নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার মত কিছু নাই!

সামস রবি

মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা, শখের তাড়নায়

সামস রবি › বিস্তারিত পোস্টঃ

বিভৎস মানবতার দালালি বিবেক

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩৭

_____________সামস রবি
এই শুধু আজই নয়
যুগে যুগে হয়েছি হয়েছে রক্তাক্ত
বুলেন্ঠিত মানবতার প্রতিবন্ধি বিবেক,
কখনও গাজা, কখনও গুজরাট কখনওবা রোহিঙ্গা।

বিজাতীরা দিয়েছে যা,
কেষ্ট ভেবে নিয়েছি তা মুষ্টি ভরিয়া
দিয়েছে তারা ধ্বংসের দামামা
নিয়েছে কি হিসেব করিনি তা।
আমার কিসের এতো হিসেব কিসেব
করছে উপহাস, না হয় তিরস্কার
দিব্বিইতো বেঁচে আছি,
লাথি খেয়ে তবুও বলছি নমস্কার।
 
আমি মুসলিম সবাই বলে
নামে আর জন্মেছি মুসলমানের ঘরে
এছাড়া আর আছে কি
জানিনা তার আগে পরে।

হাসছে তারা প্রাণ খুলিয়া
ধর্ম আর মানবতার হাত বাঁধিয়া,
শুধুই কি তাহারা আছে কত পাশে বসে ভাই কহিয়া
নেই কোন প্রতিধ্বনি, রহিয়াছে চাহিয়া।
যদি উঠে যায় ভুলে কোন স্বর,
বলে নাকি এবার ওকে ধর।

তার চেয়ে বরং থাকি আমি চুপ
হোক রক্তাক্ত মানবতার নহর
চোখ বন্ধকরে দিব এক লাফ
হয়ে যাক কবরের পর কবর।
চাইনা আমি কোন ছাপ
আমিতো বেড়েই যাচ্ছি ধাপের পর ধাপ।

ধিক্কার তোমায় ওহে মিডিয়া
'থু' তোমায় হে একচোখা মানবতা
মুসলিম হলে ফেণা ফেলো জঙ্গি জঙ্গি বলিয়া,
তোমার 'দালাল' বলে রেখেছ তারে সঙ্গি করিয়া।

"তুমি আজ তার দালাল, তোমার দালাল সে"
"বুলেন্ঠিত মানবতা বলছে, কে তুমি, আর আমি কে "

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:
আং সাং সুচীর নোবেল কেড়ে নেওয়া হোক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.