| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

খুবই বিচ্ছিরি এক কথা !
সে; কেন শুধু আমাকে্ই মনে রাখবে !
কারও চোখের দুয়ার-
কখনও বন্ধ করে রাখা যায় কী ?
চোখ বন্ধ করেও তো কেউ কেউ;
দেখাদেখি নিয়ে ভাবে-
সে ভাবনার কত কত ডালপালা !
ভালো কিংবা খারাপের অনুভূতি
আটকাতে পারে কে ?
আমার চেয়েও সুশ্রী,
তার চেয়েও সুন্দরী-
বেশুমার; জগতে কত কত !
বিচ্ছিরি এক কথা-
তাকে; কেন শুধু আমাকেই মনে রাখতে হবে !
শুধু আমাকেই ভালো ভাবতে হবে !
শুধু আমাকেই ভালোবাসতে হবে !
২|
১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
৩|
১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা