| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(ক)
১১ বছরের কিশোর, তার ৫০ বছরের বৃদ্ধ মনিবের সামনে বসে এই বলে কাঁদছে; "কেন সে 'ইলজামী'র (কোরিয়ান ড্রামায় একজন সৎ, ন্যায়পরায়ণ ও দুর্ধর্ষ যুবক) মতো একজন ভালো মানুষ হলো না !!
ভালো মানুষের প্রতি ক্ষুদ্র এ বালকের ভালোবাসা, আবেগ এবং ভালো হওয়ার আকাঙ্খায় যে মানসিক অবস্থা- তা দেখে তার মনিব কেঁদে আরও বেশী আক্ষেপ করে বলছে; "তোর তো দীর্ঘ জীবন এখনও পড়ে আছে, চেষ্টা করলে 'ইলজামী'র মতো হতেও পারিস; কিন্তু আমি কেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও সাহসী মানুষ হতে পারিনি !!? জগতে একজন ভালো মানুষ হতে হবে, এ চেতনা আমার কোথায় চাপা পড়ে ছিলো"!!??
একজন ভালো মানুষ না হতে পারায়; আমারও সার্বক্ষণিক আফসোস ও আক্ষেপ হয় !!
আসলে, জীবনকাল অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ মানুষদের অনুসরণের পরিনামেই ভালো মানুষ তৈরী হয়না।।
(খ)
"circadian rhythm" - অর্থাৎ মানুষের 'দেহ ঘড়ি' এর সাথে পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্ট "দিন-রাত্রি/আলো-অন্ধকার" অত্যন্ত সামঞ্জস্যপূর্ণভাবে সমন্বয় করা হয়েছে। দিনের বেলা কাজ, খেলা ইত্যাদি আর রাতে ঘুম, বিশ্রাম ; এই হলো মানব দেহের জন্য যথোপযুক্ত শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয়ের বিষয়।
বর্তমানে পৃথিবীর অনেক মানুষের-ই সারা দিন-ই রাত; সারা রাত-ই দিন !!! আশ্চর্যের বিষয়; এদের শতকরা ৮০ ভাগ নানানরকম রোগে আক্রান্ত !!!
প্রকৃত শিক্ষাহীন এক পাল বুড়ো, নীতি-আদর্শহীন-মানসিক বিকারগ্রস্থ রাজনীতিবিদ, সুশীল সমাজ (ভালো নাপিত), প্রশাসনিক বুরোক্র্যাটস ; আমাদের বাংলাদেশের যুবক-কিশোরদের ধ্ব্ংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে !!
(গ)
যানবাহনের 'চালক' কিংবা কোন 'কর্মীবাহিনী'র চেয়ে; তাদের পিছনে থেকে তত্ত্বাবধান/আদেশ প্রদানকারী ব্যক্তিরাই সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ এবং কোন ঘটনার ভালো-মন্দ ফলাফলের জন্য দায়ী। কারন তারাই 'পরিচালক'। কোন মন্দ ফলাফলের দায়-ও নিঃসন্দেহে এসব পরিচালকদের/গাড়ীর মালিক/যাত্রী সাধারনের উপরই বর্তায়।
উঁচু পদে বসে থাকা ন্যায়, সততা, যোগ্যতাহীন কিছু ব্যক্তির সংঘবদ্ধ নীচু মানসিকতা ও প্রভাব; সর্বতই তাদের দায় আড়ালে রাখে এবং 'চালক' বা 'কর্মী'দের উপর মন্দ ফলাফলের দোষ চাপিয়ে দেয়।
"পিছন থেকে কলকাঠি নাড়া" - এসব মানবিক বোধহীন, শঠ ও ধূর্ত ব্যক্তির সংখ্যা দিন দিনই যেন বাড়ছে !!
পুনশ্চঃ
'ড্রাইভার' তখনই 'ভালো' হয়; যখন তার পিছনের সীটে বসা ব্যক্তিটি 'সুস্থ্য' থাকে।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৫৬
রাজীব নুর বলেছেন: আমাদের ড্রাইভার না বলে চলে গেছে।
কারণ খুঁজে পাচ্ছি না।