নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

অনলাইন টিভির বিজ্ঞাপন নীতি-শালা

১০ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


নীতিমালা হয় শুনেছি, জেনেছি কিন্তু তাই বলে নীতিশালা !!?? আরে দিলাম শব্দ একটা বানিয়ে !! নীতি শব্দের সাথে একটা প্রচলিত বকা শব্দ জুড়ে দিয়ে নীতিশালা লিখলাম !!
বাংলাদেশের অনলাইন সংবাদ চ্যানেলের সংখ্যা বর্তমানে ৫২ টি। এর মধ্যে ৪০ টির মতো চালু আছে। এ চ্যানেল গুলোয় দিন-রাত ২৪ ঘন্টায় কাট কাট যে যে বিষয় প্রচারিত হয় তার ৯৯ ভাগ সংবাদ আর টক-শো। এসব সংবাদ, টক-শো নিরবিচ্ছিন্নভাবে শোনার কোনও সুযোগ দর্শকের নেই। দেড় মিনিটের একটি নিউজ ক্লিপের মাঝখানেও ২ টা এড প্রচার; চ্যানেলগুলোর জন্য যেন খুবই স্বাভাবিক !! তা-ও সাধারন শব্দের মাত্রা ধরে রেখে নয়। হঠাৎ বিশ্রি-বিকট শব্দে এড এসে হাজির !! স্কিপ এড না করা পর্যন্ত তা চলতেই থাকবে। যা শ্রোতার নিবিষ্টতা নষ্ট, চরম বিরক্তি সৃষ্টি এবং পরিবেশের স্বাভাবিকতা ভেঙ্গে ফেলে।
কোন্ নীতিমালা মেনে এসব বিজ্ঞাপন প্রচার করা হয় ??!! আদৌ কোনও নীতিমালা আছে কী ??
বিরক্ত হয়ে Indecent Advertisements Prohibition Act, 1963, Bangladesh, Cable Television Network Regulation Act, 1995 এবং 2006, Bangladesh, Degital Security Act, 2018, Bangladesh এবং Regulatory Guidelines of Landing Rights for Broadcasting Satellites Service in Bangladesh আইনগুলো ঘাটাঘটি করলাম। খবর বা অনুষ্ঠানের কোন্ স্থানে, কয়টি বিজ্ঞাপন, কত সময় ধরে দেয়া যাবে তার কোনও উল্লেখ নেই। না থাকার-ই কথা।
আমরা কিসের পিছনে ছুটছি; তা নিঃসন্দেহে আমাদের জানা নেই। তবে আমরা সুন্দর, মননশীল কিছু তৈরীর পিছনে নেই; এটা স্পষ্ট !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.