নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার মত কিছু নাই!

সামস রবি

মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা, শখের তাড়নায়

সামস রবি › বিস্তারিত পোস্টঃ

আজ বিশ্বাসের নিজস্ব আকাশ নেই

২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৮

___________________সামস রবি
গোধুলী বিকেল, বসে আছি বারান্দায়,
ঝিরঝির বাতাস গুলো বসন্তের ছোয়া দিচ্ছে।
গাছের ডালে বসে আছে ছোট্ট এক চড়ুই পাখি,
একটু পর আরেকটি চড়ুই পাখি উড়ে এসে বসল অন্যটির পাশে, একটু দুরত্ব রেখে!
মুহুর্তেই আবার চলে গেল উড়ে আসা চড়ুই।

ভাবনার কাননে তুমি চলে আসলে!
যদি এমনি কোন ক্ষণে জীবনের অসমাপ্ত কোন মোড়ে হঠাৎ দেখা হয় তোমার সাথে,
তুমি কি করবে তখন?
তোমার অপ্রস্তুত মন কি করতে সায় দেবে তোমায়!
আমার দিকে ঠিক কোন দৃষ্টিতে তাকাবে?
করুণার দৃষ্টি, আফসোসের নাকি হীনমন্য ব্যথার দৃষ্টি!
কি জিজ্ঞাস করবে? কেমন আছো?
একটু ধীরে ধীরে কি বল'বে? অ'নেক দিন পর!
নাকি বলবে এতো অগোছালো হয়ে গেছ কেন? মুখে দাড়ি মাথায় লম্বা চুল!
অথবা হয়তো বলবে কি হয়েছে তোমার,
কেন যন্ত্রনার ছাপ লেগে আছে তোমার অস্তিত্বে?

তুমি আমাকে কি বলে সম্বোধন করবে? তুমি না আপনি!
আমি কি করবো তখন? আমি কি তোমার চোখে মুখে ভালোবাসা খুঁজবো? নাকি দেখবো সুখি মানুষ গুলো দেখতে কেমন হয়!
হয়তো তোমার অমূলক প্রশ্ন গুলোর উত্তর না দিয়ে হাটবো, পৃথিবীর জঞ্জাল দেহটি নিয়ে।
নাকি তুমি কিছুই বলবেনা! দৃষ্টি সরিয়ে দ্রুত চলে যাবে, একটু দূরে গিয়ে পিছন ফিরে তাকাবে!
আমি তোমার চোখে অশ্রু প্রবাহ অনুভব করবো।
ভাববো কি? মিথ্যা সুখের পিছু ছুটে চলা,
আবেগ ও বিবেকের কাছ থেকে পালিয়ে যাওয়া মানুষটি-
আজ অনুতপ্ত, অনুশোচনার ব্যথায় ব্যথিত।
কিন্তু এতে কি ফিরে আসবে আমার কাছ থেকে হারিয়ে যাওয়া দিন গুলো?
এতে কি ভুল হয়ে যাবে আমার লাঞ্ছিত ভালোবাসা।
জানি এইসব কিছু’ই হবে না, শুধু আফসোসের অন্ধাকার ঘোরে যোগ হবে নতুন কিছু!

যেখানে মিথ্যের দরজায় কড়া নাড়ে সুখের পালক,
যেখানে প্রতিষ্ঠার কাছে ছুটে যায় বিক্রয় যোগ্য ভালোবাসা!
সেখানে মিথ্যে সব, ভালোবাসা মিথ্যে আবেগ-অনুভূতি সব মিথ্যে!
সেখানে ছোট ছোট চাওয়া-পাওয়া, প্রেমের খুনসুটি গুলো বড়'ই হাস্যকর!
রাগ অভিমান গুলো সফল প্রস্তুতি।

চোখ বন্ধ করে ভাবছিলাম কথা গুলো,
পাখিটি এখনো ঠিক সেখানেই আছে।
সে কি বুঝতে পেরেছে আমার কল্পনা?
নাকি তাঁর যাওয়ার কোন আকাশ নেই?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৫

সূচরিতা সেন বলেছেন: ভালো লিখেছেন।

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৬

সামস রবি বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: বড্ড এলোমেলো আর অগোছালো।

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫

সামস রবি বলেছেন: ধন্যবাদ ভাই, চেষ্টা করব এলোমেলো এবং অগোছালো ঠিক করার জন্য।

৩| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৬

কাইকর বলেছেন: কেমন যেন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.