নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার মত কিছু নাই!

সামস রবি

মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা, শখের তাড়নায়

সামস রবি › বিস্তারিত পোস্টঃ

কষ্টের পাহারাদার হবে?

২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮



________________সামস রবি

ও মেয়ে তুমি আমার কষ্টের পাহারাদার হবে
বিনিময়ে না হয় এ হৃদয়ের কোণায় কোণায় খুঁজে-
ছোট ছোট সুখ গুলো নিয়ে নিও,
যা আমাকে এখন বড্ড যন্ত্রনা দেয়।
আজ কষ্ট গুলো সাহসহীন অসহায়-
সব সময় কেন জানি নিরাপত্তা-হীনতায় ভুগছে,
তাইতো আজ আমি বড়ই চিন্তিত তাঁহাদের নিয়ে।

আমি চাই না আর সুখের আদলে উপহাসের উপত্যকায় ডুব সাঁতারু হতে
পারবো না আর কারো বাহানাবাজি বিশ্বাস করার অভিনয় করতে।
পারবোনা আর কারো অস্থিরতায় নিজেকে নিজে ধিক্কার দিতে।
তাই তো তোমাকে-ই খুঁঝছি মেয়ে
কষ্ট গুলোর পাহারাদার হয়ে, থাকো তাঁহাদের সঙ্গি হয়ে।

কি হবে তো? থাকবেতো সঙ্গি হয়ে?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৯

মমিন ভুঁইয়া বলেছেন: সুন্দর

২| ২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৮

ধ্রুবক আলো বলেছেন: কষ্টের পাহারাদার! খুব সুন্দর লিখেছেন
তবে কষ্টের পাহারা একাই দিতে হয়!!

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৬

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
সুন্দর B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.