![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু’টি মাত্র কারনে পৃথিবীতে তাবৎ দূর্ঘটনা ঘটে।
১) অসাবধানতা মূলক আচরন ও
২) অনিরাপদ পরিবেশ।
মানুষের অসাবধান আচরন এবং মানুষ্য সৃষ্ট অনিরাপদ পরিবেশের কারনে দূর্ঘটনা ঘটে; ঘটবেই এটা স্বতঃসিদ্ধ। কিন্তু দূর্ঘটনার জন্য দায়-দায়িত্ব কোথাও না কোথাও নির্ধারিত হতেই হবে, এতে কোনও সন্দেহ নেই !!! যেমন- যে যুদ্ধ বিমান দূর্ঘটনায় পতিত হলো, তার লাইফ কতদিন ছিলো বা কত আগে এ বিমান বাতিলযোগ্য ছিল, তার কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, কতদিন পূর্বে সে ত্রুটি সারা হয়েছিল, লাস্ট কবে আকাশে উড়েছিল, তখন পারফরমেন্স কেমন ছিল, লগ বই কি বলে, এর পারফরমেন্স সংক্রান্ত সর্বশেষ রিপোর্ট কি ছিল, এমন বিমানে উড্ডয়নের ক্লিয়ারেন্স কে দিয়েছিল, ব্ল্যাক বক্স রিপোর্ট কি, এ বিমান কতদিন যাবৎ উড্ডয়নযোগ্য সে ব্যাপারে নির্মাতা প্রতিষ্ঠানের মতামত গৃহীত হয়েছিল কি-না, উড্ডয়নের সকালে পাইলটের স্বাস্থ্য রিপোর্ট, রাডার ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলো যথাযথ রক্ষণাবেক্ষন কর্তৃপক্ষের পক্ষে সাবধানমূলক আচরন ও নিরাপদ পরিবেশের রক্ষার পূর্বশর্ত।। এ গুলো কী মানা হয়েছিল ??!! হয়তোবা; হয়তোবা না !!
সাধারনতঃ আমরা সড়ক, বিমান ও নৌ দূর্ঘটনার বড় বড় ঘটনা গুলো নিয়ে আলোচনা করি। আহত-নিহতদের জন্য শোক-সমবেদনা প্রকাশ করি, কিছুদিন মনে রাখি। এসি রূমে বসে থাকা রাষ্ট্রের ঘাড়মোটা চাকরেরা দূর্ঘটনার কারন উদঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করে। সেগুলোর রিপোর্ট হয় কি না, শুপারিশ বাস্তবায়ন হয় কতটুকু, ক্ষতিপূরন প্রদান কিংবা জরিমানা আদায় হয় কি না-হয়, তার কোনও খোঁজ কেউ রাখেনা। দূর্ঘটনা ঘটলে হা হা করে ঘটনাস্থলে ছুটে গিয়ে লাইভ চালিয়ে ঘটনার গুষ্টি উদ্ধার করলেও নিম্ন রুচি ও মান সম্পন্ন এ দেশের পত্রিকাগুলোও ওই সব ঘটনার কোনও ফলো-আপ রিপোর্টও প্রকাশ করে না। এভাবেই চলছে...যেন এভাবেই চলবে !!
দূর্ঘটনা শুধু রাস্তাঘাটে, আকাশে অথবা নদীতেই ঘটে কী ??!! না না না ... প্রতিনিয়তই বিভিন্ন বাধা-প্রতিবন্ধকতা-অসামর্থ্যতা-ব্যর্থতা আমাদের মনে মনে ভয়ঙ্কর যত সব মানসিক দূর্ঘটনা ঘটিয়ে যায়; তার প্রকাশ এবং পরিমাপ কে করে ??!! কে করবে ??!! ক্ষত সারাবে কে ??!! পুলিশ-আদালত-ফায়ার সার্ভিস !!??
©somewhere in net ltd.