নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

কারন ও প্রতিকার

২৫ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৮


ঘটনা বা দূর্ঘটনা ঘটলে সাংবাদিক বা ভুক্তভোগীরা ঘটনাস্থলে না থেকে-না গিয়ে, ঘটনাস্থল যে বা যার অধীনস্থ এলাকায় বা যার দপ্তরের অধীন; তেমন দায়িত্বশীলের কাছে ছুটে গেলে কেমন হয় ??!!
কৌতুককর মনে হচ্ছে ?
বিষয়টি নিঃসন্দেহে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তির জন্য জবাবদিহীতা আনা এবং তাকে তার কাজ সম্পাদনে ভুলচুক এড়িয়ে চলতে বিশেষ সতর্কতা অবলম্বনে সাহায্য করবে বলে প্রতীয়মান হচ্ছে।
মনে করুন, আপনার এলাকায় আজ নতুন আলুর কেজি ৬০ টাকা; যা আপনি গত কালই ২০ টাকা কেজিতে কিনেছেন !! আপনার নিশ্চয় ভীষন রাগ হবে !! আপনি এবং আপনার সাথে আমি এবং আরও ৪০-৫০ জন যদি তাৎক্ষনিক স্বরাস্ট্র উপদেষ্টার কাছে যেয়ে এবং ব্যাখ্যা চাই; উনি কি পাইকারী বাজারে ১/২ বার ফোন করবেন না !!?? তাতে কি ব্যবসায়ীরা কিছুটা সতর্ক হবে না ??
মনে করুন, মেট্রোরেলের উপরে ২ কিশোরের উঠে পরার পর রিপোর্টার’রা যদি মেট্রোরেলের এমডি’র অফিসে গিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইতো; তা কি খুবই ইফেকটিভ হতো না !!! উনি এসি রুমের বাইরে এসে একটু মাথা ঘামাতে পারতো !!! মেট্রোরেল নিরাপদে চলা্চলে ব্যবস্থা নেয়ার দায়িত্ব তো তারই !!!
রাস্ট্রের কাছ থেকে জনতাকে সব কিছুই পয়সা দিয়ে কিনে নিতে হয়; ফ্রি কিছুই নেই !! ও হ্যা ফ্রি আছে- তা হলো; গুলি, বোমা, জেল, গুম, হত্যা, অবিচার, অব্যবস্থাপনা !!! তবে এসব নোংরা কাজে যারা-ই দূতিয়ালী করে, উস্কে দেয়; তারা-ই হচ্ছে জগতে সবচেয়ে ঘৃণ্য প্রাণী !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.