নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার মত কিছু নাই!

সামস রবি

মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা, শখের তাড়নায়

সামস রবি › বিস্তারিত পোস্টঃ

দূরে রেখে সত্য

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৭

-----সামস রবি
কোটি বছর আগে থেকে আমি স্বাধীনতার খোঁজে
স্বাধীনিতা পেয়ে বার বার হয়েছি পরাধীন,
কখনো নিজেকে নিজে দিয়েছি সপে
কখনো ভুল স্বপ্নে করেছি আলিঙ্গন।

অদৃশ্য শিকলে বন্দী হয়ে
চাবি ফেলেছি ছুঁড়ে,
অন্ধের কাছে কলম রেখে
আপন হাতে দৃষ্টি তুলেছি উপড়ে।

পরাধীন হতে হতে আমি আজ ক্লান্ত
আজ আমার বিবেক, মন, দেহ, স্বত্বা ,
পূর্ণাঙ্গ পরাধীনতায় আবদ্ধ,
নিজেকে করেছি বোধহীন; দূরে রেখে সত্য।

যে হতাশায় ভরে গেছে হৃদয়ের মহাশূন্য
সে হতাশা অমর হয়েছে মরে,
বিশ্বাস আর ভরসার মহান বানী
গত হয়েছে আশার বুক ক্ষত করে।

নিরাশার কাছে হাত পেতেছি,
ক্ষমতার কাছে বিক্রি করেছি বোধ
আমার কাছে আমার নাই কিছু,
নত হয়েছে মনুষ্যত্বের সকল ক্রোধ।

আকাশ আমাকে ঘৃণা করে, প্রকৃতি আমাকে ঘৃণা করে
ঘৃণা করি নিজেকে নিজে,
বাতাস বয়ে বেড়ায় বিষ
সবুজ অরণ্য ছাই করে, রয়েছি মিথ্যার আশায় বেশ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৫

সোনাগাজী বলেছেন:




আপনি কোটী বছর বেঁচে আছেন, আপনি কি শুরুতে মানুষ ছিলেন?

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:০৭

এম ডি মুসা বলেছেন: তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আর কতকাল ভাসতে হবে রক্তগঙ্গায় আর কতবার দেখতে হবে খন্ডবাহদহন -কবি শামসুর রহমান

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.