নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার মত কিছু নাই!

সামস রবি

মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা, শখের তাড়নায়

সামস রবি › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু-সেটাইতো স্বাধীনতা

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩৪


""বঙ্গবন্ধু-সেটাইতো স্বাধীনতা""
_______________________সামস রবি

বঙ্গবন্ধু শুধু একটা নাম নয়, একটা বজ্র কন্ঠ
একটাই স্লোগান, একটাই স্বাধীনতা
চশমার ফ্রেমে বাঁধা সেই মায়াবী চোখ
শত্রু কিংবা মিত্র অধিকার আদায়ে ক্ষিপ্ত
হাসিমুখে কারাবরণ কবু নয় মলিন মুখ
বাংলাকে গর্ব করে এসেছিলেন বুক ফুলিয়ে
মাথা উঁচু করে শত্রুর বারান্দা থেকে।
বন্ধু ভেবে রেখেছিলেন যারে বুকে ধরে
কাপুরুষের বুলেট আছে তাক করিয়ে
তবুও নয় পিছপা থেমে নেই বজ্র কন্ঠ
ঘাতকের বুলেট বুকে, লুটিয়ে পড়লেন
না না লুটিয়েছে স্বাধীনতা, লুটিয়েছে বাংলা
লুটিয়েছে বজ্রকন্ঠ, সত্য, মানবতা।
আমি শুনিনি সেই বজ্র কন্ঠ
রক্তে শিহরিত হয়নি লাল চোখ
আমি দেখিনি ৭ই মার্চ
দেখিনি ৭১ এর কালো রাত্রি
আমি দেখেছি দেশদ্রোহীর পতাকাবাহী গাড়ী
দেখেছি সংসদে নগ্ন মুখে ইতিহাস বিকৃতি
দেখেছি স্বাধীনতা দুমড়ে মুচড়ে ছুড়ে ফেলার সংস্কৃতি।
দেখেছি বেঁচে থাকা রক্ত কণার গর্জিয়ে ওঠা আস্ফালন
ইতিহাস সাক্ষী হয়ে শাস্তির প্রতিফলন।
জাতির পিতাকে মুচতে তারা হয়েছিল কত জঘন্য
সত্য সাম্যের জয়-গানে তারাই আজ জাতির কলঙ্ক।
বঙ্গবন্ধুর স্বপ্ন গড়তে সোনার বাংলা
তাইতো আজও বলতে চাই
""জয় বাংলা, বাংলার জয়""

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪২

কলাবাগান১ বলেছেন: জাতির পিতাকে মুচতে তারা হয়েছিল কত জঘন্য
সত্য সাম্যের জয়-গানে তারাই আজ জাতির কলঙ্ক।

২| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ হয়েছে। দ্রোহ মাখা।
আমারো ইচ্ছে আছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখার।

৩| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৩

রাফা বলেছেন: চমৎকার !! !! বঙ্গবন্ধু শব্দের প্রতিশব্দই বাংলাদেশ।
স্বাধিনতার অর্থই বঙ্গবন্ধুর বজ্রকন্ঠ।
ঘাতকের বুলেট শুধুই প্রানটা কেড়ে নিতে পেরেছে।
বাংলার মাটিতে ঘুমিয়ে জেগে আছেন জাতির পিতা।
আর তাই আমরা কখনই পরাজিত হবোনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.