![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারন একজন মানুষ,নিজকে নিয়ে খুব বেশি প্রত্যাশা নাই।পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার,একসময় নাটকে ক্যামেরার পেছনে কাজ করেছি।টুকটাক লেখালেখি করি।হাসতে ভালোবাসি,ভালোবাসি হাসাতে।এই তো।
বদলে ফেলুন ভাই,নিজেদের বদলে ফেলুন
আপনাদের সেবায় এসে গেল মডার্ণ সেলুন,হেই মডার্ণ সেলুন।
আর কতকাল গাধা হয়ে থাকবেন বলুন?
হে এসে গেল মডার্ণ সেলুণ।
কালো টাকা সব করে দেবো সাদা,
এমন কলপ মেখে দেব দাদা,
আপনাকে ধরে আছে বাপের সাধ্যি কার?
একবার পরখ করেই দেখুন-হেই মডার্ণ সেলুণ,এসে গেল-
ধরিয়ে দেব জনদরদি ঠাট
চিন্তা নেই বিদেশ যাবেন?আছে ফ্রেঞ্চকাট
পালটে দেব আজ আপনাদেরকে-
কার কি ভোল চাই বলুন- হেই মডার্ন সেলুণ।
আছে বিদেশী ফোম,জেল
যা চাইবেন,এসে যাবে হাতে
গোঁফে মাখতে হবে না তেল,
এই দেশী জিনিসের আছে কি বেইল?
ভেবেই দেখুন? হেই মডার্ণ সেলূণ।
©somewhere in net ltd.