![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সক্রেটিস কখনও সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করে রাস্ট্র শাসনের পক্ষে ছিলেন না।
প্লেটো বলেছেন; 'government by the best qualified'.
এরিস্টটল তো গনতন্ত্র-কে সরাসরি 'the rules of ignorance' বলে নির্দেশ করেছেন।
ইসলামের নবী হযরত ঈসা আলাইহি ওয়া সাল্লাম; খ্রিস্টান'রা যাকে যীশু খ্রীস্ট বলে - তাঁর জন্মের ৪৭০ খ্রীস্টাব্দ পূর্বে 'গনতন্ত্র' নিয়ে তৎকালীন শ্রেষ্ঠ দার্শনিকদের এসব বাক্যালাপ, সমালোচনা শুরু।
বর্তমানেও 'গনতন্ত্র' নিয়ে রাস্ট্রে রাস্ট্রে কত শত চিন্তা!! যেন 'গনতন্ত্র' হলেই "সব সমস্যা সমাধানের একক ফর্মুলা" পাওয়া হয়ে গেল !!! রাস্ট্র ব্যবস্থায় নাগরিকদের মৌলিক অধিকার/চাহিদা বা রাস্ট্র কাঠামোর অন্যান্য বিষয়ের উল্লেখ থাকলেও "গনতন্ত্র"ই যেন সর্বাধিক গুরুত্বপূর্ণ!!??
কারন হয়তোবা গনতান্ত্রিক ব্যবস্থায় "রাস্ট্র সীমানার অভ্যন্তরে জন্মগত ভাবে বসবাসরত সব নাগরিকের, রাস্ট্রের প্রতিটি ক্ষেত্রে সমান অধিকার পাওয়া" নিশ্চিতের উল্লেখ থাকে। বিশেষতঃ বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার।
কিন্তু বাস্তবতা কী ?! এ নিয়ে আলোচনা উহ্য থাক্। শুধু এটুকু প্রমাণ পাই, "শক্তিমত্তা" দিয়েই যেন "তথাকথিত গনতান্ত্রিক আদর্শ" বাস্তবায়িত হচ্ছে!!
উন্নত, সভ্য, মানবতা এবং গনতন্ত্রের দাবীদার দেশগুলো বাক তথা মত প্রকাশের স্বাধীনতার নামে বরাবরই বর্বর ও অসভ্যতার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে যাচ্ছে !! যেখানে সুন্দর, সত্য ও পরমত সহিষ্ণুতার কোন স্থান নেই। দেশভেদে এবং অন্য ধর্ম বিশেষতঃ ইসলাম ধর্মের প্রতি ওদের আচরন; "অত্যন্ত নীচ মানসিকতার" বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।
সম্প্রতি 'সুইডেন' এর কয়েক ব্যক্তি কর্তৃক মুসলমানদের পবিত্র মহাগ্রন্থ "আল কোরআন" এ আগুন দেয়ার ঘটনা; তেমনি এক "নীচ ও বর্বর মানসিকতার" উদাহরণ !! একে ওরা গনতন্ত্রের লেবাসে সুরক্ষা দিয়েছে। বলছে, মত প্রকাশের স্বাধীনতা !!! আহা, সভ্যতা!! আহা, কি ওদের শিক্ষা (আমি ওদের ধর্মের শিক্ষার কথা বলছিনা) !!
যে মহাগ্রন্থের বাণী বুকে করে শত কোটি মুসলিম জীবন-যাপন করে; তাতে ওরা আগুন দেয় !!?? আরে মূর্খের দল, অভিশপ্তের দল; আল কোরআন তো শুধু মুসলমানদের প্রতি নাজিল হয়নি !! আর কোনও মুসলিম তো আজ অবধি তোদের বা অন্য কারও ধর্মগ্রন্থে আগুন দেয়নি !!! এ তোদের কেমন গনতন্ত্র ??!! শত ধিক্ তোদের শিক্ষা-সভ্যতায় !!!
পশ্চিমা বিশ্ব; তোরা কিসে সভ্য! তোরা তো পৃথিবী ব্যাপি শত শত নিরীহ মানুষ হত্যাকারী আমেরিকার "ফুট সোলজার"!!
আমরা মুসলমানেরা-ই সারা বিশ্বে একমাত্র গর্বিত ও সভ্য জাতি; যারা কখনও অন্য ধর্মকে কিংবা ধর্ম প্রবক্তাকে গালি দেইনা !! অন্যের ধর্মগ্রন্থে আগুন জ্বালাই না !!!
ইতিহাস সাক্ষী; আমরা মুসলিম'রা, এ জন্যই শ্রেষ্ঠ জাতি যে, আমাদের কাছে সব ধর্মের, সব শ্রেণীর মানুষেরা নিরাপদে ও শান্তিতে থাকে !!
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৯
রাজীব নুর বলেছেন: বিশ্বের জন্য ধর্মীয় সংগঠন গুলো ক্ষতিকর।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৪
জুল ভার্ন বলেছেন: সত্যি বলতে, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল তাঁদের সময়ের প্রেক্ষাপটে অসাধারণ রাজনৈতিক চিন্তা উপস্থাপন করেছিলেন। কিন্তু আজকের পৃথিবী সম্পূর্ণ ভিন্ন- গ্লোবালাইজেশন, গণতন্ত্র, প্রযুক্তি, মানবাধিকার, রাষ্ট্রনীতি সবকিছুই বহুমাত্রিক ও জটিল। তাঁদের ধারণাগুলোতে আধুনিক রাষ্ট্র কাঠামো, নির্বাচন ব্যবস্থা, সংবিধান, অর্থনীতি কিংবা মানবাধিকার নিয়ে স্পষ্ট কিছুই নেই। তাই এগুলো নিছক দার্শনিক কল্পনা মাত্র, আজকের জটিল রাজনৈতিক বাস্তবতায় কার্যকর বা প্রযোজ্য নয়। বরং আধুনিক রাজনীতি বুঝতে হলে আমাদের সমসাময়িক তত্ত্ব ও অভিজ্ঞতার ওপর নির্ভর করতে হয়।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৯
বিজন রয় বলেছেন: নিজের দোষ কেউ দেখতে পায় না।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৪
নতুন বলেছেন: government by the best qualified
সমস্যা হইলো দুনিয়ার সবাই নিজেকে বেস্ট কলিফাইড ভাবে।
আর বড় বড় সাটিফিকেট থাকলেই সে মানুষের কল্যানে ভাববে, কাজ করবে সেটার কোন গ্যারান্টি নাই।
আমাদের দেশে কোটি কোটি টাকার দূনিতি গুলি বেস্ট কলিফাইড মানুষেরা করে।