![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে গড়ে ওঠা প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, ফার্মাসিউটিক্যাল এর সংখ্যা কত; তার সঠিক পরিসংখ্যান হয়তো সরকারের নিজের কাছেও নেই। তবে এরা প্রতি বছর সরকারকে যে টাকা ট্যাক্স দেয়; তার থোক্ হিসাব এনবিআর চোখ বন্ধ করে বলে দিতে পারবে !
সে যা-ই হোক- এ দেশের প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসিউটিক্যাল, হাসপাতালগুলো সরাসরি সমাজ সেবা ও সামাজিক উন্নয়নে কোনও অর্থ ব্যয় করে না। এমনকি লাভের টাকায় এরা নিজ প্রতিষ্ঠানের সামনে নষ্ট একটা টিউব লাইটও জ্বালানোর ব্যবস্থাও করে না। বাস্তবতা এটাই; এরা শুধু ব্যবসা-ই বোঝে !
আবার, সে যা-ই হোক- রোগী রেফার করা হারামখোর ডাক্তারদেকে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার গুলো ৪০% পর্যন্ত কমিশন দেয়। ফার্মাসিউটিক্যাল আর হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলো শত অনুষ্ঠানে হরেক দামী উপহার প্রেরন করে !!! বাপের, না রোগী চোষা টাকায় !!??
ঢাকা শহরের ছোট-বড় সব প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসিউটিক্যাল, হাসপাতালগুলোকে প্রতিদিন কমপক্ষে ৫ হাজার টাকার মেডিসিন ফ্রি-তে দরিদ্র রোগীদের মধ্যে বিতরন করতে হবে; নয়তো দ্বিগুন জরিমানা- এমন বাধ্যবাধকতা থাকতে অসুবিধা কোথায় !!
এমন হলে মাত্র ৫০ টি প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসিউটিক্যাল, হাসপাতাল থেকে প্রতিদিন ২.৫ লক্ষ টাকার সেবা পাওয়া সম্ভব !! তা মাসে ৭৫ লক্ষ; আর বছরে কত হয় ??
এমন কেন হতে পারেনা ?? কেন নয় ??!!
১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:৪৯
সামছুল আলম কচি বলেছেন: নতুন মেসাইয়া : কেন বাজে বকেন ?? ছদ্মনামের আপনাকে আমি চিনি না ! আরও একজন; আপনার মতই একজন, সিসিসি’র ব্যাপারে আমাকে দায়ী করে আমার লেখায় মন্তব্য করে !! আমি তো সিসিসি’র এমডি বা বিসিআইসি’র চেয়ারম্যান ছিলাম না যে সিসিসি’র সাফল্য-ব্যর্থতা জন্য আমিই দায়ী !! আমি আমার দায়িত্বে থাকা কালীন সিসিসি’র জন্য কি করেছি তা কি আপনি ১৮ বছর পর জঙ্গলমুক্ত সিসিসি’র রাস্তায় হেঁটে-বেড়িয়ে বুঝেন নাই ??!! ১৫ বছর পর সিসিসি’র এমডি বাংলো আমি পরিস্কার-পরিচ্ছন্ন করেছিলাম; পরে যেখানে আপনিও হয়তো হেঁটেছেন !! আমি মন-প্রাণ দিয়ে সিসিসি-কে ভালোবেসেছি...আরও একজন-কে খুব খুব ভালো লাগতো !!! সিসিসি এবং সেখানে কর্মরত সবার জন্য কিছু করার জন্য ভীষণ চেষ্টা করেছি !! মহান আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছিলেন, তাই পেরেছি !! এভাবে ভুয়া খোচাখুচি করবেন না !!!
২| ১৩ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:১১
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: একমত
৩| ১৩ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:২৩
খাঁজা বাবা বলেছেন: কিছুই ফ্রি না
এই টাকাটাও রোগির পকেট থেকে যাবে
৪| ১৩ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
বিজন রয় বলেছেন: শুধু কি এই সেক্টর?
সব কিছু আমরা চ্যাম্পিয়ন!
৫| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ৩:০১
লোকমানুষ বলেছেন: ভাই, আপনার কথাগুলো সত্যিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে- এই প্রাইভেট হাসপাতাল-ক্লিনিকগুলো শুধু ব্যবসা বোঝে, সমাজসেবা বলে কিছু নেই। কিন্তু আপনার যুক্তিতেই দৈনিকের সেই ৫ হাজার টাকার মেডিসিনের খরচের জোগান আবার সেই ভোক্তার উপরই পড়বে। এভাবে করে মূলত লাভের কিছুই হবে না, বরং তাদের উপহার প্রথা, কমিশন, টার্গেট ফিল করার মত ব্যাপার গুলো নজরদারিতে আনতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ালেই কেবল সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে।
৬| ১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: সস্তার তিন অবস্থা।
আমি কোনো কিছু ফ্রি চাই না।
৭| ২০ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:১৭
বিজন রয় বলেছেন: কেমন আছেন কচি ভাই?
নতুন পোস্ট দিন।
২০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৭
সামছুল আলম কচি বলেছেন: কত দূঃখ আছে তবু চলতে হবে,
কেউ শুধায় যদি তুমি কেমন আছো তারে;
ভালো আছি ভালো আছি বলতে হবে....!!!!
৮| ২০ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৩৩
এইচ এন নার্গিস বলেছেন: সময়ের দাবি । অনেক দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়ে পড়ে ডাক্তারের ফী আর মেডিসিন কিনতে কিনতে।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪৫
নতুন মেসাইয়া বলেছেন:
বাড়বকুন্ড ক্যামিক্যাল ফ্যাক্টরী ধ্বংসে আপনার ভুমিকা কত বড়?