
তুমি আসবে আলতা রাঙা পায়ে আস্তে আস্তে
আমি চোখে চোখরেখে দেখবো মন ভরে।
কিছুক্ষন কৃষ্ণচুড়ার তলে মৃদুল হাওয়ায় বসবো
তারপর রমনা পার্ক, ফুটপাত হেটে বেড়াবো
যখন আমার কপাল পিঠ ঘামে ভিজে যাবে
তখন বসবো কোন ছোট্ট গাছের তলায় বা ঘাসের উপর,
আমরা পান্তা ইলিস খাবনা, শুধু চা বিস্কুট।
যদি বদ্ধ দুপুরে বৃষ্টি হয়, তবে প্রেম স্বার্থক হবে
জানো বৃষ্টি প্রেম আর বিরহের অপূর্ব বন্ধু
প্রেমিক প্রেমিকা বুজতে পারে প্রেম কি লীলা, না মিলা।
আর বিরহকে ধুমড়ে মুচড়ে প্রাশান্তির সুর তুলে।
তারপর সন্ধ্যা নামো নামো কিছুক্ষন হেটে রিক্সায় উঠবো।
সেদিন আমি দাঁড়িয়ে আছি বৈশাখি সাজে, কৃষ্ণচুড়ার তলে
মিনিট পাঁচ তুমি আসছো নরম পায়ে আস্তে আস্তে,
আমি দেখছি তোমায়, তবে চোখে চোখ পড়ছেনা
আলতা, শাড়ী, বেলিফুল, টিপও পড়েছ প্রিয় নীল রঙে
তুমি কেমন জানি লজ্জায় লজ্জায় আসছো
আমি শুধু মুগ্ধ হয়ে দেখছি
বললাম কেমন আছো, উত্তর দিলেনা !
কিছু জিজ্ঞাসও করলেনা, শুধুই বললে ,
আজই প্রথম একটু নিচু হয়ে 
ইশারা ফিরেয়ে কথা বলছ!
আজই জানতে পারলাম তুমি কত ঘুছিয়ে
নরম হয়ে কথা বলতে পার।
আমার চোখে পানি চলে আসল,
চুর্ণ বিচুর্ণ হয়ে যাচ্ছে হৃদয়ের আঙিনা
নরম কথা গুলো আজ নিতে পারছি না!
মনে হচ্ছে কেউ একজন আলপিন দিয়ে
আমার কলিজার সাথে মজা করছ।
(যেমনটা বাঘ হরিণের সাথে করে)
তোমার মুখটা মলিন, কান্না নেই, শুধু একটু তোতলাচ্ছ
কিন্তু আমার একটি বারের জন্য মনে হয়নি তুমি মিথ্যে বলছ।
বুজতে পারলাম তোমার কান্নার পানি গুলো মিথ্যে,
আজ তোতলাচ্ছ সেটাই সত্য।
যাওয়ার আগে বললে তুমি কিছু বলবা,
বললাম শুধু, ভাল থেক,
আমার চোখে পানি একবারও তাকাও নি
অনেক দূরে গিয়ে পিছু ফিরে দুরতোই চলে গেলে
রেখে গেলে বিরহ, মিথ্যে, মিথ্যে, আর মিথ্যে।
কি বিধাতার লীলা এখন বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি।
প্রায় ৪২ দিন পর তোমার আজ হলুদ সন্ধ্যা
মাত্র অফিস থেকে আসলাম,বন্ধু ফোন দিয়ে বলল
আমি স্তব্ধ হয়ে রইলাম আর ফোন দরলাম না
বিবেক আবেগে লড়াই করে তোমায় ফোন করলাম,
তুমি যেন চিনতেই পারছো না,
তাই বললাম, কি চিনতে পারেন নাই
জানিনা হঠাৎ তুমি থেকে আপনি হয়ে গেলে,
তুমি বললে এখন চিনবার প্রয়োজন নেই
আমি বাকরুদ্ধ, পাথর হয়ে গেলাম
মনে হচ্ছে আমিই পৃথিবীর নিকৃষ্ট প্রাণ,
মনে হচ্ছে আমার থেকে রাস্তার বিড়াল কুকুর উৎকৃষ্ট।
আমি কখনও সিগারেট খাই নাই,
মধ্য রাতে এক পেকেট গোল্ড লিভ নিলাম
একের পর এক ২ টা হাওলাত করেও খেলাম।
।।।।।তবুও প্রেম মরে নাই।।।।।।।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৭

মেহেদী রবিন বলেছেন: চলে যাওয়ার বেলায় এই যে "ভালো থেকো" টুকু বলা। তাতে আসলে কি প্রকাশ পায় ? আসলে আমি তোমাকে এখনো ভালোবাসি ?

২| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১১

রুদ্র জাহেদ বলেছেন: প্রেম মরে না। প্রেমকাব্য প্রেম চিরকাল থাকে।ভালো লাগা রইল

৩| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১৫

নীলপরি বলেছেন: প্রেম বেঁচে থাকে । লেখা ভালো লাগলো ।

তোমার সোজন্যে - তোমার জন্যে হবে ?

৪| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৫

মহা সমন্বয় বলেছেন: প্রেম কখনও মরে না।
ভাল লাগা রইল। :)

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৬

কালপুরুষ কালপুরুষ বলেছেন: খুব সুন্দর লিখেছেন বন্ধু
ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.