নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার মত কিছু নাই!

সামস রবি

মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা, শখের তাড়নায়

সামস রবি › বিস্তারিত পোস্টঃ

সাধারণ হতে চাই না!

১৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:১০

__________________সামস রবি
আর যাই হই না কেন সাধারন হতে চাই না, এই মাটি সাধারণের জন্য না!!
হতে চাই ডাক্তার, শিক্ষক, আইনজীবী হতে চাই রাজনীতিবিদ কিংবা বুদ্ধিজীবী,
পেতে চাই ক্ষমতা করতে চাই দালালি, চামচামি, চাতুরতা
করতে চাই ধর্ম নিয়ে ব্যবসা,
করতে চাই স্বাধীনতাকে পুঁজি, মুক্তিযুদ্ধ হবে দাঁড়িয়ে থাকার অনুষঙ্গ।
মানবতা হবে লাঠি, ধর্মকেও দিবো আঘাত,
অধিকার ধার করে বিদ্বেষ ছড়াবো যত খুশি।

হতে চাই কবি, কথাসাহিত্যিক, উপন্যাসিক, সাংবাদিক-সম্পাদক,
তবেই না মনের গহীনে লুকিয়ে থাকা কয়লার কালিতে লিখে যাব; লেখবো কালো হবে হলুদ।
আমি হতে চাই প্রযোজক-পরিচালক, নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, অভিনেতা-অভিনেত্রী,
হতে চাই শিল্পী তবেই না আমি পাব প্রিয়তা,
তবেই না আমার দুঃখে দুঃখি হবে এই সমাজ।
আমার গায়ে ফুলের আছড়ে জেগে উঠবে সমাজের বিবেক
হবে প্রতিবাদ, মানববন্ধন, আন্দোলন, ঝলসানো টকশোর রঙ্গ।
সাধারণ হলে দুর্ঘটনায় যাবে হাত, হবে মৃত্যু, আমার-ই ভুলে!
অসাধারণ হলে পরে হবে অমূল্য প্রতিভার অকাল প্রয়াণ দেশের ভুলে,
পাবো টাকা, দিবে সম্মান-স্বীকৃতি।
আমি হতে চাই খেলোয়াড় কিংবা মডেল,
করে যাব ইচ্ছে মত যত নোংরামি,
কে'বা আছে বলার কিছু? বরং পাব উপাধি, ভূষণে ভূষিত।

আমি সাধারণ হতে চাই না,
অন্তত ছাত্রনেতা হতে চাই।
আমি হই যেমন তেমন, নাই'বা থাকুক কোন গুণ, নাইবা থাকুক দেশ প্রেম।
আমার উপর হলে কোন আঘাত,
হবে তা অন্যায় হবে তা বর্বর, নৃশংস।
আন্দোলন চলবে ছাত্র কূলে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ে, বন্ধ হবে ক্লাস, বন্ধ হবে পরীক্ষা, অচল হবে দেশ।

আমি হতে চাই সরকার;
যত দোষ সব দিব তোমার ঘাড়ে,
চুপ থাকো মনে নেই কি করেছ আগে? তোমরা সব দেশদ্রোহী, ষড়যন্ত্রকারী,
জনগণ চিনেছে সব!
আমি যদি হই বিরোধী দল;
বলবো তবে, লুটে পুটে খাচ্ছ আসনে বসে,
হরতাল-অবরোধ, ভাঙচুর জ্বালিয়ে দাও সব!
সবই তো জনগনের জন্য! জনগণের মুক্তির জন্য,
জনগণ সব আমাদেরই সাথে!
তারপরও আমি নেতা! আমি দেশ প্রেমিক!
আমার কথায় চলবে সরকার কিংবা জনগণ আধা!

আর কিছু হই বা না হই সাধারন হতে চাই না আমি !

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


আপনি সাধারণ নন, আপনি অসাধারণ; মুক্তিযোদ্ধা শব্দটাকে নিয়ে অকারণ ব্যস্ত হইয়েন না।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৭

সামস রবি বলেছেন: না ভাই আমি অতি সাধারণ।
মুক্তিযুদ্ধ শব্দটা প্রাসঙ্গিক অর্থে এসেছে।
মুক্তিযুদ্ধ আমাদের শক্তি; দুর্বলতা নয়, তেমনি ধর্ম আমাদের বিশ্বাস; পুঁজি নয়।

২| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪০

কাইকর বলেছেন: সাধারণ ও অসাধারন নিয়ে না লিখলেও পারতেন

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৮

সামস রবি বলেছেন: দুঃখিত ভাই, একটু বুঝিয়ে বলবেন?

৩| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: আপনি আপনার কবিতার মতোন হতে পারলে আপনি হয়ে যাবেন শুদ্ধ মানুষ।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৯

সামস রবি বলেছেন: শুদ্ধতা এখন নোংরা শব্দ, অশুদ্ধতা'ই জনপ্রিতার ভান্ডা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.