নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার মত কিছু নাই!

সামস রবি

মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা, শখের তাড়নায়

সামস রবি › বিস্তারিত পোস্টঃ

হিমুর বিভ্রান্ত

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৭


________________সামস রবি
আজ বাদলকে দেখতে যেতে খুব ইচ্ছে করছে,
ও একটা বিড়ালকে কথা শিখাচ্ছে
ওর ধারণা ময়না, টিয়া যদি কথা বলতে পারে তবে বিড়ালও পারবে,
বিড়াল নাকি ওর কথা খুবই মনোযোগ দিয়ে চুপ করে শোনে
যদিও মেউ ছাড়া এখনও কিছুই বলতে পারে না।
কিন্তু কি করে যাবো ;
বাদলের এই কর্ম দেখে খালু খালাকে ডেকে কট্টর করে বলে দিয়েছে,
- হিমুর ছাঁয়াও যেন এই বাড়িতে না পড়ে,
এই পাগলটার কারণে বাদল সব উদ্ভট কাজ করে।
- খালু এতো বড় বাড়িতে আমার ছাঁয়া পড়ার উপায় নাই তো,
; তবে হ্যাঁ আপনার আম গাছে যদি উঠি কিছুটা পড়তেও পারে।
খালু বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে,
তিনি খুবই বিরক্ত হয়ে তেক্ত হয়ে আছেন,
যে কোন সময় আমার উপর সুনামি ঢেলে দিতে পারেন,
খালুর তিক্ত মেজাজকে আর সিক্ত না করে চলে এসেছিলাম।
আমি গেটের সামনে দাঁড়িয়ে, খালু বারান্দা থেকে দেখে নেমে আসলেন,
-তুমি এখানে কেন এসেছো, তোমাকে না নিষেধ করেছি,
;তুমি আর কখনও এখানে আসবানা, তোমার চেহারাও দেখতে চাই না,
- রাস্তায় যদি আপনার সাথে দেখা হয়ে যায়, তখন কি উল্টা পায়ে মুখ ফিরিয়ে চলে যাব?
কিছু বললেন না চোখও বড় হল না, ফিরে যেতে যেতে দারোয়ানকে বললেন ;
- ওকে ভিতরে আসতে দিও না।
ভাবতেছি দারোয়ান কে কিছুটা বিভ্রান্ত করে চলে যাব।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি কি আরও বড় হতে পারত না?

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

সামস রবি বলেছেন: জ্বী অবশ্যই , তবে এটা হুমায়ুন স্যারের জন্ম দিনে উনাকে শ্রদ্ধা জানাতে লেখা তাই আরো বড় কারার সময় করা যায় নাই ।

২| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭

ভবঘুরে যাত্রি বলেছেন: খুব ভালো হয়েছে

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

সামস রবি বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.