| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনও ব্যক্তি বা কোনও পক্ষ থেকে চলে আসা কিংবা প্রস্থানকে -বিদায়- বলা হয়। বিদায় শব্দটি সন্ধির নিয়ম মেনে গঠিত হয়নি। এটি একটি সাধিত (উদ্ভুত বা আহরিত) শব্দ। এর মূল ধাতু 'বিদা' (বিদ + আ) থেকে এসেছে, যেখানে 'বিদা' অর্থ 'জানা' বা 'প্রকাশ করা', এবং 'বিদায়' মানে 'জানা' বা 'প্রকাশ করার প্রক্রিয়া' বা 'বিচ্ছেদ'। এ শব্দের ব্যাখ্যা জানা গুরুত্বপূর্ণ নয়; যতটা গুরুত্ব এর ব্যবহারে।
প্রতিনিয়তই আমরা বিদায় বা বিচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রম করছি। বিশেষ করে সময় থেকে এবং সময়ের মধ্যে অবস্থানকারী সকল মানুষ; এমনকি প্রাণী, বস্তু, প্রকৃতি থেকে !! আশ্চর্যের ব্যাপার; সকল বিদায়ের মূল প্রণেতা হলো মহান আল্লাহ'র নির্ধারিত -সময়, যার কাছ থেকে সবাইকেই শর্তহীনভাবে বিদায় নিতে হয় !!
কিছু সময়, দীর্ঘ সময় কিংবা দীর্ঘ-দীর্ঘ সময় কারও সাথে থাকার পর তার অনুপস্থিতি; কিংবা চিরকালের জন্য ছেড়ে যাওয়া- মানুষের জন্য কেবলই সাময়িক কষ্টের বিষয়- তার প্রমান আমরা পৃথিবীর প্রতিটি মানুষ। কারন মৃত ব্যক্তির শোকে আমরা কেউ মরে গিয়ে (সম্ভবও নয়) তার সাথের সাথী হই না, যুগ যুগ অভুক্ত থাকিনা, সন্তান-আত্মীয়-চাকরী ছেড়ে দেই না্, পোষাক পরা ছাড়ি না (মোবাইলের কথা বাদ রাখি; হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ) !!!
যে কোনও প্রিয়জনের বিদায়ে আমাদের শোকাগ্রস্থতা বেশি সময় স্থায়ী হয় না। তার কারন মানুষ হিসেবে আমাদের মধ্যে সৃষ্টি করে রাখা শোক ভুলে যাওয়ার বিল্ট-ইন সফটওয়্যার এবং আমাদের চারপাশ ঘিড়ে থাকা আরও আরও আকর্শনীয় বন্তু ও ব্যক্তি, অর্থের প্রতি মোহ বা টান। এ শোক ভুলে যাওয়ার বিল্ট-ইন সফটওয়্যার না থাকলে মানুষ পাগল-টাগল হয়ে যেত, সংসার নামের কোনও কিছুর অস্তিত্ব থাকতো না। আসলেই তো; আমরা সব সময়ের জন্য সবাইকে মিস করি না-কোনও কোনও সময়, কাউকে বা কাউকে মিস করি !!
মানুষের মধ্যে শোক ভুলে যাওয়ার এ সক্ষমতা দিয়ে অপার দয়া করার জন্য মানুষকে অবশ্যই মহান আল্লাহ'র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ।
বিদায় বা বিচ্ছেদ সব ক্ষেত্রেই বেদনা বা দূঃখের নয়। অফিসের পাগলা বস্, অপছন্দের মানুষ, প্রেম-ভালোবাসা-মানসিক সম্পর্কহীন স্বামী-স্ত্রী, ভিন্ন বা বিরোধী রাজনৈতিক মতাদর্শের ব্যক্তির বিদায়- অপর বা অন্যান্য পক্ষের জন্য অনাবিল আনন্দের। এমনকি বাসে পাশের সীটে বসা ভালো না লাগা মানুষটির গাড়ী থেকে নেমে যাওয়াতেও কারও জন্য কত স্বস্তির !! কারও বিদায়ের জন্য কেউ মানত করে, বিদায় হলে কেউ আবার মিষ্টিও বিলায় !! কি কিম্ভুতকিমাকার, বিচিত্র বিদায় শব্দের চরিত্র !!
প্রকৃতার্থে; বিদায়-কে স্পষ্ট করে চেনা- প্রতিটি মানুষের জন্য অতীব জরুরী !! জীবন, পরিবার, সমাজ ও রাস্ট্র থেকে অনেক বিষয়ের বিদায়; আমাদের জীবনকে খুব খু-উ-ব সুন্দর এবং সুস্থ্য করে তুলতে পারে !!
কি কি সেসব; যা ঝেটিয়ে বিদায় করা বিশেষ জরুরী !? মিথ্যা ? হিংসা ? কু-শিক্ষা ? খুন ? ধর্ষণ ? জুলুম ? পক্ষপাত ? দূর্নীতি ? অবিচার ? স্বৈরশাসন ? অসৎ-দেশপ্রেম বর্জিত ব্যক্তি ? কালো-হলুদ-নীল সাংবাদিকতা-মিডিয়া ? ব্লক হেডেড কবি-লেখক-সাহিত্যিক ?
আমাকে ?!
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০২৬ সকাল ১০:০৮
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চান?