![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈষম্যের বিরুদ্ধে অস্ত্র ধরে, অর্জিত স্বাধীন বাংলা, আজ বৈষম্যের পক্ষে সাফাই গায়। আজ বাংলার রাজপথ, বিদ্যালয় প্রাঙ্গণ রক্তাক্ত। পিতা মাতার কান্নায় ভেঙ্গে আসছে বাংলার আকাশ বাতাস। তবুও শোসকের বিবেক নড়ে না। টাকার কলম বলে তুনি নাকি মানবতার মা, আজ মা কোথায় আর মানবতা কোথায়। যে ছাত্র জনতা জাগ্রত হয়েছিল, ৫২, ৬৯, ৭১, ৯০ তে পাকিস্তানি হানাদার আর স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়ে। আজ আবার রক্তের ক্ষুধা, কে সে হানাদার এই স্বাধীন দেশে ? বেঁচে থাকার আকুতিতে পিছুতে পিছুতে পিঠ আজ ঠেকে গেছে দেয়ালে, তবুও মিথ্যুকের মিথ্যার জিহ্বা আজও ক্লান্ত নয়। চোরের দেয়ালে বসে তুমি করো মানুষের ভাগ্য নির্ণয়। হত্যার হুকুমের আসামি কেন তুমি নও?
তোমার কাজে প্রশ্ন তুলতেই, বল তুমি রাজাকার,
বল হে তোমায় কে দিয়েছে অধিকার? বলতে আমায় রাজাকার?
বল দেশটা কি শুধুই তোমার আর তোমার অনুসারীদের।
প্রজাতন্ত্রের দেশ কি নিয়েছো তুমি কিনে, যা ইচ্ছে বলবে তুমি, দেখাবে অহংকার।
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, কেউ করেনি দ্বিমত, তারা পাবে সকল সুবিধা কোন দ্বিধা ছাড়া, তাদের নাম থাকবে লেখা সোনালি অক্ষরে, থাকবে প্রেম থাকবে শ্রদ্ধা বাংলাদেশ রবে যতদিন, বঙ্গবন্ধুও বেঁচে থাকবে ততদিন। তবে সেই আবেগ করছো পুঁজি তোমাদের প্রয়োজনে। মানুষের অনুভূতি নিয়ে করছো খেলা। ব্যাংক গুলো খালি, টাকার মান নামছে প্রতিদিন, দুর্নীতির শেকলে বন্দি রাষ্ট্রের সকল শাখা। তবুও তোমাদের নেই হুঁশ, শুধু প্রয়োজন ক্ষমতা, ক্ষমতা আর ক্ষমতা।
২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:১৫
সামস রবি বলেছেন: ঠিক বলেছেন
২| ২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:১৯
সোনাগাজী বলেছেন:
যারা সাধারণ ছাত্রদের ক্যাম্পাস থেকে রাস্তায় এনে পুলিশের মুখোমুখি করেছে, এরা কি সাধারণ ছাত্র ছিলো, নাকি জামাত-শিবিরের জংগী ছিলো?
২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৫২
সামস রবি বলেছেন: ধরে নিলাম আপনার দাবি সত্য, তবে এর দায় সরকার কেন নিবেনা। আজ যদি আওয়ামী লীগ বিরোধি দল থাকতো তারা কি এর সুযোগ নিতো না? গত প্রায় ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। কয়েকটি প্রজম্ম তাদের সময় তৈরি হয়েছে, তাদের মাঝে কেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ, স্বাধীনতা চেতনা ও সাম্যবাদ তৈরি করতে পারে নি। এর কারণ একটাই আওয়ামী লীগ মূলত চায় না স্বর্বস্তরে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সাম্যবাদ তৈরি হোক! যদি হয় আওয়ামী লীগের যে স্বপ্ন আমরন ক্ষমতায় থাকার, সাধারণ মানুষকে প্রজা বানিয়ে, গল্প শুনিয়ে বোকা বানিয়ে রাখবে, আর বিশ্বকে দেখাবে শুধু মাত্র আওয়ামী লীগ সাম্যবাদি, তা সম্ভব হবে না।
৩| ২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:২১
সোনাগাজী বলেছেন:
দেশে ৪০ লাখ শিক্ষিত বেকারদের জন্য "সবার জন্য চাকুরীর" আন্দোলন করার দরকার ছিলো, নাকি লোটার জন্য আন্দোলন দরকার ছিলো?
৪| ২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:২৪
সোনাগাজী বলেছেন:
আপনি ২০১৬ সালে সর্ব শেষবার ব্লগে মন্তব্য করেছিলেন, সেবার আগুনে বোমার আক্রমণ ছিলো, এবার কোটার নামে দেশ দখলের প্রচেষ্টা?
৫| ২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:০১
সোনাগাজী বলেছেন:
( ২নং মন্তব্যের উত্তরের উপর )
শেখ হাসিনা আওয়ামী লীগকে রাজনীতি থেকে দুরে সরায়ে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে, সেটা আমি জানি। আপনার কাছে আমার প্রশ্ন, সাধারণ ছাত্রদের অপ্রয়োজনীয় আন্দোলনে টেনে, কারা রাস্তায় আনলো; ওরা তো ক্যাম্পাসে থাকার কথা ছিলো!
unction at() {
[native code]
}
২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:১৭
সামস রবি বলেছেন: আপনার সাথে আমি একমত সাধারণ ছাত্ররা সহিংস ছিল না। তাদের কে ভিন্ন উদ্দেশ্যে ব্যাবহার করার চেষ্টা করা হয়েছে। তবে প্রধানমন্ত্রী এবং সরকারের নেতারা দাম্ভিক্ক আর ক্ষমতার জোরের মাধ্যমে প্রতিহত করার চেষ্টা করেছে। তাই এই প্রশ্নটি আর থাকেনা, যে কারা রাস্তায় আনলো।
তবে একতা কথা স্পষ্ট যে, দেশের সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী কিছুই জানেন না বা খবর রাখেন না, অথবা তিনি সবই জানেন যে দেশ ধ্বংস হয়ে যাক, লুট হয়ে যাক দুর্নীতি রন্ধে রন্ধে ঢুকে যাক উনার কিছু যায় আসে না।
৬| ২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:২৬
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনা এভাবেই কথা বলে আসছেন বরাবরই; উনার একটা দিক ছিলো, দেশকে মিলিটারীর হাত থেকে কেড়ে নেয়া; সেটা তিনি করেছেন, এর বাইরে, আজকের বিশ্বের সমুহ যুযোগ নিয়ে জাতির জন্য ভালো কিছু করেননি। আপনিও সেটার উপর জোর দিচ্ছেন।
কিন্তু সামান্য কোটার আন্দোলনকে রাস্তায় আনার ফলে, ১৩৩ জনের মৃত্যু ও ৪ হাজারের আহত হওয়ার ব্যাপারটাকে আপনি কি ছোট করে দেখছেন?
২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৪০
সামস রবি বলেছেন: আমি কোন মৃত্যুকে ছোট করে দেখিনা, আমি চাই সব গুলো হত্যার সুষ্ঠ তদন্ত এবং সর্বোচ্চ বিচার হোক। কিন্তু আদতে সেটা হবে ! আমার মনে হয় না, যদি কয়েক বছরে দেশের শত শত হত্যার ঘটনা দেখেন কয়টার বিচার হয়েছে, সাগর রুনির আজ পর্যন্ত চার্জশিটই দাখিল হয়নি, এরকম অনেক ঘটনা আপনি পাবেন। আর মুনিয়া বা তন্নি হত্যার ঘটনা গুলোতো, সারা জীবন রহস্য হয়ে থেকে যাবে।
৭| ২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৪৭
সোনাগাজী বলেছেন:
আমি বুঝতেছি যে, আপনি শুধু শেখ হাসিনার দোষটাই দেখেন; আমি শেখ হাসিনা ও উনার বিপক্ষেও দেখছি; ফলে আমাদের বকবকের শেষ হবে না; আমি এখানে ইতি টানছি।
৮| ২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৫০
নব অভিযান বলেছেন: দেশের এমন অবস্থার জন্য আদালত বারাবরই দায়ী! একবার তত্বাবধায়ক সরকার বাতিল। আন্দোলন শতশত মানুষ হত্যার শিকার! আবার কোটা বিষয়েও আদালত! মেডামের ত্যাড়ামো ৩শর মতো মানুষের জীবন। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী ১৭৬ জন্য নিহত হয়েছে। আহা জীবন!
মাডাম সর্বশেষ সংবাদ সম্মেলনে কি অনুভূতিই না দেখালেন! মনে করালেন পরিবার হারানোর.....
২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৭
সামস রবি বলেছেন: সরকার এখনো মানুষে বোকা ভাবে,
৯| ২২ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১৭
কামাল১৮ বলেছেন: অনেকেই আপনার মতো চালাক।যারা নিহত হয়েছে তারা পুলিশকে আক্রমন করতে যেয়ে নিহত হয়েছে।টিয়ার সেল বন্দুকের গুলি আর রাবার বুলেটে এতো নিহিত হবার কথা না।
২২ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
সামস রবি বলেছেন: এখানে আপনি চালাকি দেখছেন, আমি কিছু দেখছিনা। আমি দেখছি সরকারের ব্যর্থতা। আমাদের দেশে দুইটা পক্ষ খুব শক্তিশালী এক সরকারের অন্ধভক্ত, দুই সরকার বিরোধী অন্ধ প্রতিপক্ষ।
১০| ২২ শে জুলাই, ২০২৪ রাত ৮:১১
কামাল১৮ বলেছেন: আমাকে আপনার কোন পক্ষ বলে মনে হয়।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:০১
নতুন বলেছেন: যারা দুনিতি করে কোটি কোটি টাকা বানাচ্ছে তারা কস্ট পাচ্ছে " রাজাকার স্লোগানে" একচেয়ে চরম জোকস আর কোথায় পাবেন বলুন।