নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার মত কিছু নাই!

সামস রবি

মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা, শখের তাড়নায়

সামস রবি › বিস্তারিত পোস্টঃ

স্বার্থের প্রতিবাদী

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১


_________________সামস রবি
ভদ্র মোরা, শান্ত বড়ো, পোষ-মানা এ প্রাণ
বলেছিলেন কবি গুরু-
মিথ্যে বলেন না'হি তবে
আজ নেই কারফিউ, নেই লোহার শিকল বাঁধা
নেই মিলিটারির বুটের ঝনঝনানি,
তোমার হাতে বিশ্ব আজ করতে পার প্রতিবাদ।
তুমি নিজেকে বল সৈনিক, কখনও নীতিবাদী
কখনও ত্যাগী, কখনও নির্যাতিত, কখনও বা প্রতিবাদী।
আমি বলি এর কোনটাই তুমি নও-
তুমি বৈণিক, তুমি ভোগী
তুমি লালসার পিছে ছুটে চলা সুবিধাবাদী।
তুমি পার সময়ের তরে খোলস পালটাতে,
স্বার্থের লোভে সত্যকে ঢাকতে মিথ্যের ফুলঝুরি সাজাতে।
এখন তোমার সময় জেগে উঠার, সত্য কে সত্য বলার
সাম্য ন্যায়কে সঙ্গী করার।
কিন্তু তোমার শরীর জাগে বিছানায়, বা ঝোপের তলায়,
যেখানে তোমার কলম চলবে মরুভূমির জাহাজের মত,
কিন্তু আজ তোমার কলম হয়, চামচামিতে নত।
দ্রোহের মাঝেও হাস্যকর
মিথ্যেকে এমন করে ধরেছে আকড়ে
প্রয়োজনে যেতে পারে সে লাল দালানে।
তুমি শক্তি দেখাও দুর্বলের চুলের মুষ্টে,
আর মাথা নোয়াও শিয়ালের খোকানিতে।
অসত্যের হুংকারে নিরবে যাও গর্তে
মরলে মরুক তাঁরা, লাগেনা তোমার স্বার্থে।
তবে মনে রেখ তুমি, একদিন আসিবে সময়
সবার চোখই থাকিবে খোলা, কিছুই দেখবেনা তাহায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

কালপুরুষ কালপুরুষ বলেছেন: ভালো লাগলো

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৯

সামস রবি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.