নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার মত কিছু নাই!

সামস রবি

মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা, শখের তাড়নায়

সামস রবি › বিস্তারিত পোস্টঃ

প্রবাস মানে

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৪

প্রবাস মানে স্বপ্ন বুনে হৃদয় পোড়া
প্রবাস মানে তোমাদের হাসি আমার সুখ
প্রবাস মানে সোনার হরিণ ধরতে এসে মরুর চরে জীবন গড়া
প্রবাস মানে মহা-রৌদে ঘামে ভেজা, মাগো তোমার আঁচল খোঁজা-
প্রশান্তির টানে লুকাতে আমার মুখ।

প্রবাস মানে নাড়িরটানে স্বপ্ন ভাঙা
প্রবাস মানে আছি আমি যেমন তেমন,
রাখতে হবে ভালো
প্রবাস মানে এই মাসে নয় আগামী মাসে নিবো।

প্রবাস মানে অস্থির জীবনে চাহিদার নেই কোন অন্ত
সব কিছু চাপিয়ে স্থির হয়ে মন্ত।
শুধুই শুন্যতা নেই কোন পূর্ণতা
প্রবাস মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর ব্যর্থ চেষ্টা।

প্রবাস মানে দূতাবাসে সবাই সরকারি অফিসার
ভাব খানা এমন যে আমি চোর তাহারা পুলিশ,
নিজেকে নিজেই ধিক্কার, কেন করতে এলি নালিশ,
প্রবাস মানে ছেয়ে দেখবে সবাই যতই তুই কাঁদিস।

প্রবাস মানে বুদ্ধিজীবীর টেবিলে রশালো কথার মেলা,
রেমিট্যান্সের বাহ বায় মশকারির ভেলা।
প্রবাস মানে দালালের ব্যবসা রমরমা
মাত্র তিন লাখ, ছয় মাসে করিবেন ব্যাংকে জমা।

প্রবাস মানে টাকা উড়ে, না না টাকা নয় ডলার উড়ে বাতাসে,
এসেই বুঝতে পারে ভাত খেতে হয় বালুর সাথে মিশিয়ে।

প্রবাস মানে উপহাসের পাত্র
এনেছ তুমি টিভি, তোমার অনেক টাকা,
রাখো এবার তিরিশ হাজার মাত্র,
রেখে দিন কাকু নেই অর্থের চাকা ।

তবুও সবাই খুশি নয়, কত অভিমানের দোলা
জীবনটা হয়ে আছে পুতুল নাচের খেলা।

প্রবাস মানে অল্পতেই চিন্তায় থাকা, দেশটা যাচ্ছে কোথায়
প্রবাস মানে শত্রু নেই বন্ধু সবাই
প্রবাস মানে সর্ব দোয়া ভালো থেকো সবাই।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: প্রবাসীদের নিয়ে সুন্দর কবিতা । প্রবাস মানেই অজস্র কষ্টের মাঝে প্রিয়জনের হাসিমুখে সুখ খুঁজে পাওয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.