![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ রঙ্গিন-চকচকে দালানটা এখন একটা ডাস্টবিন !! পুরানা পল্টন মোড়ের উত্তরে এবং জিপিও'র পাশে এ জায়গাটা এক সময় মুক্তাঙ্গন নামে শুধু বাংলাদেশেই নয়; বাংলাদেশের বা্ইরেও সুপরিচিতি ছিল ! শুনেছি; এ স্থানটি জনসাধারনের জন্য ছিল; রাজনীতিবিদ/রাস্ট্র/রাস্ট্র ব্যবস্থা/সরকার প্রধান এর কাজকর্ম ইত্যাদি সম্পর্কে সমালোচনা-যে কোনও কথা বলার জন্য সম্পূর্ণ উন্মূক্ত স্থান। এমনকি এ মুক্তাঙ্গনে সরকারের বিরুদ্ধে যত কঠিন সমালোচনা করা হোক না কেন- তার বিরুদ্ধে কোনও ব্যক্তি, রাস্ট্র বা অন্য কেউ মামলা করতে পারতো না !! কি সুন্দর তাই না !! মূর্খ-জালেম'রা এখন এখানে ময়লার ভাগার বানিয়েছে !!
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০২৫ রাত ৮:০৬
কামাল১৮ বলেছেন: আশির দশকেও এখানে বামপন্হী নাস্তিকদের কথা বলতে দেখেছি।বিশেষ করে আহাম্মদ শরীফের মতো লোকদের।যখন তাদের দেখলেই হত্যা করা হয় তখন আর স্থানটি থেকে লাভ কি।