![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিন-তারিখ-সময় ঠিক করে;
একসাথে ছেড়ে দিতে যদি-
তোমাদের পোষা সব, স-ব পাখি !
কী হতো ?! কত ক-ত সংখ্যা হতো তাদের ?!
খাঁচা ছেড়ে বেড়িয়ে; বারান্দা-সানসেড-চাল-ছাদ-জানালায়-
কিংবা উঠোনের গাছ-গাছালিতে; ওরা বসতো ক্ষনেক।
তারপর বিচিত্র সব পাখিদের দিক-বিদ্বিক উড়া উড়ি;
ক্ষনিকের জন্য- আকাশ ছেয়ে যেত তাদের ডানায় !
মুক্তির আনন্দ ? ওরা কি বোঝে মুক্তি কি !
মানুষের এ বিকৃত শখ ; নিরীহ পশুপাখিদের জন্য-
কেবলই পরাধীনতা;
বাসা বাধায়,
খাবার পছন্দে,
সঙ্গী নির্বাচনে,
প্রকৃতির কোলে তাদের নিয়মে;
ঘুম,
আনন্দ,
সঙ্গ উপভোগে !!!
প্রকৃতিতে বাস করা বাসিন্দাদের অধিকার না জানা,
জানতে না চাওয়া;
মূর্খ মানুষের বড় অপরাধ !!
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০২৫ বিকাল ৪:৩১
যামিনী সুধা বলেছেন:
বাড়বকুন্ডের ক্যামিক্যাল কি পাখীর মতো আকাশে মিশে গেছে?