নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুলকে আমি: এত সুন্দর তুমি কি করে হও ?
ফুল: শুধু কি আমি একাই !? মাটির ভিতরে লক্ষ-কোটি বিউটি পার্লার !!
মহান আল্লাহ'র ইচ্ছায় সে সব পার্লারে সেজেগুজে;
আমরা মাটি ফুরে বের হই।
সুন্দর সাজিয়ে রাখি তোমাদের পৃথিবীর প্রকৃতিকে।
ফুলকে আমি: বাহ্ চমৎকার কথাতো !!
মাটির ভিতরে লক্ষ-কোটি বিউটি পার্লার ?!
ফুল: আমাকে সুন্দর বলছো; কিন্তু আমিতো নিজেকে দেখতে পাইনা !!
ফুলকে আমি: দেখতে পাওনা বলেই তুমি সুন্দর হয়ে আছো;
নয়তো; মনের মত সাজতে গিয়ে, নিজেকে বিকৃত করে দিতে।
আর নিজের সৌন্দর্য, নিজে বেশী দেখতে নেই।
তাতে অহংকার বাড়ে।
ফুল: আহ তুমি বেশ বলেছ; আমরা সবাই নিরহংকারী !!
সত্যিই আমরা আমাদের রূপ-সৌন্দর্য নিয়ে সদাই খুশী;
কৃতজ্ঞ থাকি, মহান আল্লাহ'র কাছে !!
২| ২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ খুব সুন্দর হয়েছে।
৩| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৬
সাইফুলসাইফসাই বলেছেন: বাহ্ চমৎকার চিন্তা চমৎকার কবিতা
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৯
এসো চিন্তা করি বলেছেন: সুন্দর রেখেছেন
আমার লেখাগুলো পড়বেন আশা করি ☺️