![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত চিন্তার বিকাশ ঘটুক
একটু ও অবাক হই নি। আপনার গরু যদি দিন শেষে আপনিই কিনে নেন, তাতে আর কি ই বা বলার থাকতে পারে। তবে ঘাপলাটা বাধে সেখানেই যখন আপনার নিজের গরু আপনাকেই চড়া দামে কিনতে হয় তখন।
একটু খেয়াল করে দেখেন, এই গরুটার সাথে তার বর্তমান মালিকের কখনোই ছাড়া-ছাড়ি হয় নি। তবে পার্থক্য এটাই যে ৮৬ এবং ৮৮ তে গরু নিজেই মালিক ছিল, পরে ৯৬ এবং ২০০৭ এ মালিক গরু আর গরু মালিক হয়েছে।
২| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০২
মোহাম্মদ সামছুল আলম বলেছেন: গোলাপির সাথে কি আপনার কাগুর কখনো কোন সখ্যতা ছিল কি?... বরং লং ড্রাইভে গিয়ে কাগু কি করে ছিলেন সেটাই আগে কল্পনা করেন।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪
শেরশাহ০০৭ বলেছেন: valo to ? valo nah.............
৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৫
জাহিদ ২০১০ বলেছেন: কাগু যার কাছেই যায় তারই ভালো লাগে।
৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২২
মোহাম্মদ সামছুল আলম বলেছেন: +++++
৬| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
স্ব ঘোষিত দালাল!!
কাদম্বিনির তো মরে প্রমাণ করতে হয়েছিল!
সে না মরিয়াই করিল, সে আসলেই দালাল
তবে জুড়ি মিলেছে ভাল
৯৬র স্ব-ঘোষিত জাতীয় বেঈমানের সাথে ১৩র স্ব ঘোষিত দালাল!!
৭| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: কাদম্বিনির তো মরে প্রমাণ করতে হয়েছিল!
সে না মরিয়াই করিল, সে আসলেই দালাল
=(হুমো মিসিং )
কাদম্বিনির তো মরে প্রমাণ করতে হয়েছিল!
সে না মরিয়াই প্রমাণ করিল, সে আসলেই দালাল
৮| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
দার্শনিক ফিনিক্স বলেছেন: বিশ্ব বেহায়া আজীবনই আওয়ামী লীগের বি-টিম ছিলো.
একসময় শুধু গ্রামাঞ্চলে এরশাদের সমর্থন ছিলো,কিন্তু সাম্প্রতিক সময়ে
তরুণ প্রজন্ম আর শহুরে শিক্ষিতদের মধ্যেও এরশাদ ভালই জনপ্রিয়তা অর্জন করেছিল.তবে কালকের পল্টিবাজীর মাধ্যমে সব হারালো এরশাদ.এখন অনেক জাপা কর্মীও তাকে ভোট দিবে কিনা সন্দেহ
৯| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
ম্যাংগো পিপল বলেছেন: লেজেহোমো -র বেহায়াপানা, নির্লজ্জতা, আর পল্টিবাজির সাথে অন্য কোন মনুষের তুলনা করা ! আর তেলাপোকার সাথে পাখির তুলনা করা একই কথা।
আসেন সবাই বিশ্ব বেহায়ার মুখে থুথু দেই ( এটা তার আবদার, আমার ইচ্ছায় না )
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫
দিশার বলেছেন: কাগুরে সাথে পেলে তো গোলাপির ভালই লাগত .