নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার মত কিছু নাই!

সামস রবি

মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা, শখের তাড়নায়

সামস রবি › বিস্তারিত পোস্টঃ

না হয় মিথ্যে করে ভালোবাসিস...

২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৪

________________সামস রবি

যদি কখনো ভুল করেও আসিস সেই পথে
তোর সু-নয়ন দৃষ্টি কোণে দেখিস তুচ্ছ করে
আমি অপেক্ষায় দাঁড়িয়ে কোন মিথ্যের আশায়।
ময়লার স্তুপে ফেলে দেওয়া, তোর অবশিষ্ট সময় থেকে-
কিছুটা সময় দিস, আমি যতন করে রাখবো।
দূরত্ব রেখে না হয় পাশে বসিস ওই কোণে
কোন অনুভূতি ছাড়াই তাকা'স আমার দিকে
যেমনটি তাকিয়ে রয় সব, ফেরিওয়ালার দিকে।
না হয় আমার চোখে চোখ রেখে মিথ্যে করেই ভালোবাসিস
ছলনার তরে বাহানা সাজিয়ে রাখিস তোর আশে পাশে।
মাঝে মাঝে তোর একাকিত্ব মন খারাপের দিনে,
যখন চেনা মুখ গুলো ব্যস্ততায় বদ্ধ থাকবে
তখন সান্ত্বনা খুঁজতে,
আমার ভালোবাসার বেহুলা নিয়ে যাস মিথ্যে করে ;- যা সত্য।

যখন তোর থেকে হারিয়ে যাবে সব
যখন নেশার ঘোর কেটে, চোখ মেলে দেখবি বাস্তবতা,
যখন সত্যি সত্যি একাকিত্বে ডুবে যাবি
তখন যেন হারিয়ে না যাস নিরব শুন্য গহ্বরে ।
তখন তোর সেই দৃষ্টি কোণ দিয়ে দেখিস আবার তুচ্ছ করে
ময়লার স্তুপ থেকে কুড়িয়ে পাওয়া ভালোবাসা দিয়ে
কেমন প্রেমের হিমালয় সাজিয়েছি।
তাই আজও, শুধু তোর জন্য দাঁড়িয়ে আছি কোন এক ভুল পথে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো , ++

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৩

সামস রবি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।

২| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭

একজন সত্যিকার হিমু বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল ।

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৯

সামস রবি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল

৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২

শায়মা বলেছেন: মিথ্যে করে ভালোবাসবে!

:(

এই ভালোবাসার দরকার নেই ভাইয়া কিন্তু কবিতাতে সেটা খুবই ভালো হয়েছে!!!!!!

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪

সামস রবি বলেছেন: জি ধন্যবাদ ।
মিথ্যে করে ভালোবাসা কারোই কাম্য নয় , শুধু হৃদয়ের আবেগিত উৎকন্ঠা'কে একটু সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা ।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩

কানিজ রিনা বলেছেন: আগুন্তকের ইচ্ছা পু্রন। ভাল লাগল।

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৫

সামস রবি বলেছেন: ধন্যবাদ ।
আগুন্তকের ইচ্ছা পু্রন, খুব ভাল বলেছেন ।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬

ফারহানা হোসাইন বলেছেন: যখন নেশার ঘোর কেটে, চোখ মেলে দেখবি বাস্তবতা,
যখন সত্যি সত্যি একাকিত্বে ডুবে যাবি
তখন যেন হারিয়ে না যাস নিরব শুন্য গহ্বরে ।

সুন্দর ভাবনা

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬

সামস রবি বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা রইল ।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৯

জাহিদ অনিক বলেছেন: কেন কবি ! এতটাই তুচ্ছ কেন ভাবা হচ্ছে নিজেকে ?

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮

সামস রবি বলেছেন: কবি'রা নাকি সব সময় তুচ্ছই থাকে, শোনা কথা!
তবে পৃথিবীতে বেশির ভাগ প্রেমী'রা-ই কোন না কোন ভাবে তুচ্ছ অবহেলিত।

৭| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩

খায়রুল আহসান বলেছেন: তাই আজও, শুধু তোর জন্য দাঁড়িয়ে আছি কোন এক ভুল পথে - চমৎকার!

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৯

সামস রবি বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.