নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার মত কিছু নাই!

সামস রবি

মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা, শখের তাড়নায়

সামস রবি › বিস্তারিত পোস্টঃ

সামাজিক মাধ্যম ঝুলন্ত সম্পর্ক

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৬



___________________সামস রবি

কোন এক রমণীর সাথে কিছুক্ষন কথা বলার পরে ;
যদিও এখনো দেখা হয়নি কুকিল কণ্ঠি'র চেহারা খানা
-আপনি তো কবি মানুষ.....
কথা থামিয়ে দিয়ে বললাম ;
-দেখুন আমি এখনো কবি হতে পারি নাই, তবে বলতে পারেন;
অমাবস্যায় পূর্ণিমার অপেক্ষায় থাকা অবুঝ বালক।
-অমন করে বলছেন কেন, আচ্ছা সে যাই হোক লিখেন তো ভাল।
বলার ছিল, আপনি যখন অতিতের গভীর কোন বিরহে নিমজ্জিত হোন
তখন কি করেন, বিরহের গান শুনেন নাকি কষ্টার্জিত কবিতা লিখেন।
-এর কোনটা-ই নয়, বিদ্রোহের গান শুনি মানবতা বা দ্রোহের কবিতা লিখি।
-কি বলেন এমনটি কেন?
-মানুষ যতই ধৈর্যশীল হোক না কেন, আবেগ তা বুলেন্ঠিত করে বিরহের বিষাদে ফেলবার চেষ্টা করবেই।
তাছাড়া এই প্রেম বিরহ এর কোনটা-ই আমার নয়,
প্রেম হচ্ছে চাওয়ার প্রতিদান আর বিরহ হচ্ছে তার সুদ।।
তাই সেটাকে বুকে ধরে বুকের পাঁজর ক্ষত বিক্ষত করার কারণ নাই।
-তাই, তো তাহলে এতো প্রেমের বা বিরহের কবিতা লিখেন কেন?
-এই যে আপনার সাথে কথা বলছি সেটাওতো একটা কারণ।
-হাসি পাচ্ছে, কি বলেন তা কেন হবে?
-আমি আপনার বন্ধু তালিকায় দেখেছি মাত্র ৪৭ জন আছে ;
তার মাঝে আমি একজন, অনেক পর্যবেক্ষণ করে আমার লেখা পড়ে,
আপনার মনে ধরেছে তাই বন্ধু তালিকায় রেখেছেন।
-অমন করে বলছেন কেন অপরাধী মনে হচ্ছে নিজেকে!
-আরে না না অপরাধী ভাববেন কেন, এটাতো অতি স্বাভাবিক বিষয়।
-আসল কথা পাশ কাটিয়ে যাচ্ছেন?
-ও আচ্ছা!! বলতে চাইছি আপনার এই ভালো লাগার সুযোগ নিয়ে আপনার সাথে কথা বলছি,
আবার হয়তো কথার জালে প্যাঁচিয়ে প্রেমেও ফেলে দিতে পারি আপনাকে।
-হা হা হা, আপনি তো বলেছেন আর কখন প্রেম করবেন না?
-সেটা কি আমার একটা কৌশল হতে পারে না, আপনার সহানুভূতি পাওয়ার?
-হুম পারে কিন্তু আমি তো তা ভাবিনি।
-না ভাবাটাই স্বাভাবিক, দেখুন সময় আজ এমন এক অসময়ে এসে দাঁড়িয়েছে,
ভদ্রতা, সততা আজ এখন মানুষের সব ছেয়ে বড় পুঁজি
যার নিরব বিশ্বাস'কে কাজে লাগিয়ে
নিকৃষ্ট উদ্দেশ্য হাসিল করছে ভদ্ররা।
-আমি তো এমনি বললাম, আপনি তো অনেক সিরিয়াস হয়ে গেলেন।
-না সিরিয়াসলি আসল বিষয় না, আপনাকে আমার ধারণা বলছি।
কে জানে হয়তো আমি নিজেকে আপনার কাছে,
ধোয়া তুলসী পাতা বানানোর চেষ্টা করছি।
-কি যে বলেন, (একটু নরম সুরে)
কেন জানি মনে হচ্ছে উনি আমাকে অতি বিশ্বাসের চেষ্টা করছেন।
তাই তাড়াতাড়ি বললাম, আমার এখন আর আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না।
ওকে পরে কথা হবে বলে রেখে দিল।
মনে হচ্ছে ওপারে মুখ খানা মলিন হয়ে গেছে।
একদিন পর ফোন করেছিল ধরতে পারিনাই।
এসএমএস দেওয়ার পর, দেখেও বেস্ততায় উত্তর দিতে পারি না।
কয়েক ঘন্টা পরে তাকে আর খুঁজে পাওয়া গেল না।
আজ আমি ব্লক তালিকায় অপরাধী হয়ে!!!
(কাল্পনিক)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
যদিও এখনো দেখা হয়নি কুকিল কণ্ঠি'র চেহারা খানা

গাধা যারা মরিচিকার পিছনে ঘোরে তার B-) =p~


খুব সুন্দর লিখেছেন ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.