নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

ওহে, শুনছেন !

০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৮

সাভারে চামড়া ফ্যাক্টরীতে ইনভেন্টরী কাজে ২৫ দিনের জন্য ঢাকা ছাড়লাম। ২৮ জনের কমিটির ৭/৮ জন নিয়মিত ফ্যাক্টরীতেই থাকি। অন্যেরা ঢাকার বিভিন্ন স্থান থেকে সকালে এসে বিকেলে চলে যান। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ধুলা-বালি-জঙ্গলে বিজাতীয় পরিশ্রমের পর বিকালে কিছুটা বিশ্রাম। সন্ধা পেরিয়ে যাওয়ার পর ঘুরেফিরে চার জন কর্মকর্তা মিলে ২/৩ ঘন্টা স্পেড ট্রাম খেলা !! চমৎকার বিনোদন !! ৪ জনের খেলা আর বাদবাকি কয়েকজন আশেপাশে বসে মোবাইল ঘাটাঘাটি, বিভিন্ন বিষয়ে আলোচনা।
এমনই একদিন খেলা চলাকালীন এক কর্মকর্তা উচ্চ স্বরে অন্য জনকে বলছেন, আরে সাহেব সামর্থ্য থাকা সত্বেও ; আপনি যদি ২ টা বিয়ে না করেন- তাহলে আপনি নিজের উপর নিজে জুলুম করছেন, নিজেকে ঠকাচ্ছেন !! তার এমন বক্তব্যে রুমের স্তব্ধ পরিবেশে এক ঝাপটা হাওয়া বয়ে যাওয়ার মতো অবস্থা !! এমনকি অভাবনীয় সে কথায়, একজন কর্মকর্তার হাতে ধরা কার্ড পরে যাওয়ার উপক্রম হলো !! হঠাৎ যেন সব থমকে গেল !! উনি একি কথা শোনালেন ??
এরপর রুমে দম ফাটানো নানারকম হাসির আওয়াজ !! হাসি আর এ ওর মুখের দিকে তাকাতাকি; বিস্ময় প্রকাশ !!!
-চলবে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৪

বিজন রয় বলেছেন: ওহে! শুনলাম!

২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২৯

নতুন বলেছেন: আরে সাহেব সামর্থ্য থাকা সত্বেও ; আপনি যদি ২ টা বিয়ে না করেন- তাহলে আপনি নিজের উপর নিজে জুলুম করছেন, নিজেকে ঠকাচ্ছেন !!

B-)

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪২

শেরজা তপন বলেছেন: তিনি কি করেছেন দুইখানা?

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: দুইটা কেন? চারটা করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.