![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারন একজন মানুষ,নিজকে নিয়ে খুব বেশি প্রত্যাশা নাই।পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার,একসময় নাটকে ক্যামেরার পেছনে কাজ করেছি।টুকটাক লেখালেখি করি।হাসতে ভালোবাসি,ভালোবাসি হাসাতে।এই তো।
দিয়েছি যারে হৃদয়েতে ঠাঁই,কোন কিছু পাই বা না পাই ,
তবু বারবার ফিরে আসি তব দুয়াড়ে।
নিয়ে মুঠোভরা স্বপ্নের রঙ আর ক’ফোটা কবিতার জল
তুমি ই বল এর চেয়ে বেশি দেবার কিছু কি আছে?
থাকি দূরে দুরে,একা কেদে মরি,
ভয় পাই পাছে হারিয়ে ফেলি মিথ্যা জীবন আঁধারে।
কত পথ ঘুরে কত রাত কেঁদে পেয়েছি তোমার দেখা,
বারবার শুধু আসে ফিরে আসা,
ওগো বন্ধু দ্বার খুলে দেখ
তোমার দুয়াড় এ দাড়ায়ে রয়েছি একা।।
©somewhere in net ltd.