নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার মত কিছু নাই!

সামস রবি

মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা, শখের তাড়নায়

সামস রবি › বিস্তারিত পোস্টঃ

তবুও কি ভালোবাসবে?

৩০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৪


যদি গ্রীষ্মের তপ্ত রৌদে তেক্ত হয়েও
তোমার বানানো শুকনো মরিচের গুঁড়া দিয়ে কাঁচা আমের ভর্তা খেতে না পারি
বিকেলে আমের বাগানে মৃদু বাতাসে বসে গল্প করতে না পারি
তবে কি আমায় ভালোবাসবে?

যদি বৈশাখের প্রথম প্রহরে
তোমার খোঁপায় বেলিফুলের মালা গুঁজে দিতে না পারি,
হাতে হাত রেখে বৈশাখী আয়োজনে চষে বেড়াতে না পারি,
তবে কি আমায় ভালোবাসবে?

যদি আষাঢ়ের বৃষ্টিতে তোমার সাথে ভিজতে না পারি
চোখে চোখ রেখে প্রেমের শিহরণ খুঁজতে না পারি
তবু কি আমায় ভালোবাসবে?

যদি তোমার সাথে শরতের সাদা মেঘের নিচে
ফুটে থাকা কাশবনে যেতে না পারি
নদীর মোহনায় কাশফুল বাসিয়ে দিতে না পারি
তবুও কি আমায় ভালোবাসবে?

যদি হেমন্তের নয়া ধানের নবান্ন উৎসবে মেতে উঠতে না পারি
তোমার বানানো চালের গুঁড়ার প্রেমময় পিঠা খেতে না পারি
তবুও কি আমায় ভালোবাসবে?

যদি শীতের সকালের কুয়াশাময় ঘাসে খালি পায়ে হাটতে না পারি
শিশিরের বিন্দু দিয়ে এক-ই কাপে চা খেতে না পারি
তবুও কি আমায় ভালোবাসবে?

যদি ঋতুরাজের প্রথম ফোটা পদ্মটি দিতে না পারি, ছোট্ট চিরকুটের সাথে
ভোরের সুখময় বাতাসে বসে কবিতা শুনাতে না পারি
তবুও কি আমায় ভালোবাসবে?

যদি বল পারবে তবে ভালোবাসার রইল কি?
যদি বল পারবেনা তবে ভালোবাসার কি স্থান, কাল, পাত্র, মাত্রা, থাকে?

তবুও ভালোবাসার প্রতিদ্বন্দ্বী ভালোবাসা নয় কি?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো.....

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

সামস রবি বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

আশফাক ওশান বলেছেন: ছন্দগুলো ভালো লাগলো

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫০

সামস রবি বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.