নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

দেশের অবস্থা ভালো না

১৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৩৬

অনেক আগের কথা; বিটিভি-তে কদুর তেল এর এক বিজ্ঞাপনে এক নারী তার কন্যাকে বলছে- ৪০ বছর ধরে মাখছি !!! ৪০ বছর বয়সে কয়টা চুলই আর থাকতে পারে ?? তারপরও মাখছে !! আমৃত্যূ কদুর তেল-ই মাখবে !!
বিগত ৫৫ বছর ধরে এ কথা শুনছি; দেশের অবস্থা ভালো না !! ভালো না থাকার-ই কথা !! যে রাস্ট্রের প্রায় শত ভাগ উর্দ্ধতন সরকারী কর্মচারী (ক্যাডার সার্ভিস, সামরিক বাহিনী, পুলিশ, বিচারক, ) এবং রাজনীতিবিদ বিদেশী রাস্ট্রের পদলেহনকারী, ক্ষমতা লোভী, খুনী, দূর্নীতিগ্রস্থ, মিথ্যুক - সেখানে দেশের অবস্থা ভালো থাকে কি করে ?? খারাপ অবস্থা-ই থাকবে !! মৃত্যূও এসব জঙ্লী পোকাদের কাছে -সব শেষ হয়ে যাওয়ার - কোনও দৃষ্টান্ত নয় !! আর এ দেশ ভালো না থাকলেই্ যেন ওই জন্তু গুলো পরিতৃপ্ত !!
সম্প্রতি নির্বাসন কমিশন ঋণ খেলাফি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ গ্রহনের ক্ষেত্রে শুধু নমনীয়তা গ্রহন নয়; বিশেষতঃ দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ গ্রহনের ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান এমনকি মহামান্য সূপ্রীম কোর্টের আপীল বিভাগের নির্দেশনাও ভঙ্গ করেছে !!! দ্বৈত নাগরিকত্বের জন্য মনোনয়ন বাতিল ছিলো ২৭ টি। তার মধ্যে ২৪ টির প্রার্থীতা বহাল রেখেছে নির্বাসন কমিশন এ যুক্তিতে যে, ঐ সব প্রার্থীরা তাদের দ্বৈত নাগরিকত্ব বাতিলের আবেদন করে এভিডেভিড জমা দিয়েছে !!! হাহ্ !! যে ব্যাটা এভিডেভিট করলো সে-ও সংবিধান কিংবা মহামান্য সূপ্রীম কোর্টের আপীল বিভাগের নির্দেশনা (আইনগতভাবে বাতিল) নিয়ে ভাবলো না আর নির্বাসন কমিশন তো নয়-ই !!! কতটা মেরুদন্ডহীন প্রতিষ্ঠানের কত কত মেরুদন্ড বিহীন-বশংবদ ব্যক্তি হলে এমনটি করা যায় ???!!!! সংবিধান-আইন এদের কাছে যেন তামাশা !!! এক নির্বাচন কমিশনার ১৭০০ কোটি টাকার ঋণ খেলাফি সম্রাট আসলাম-কে ; টাকাটা দিয়ে দিয়েন- লিখে/এ শর্তে তার মনোনয়ন বৈধ করেছে !!! বাহ্ !!! যেন ওর ভায়রা ভাইয়ের দেশ; শ্বশুরের আইন !! এসব অন্যায়, অবিচার, কু-বিচার কেউ দেখেনা, দেখার কেউ নেই !!!!
****সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা****
৬৬। (১) কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক হইলে এবং তাঁহার বয়স পঁচিশ বৎসর পূর্ণ হইলে এই অনুচ্ছেদের (২) দফায় বর্ণিত বিধান-সাপেক্ষে তিনি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ-সদস্য থাকিবার যোগ্য হইবেন।
(২) কোন ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ-সদস্য থাকিবার যোগ্য হইবেন না, যদি
(ক) কোন উপযুক্ত আদালত তাঁহাকে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা করেন;
(খ) তিনি দেউলিয়া ঘোষিত হইবার পর দায় হইতে অব্যাহতি লাভ না করিয়া থাকেন;
(গ) তিনি কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোন বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন;
(ঘ) তিনি নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যূন দুই বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁহার মুক্তিলাভের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হইয়া থাকে;
২(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত হইয়া থাকেন;
(চ) আইনের দ্বারা পদাধিকারীকে অযোগ্য ঘোষণা করিতেছে না, এমন পদ ব্যতীত তিনি প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন; অথবা]
(ছ) তিনি কোন আইনের দ্বারা বা অধীন অনুরূপ নির্বাচনের জন্য অযোগ্য হন।
৩(২ক) এই অনুচ্ছেদের (২) দফার (গ) উপ-দফা তে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হইয়া কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করিলে এবং পরবর্তীতে উক্ত ব্যক্তি-
(ক) দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে, বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করিলে; কিংবা
(খ) অন্য ক্ষেত্রে, পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করিলে-
এই অনুচ্ছেদের উদ্দেশ্য সাধনকল্পে তিনি বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করিয়াছেন বলিয়া গণ্য হইবেন না।]
৪(৩) এই অনুচেছদের উদ্দেশ্য সাধনকল্পে কোন ব্যক্তি কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার, ডেপুটি স্পীকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপ-মন্ত্রী হইবার কারণে প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে অধিষ্ঠিত বলিয়া গণ্য হইবেন না।]
(৪) কোন সংসদ-সদস্য তাঁহার নির্বাচনের পর এই অনুচ্ছেদের (২) দফায় বর্ণিত অযোগ্যতার অধীন হইয়াছেন কি না কিংবা এই সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে কোন সংসদ-সদস্যের আসন শূন্য হইবে কি না, সে সম্পর্কে কোন বিতর্ক দেখা দিলে শুনানী ও নিষ্পত্তির জন্য প্রশ্নটি নির্বাচন কমিশনের নিকট প্রেরিত হইবে এবং অনুরূপ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।
(৫) এই অনুচ্ছেদের (৪) দফার বিধানাবলী যাহাতে পূর্ণ কার্যকরতা লাভ করিতে পারে, সেই উদ্দেশ্যে নির্বাচন কমিশনকে ক্ষমতাদানের জন্য সংসদ যেরূপ প্রয়োজন বোধ করিবেন, আইনের দ্বারা সেইরূপ বিধান করিতে পারিবেন।
সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা
৬৬। (১) কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক হইলে এবং তাঁহার বয়স পঁচিশ বৎসর পূর্ণ হইলে এই অনুচ্ছেদের (২) দফায় বর্ণিত বিধান-সাপেক্ষে তিনি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ-সদস্য থাকিবার যোগ্য হইবেন।
(২) কোন ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ-সদস্য থাকিবার যোগ্য হইবেন না, যদি
(ক) কোন উপযুক্ত আদালত তাঁহাকে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা করেন;
(খ) তিনি দেউলিয়া ঘোষিত হইবার পর দায় হইতে অব্যাহতি লাভ না করিয়া থাকেন;
(গ) তিনি কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোন বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন;
(ঘ) তিনি নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যূন দুই বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁহার মুক্তিলাভের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হইয়া থাকে;
২(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত হইয়া থাকেন;
(চ) আইনের দ্বারা পদাধিকারীকে অযোগ্য ঘোষণা করিতেছে না, এমন পদ ব্যতীত তিনি প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন; অথবা]
(ছ) তিনি কোন আইনের দ্বারা বা অধীন অনুরূপ নির্বাচনের জন্য অযোগ্য হন।
৩(২ক) এই অনুচ্ছেদের (২) দফার (গ) উপ-দফা তে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হইয়া কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করিলে এবং পরবর্তীতে উক্ত ব্যক্তি-
(ক) দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে, বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করিলে; কিংবা
(খ) অন্য ক্ষেত্রে, পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করিলে-
এই অনুচ্ছেদের উদ্দেশ্য সাধনকল্পে তিনি বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করিয়াছেন বলিয়া গণ্য হইবেন না।]
৪(৩) এই অনুচেছদের উদ্দেশ্য সাধনকল্পে কোন ব্যক্তি কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার, ডেপুটি স্পীকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপ-মন্ত্রী হইবার কারণে প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে অধিষ্ঠিত বলিয়া গণ্য হইবেন না।]
(৪) কোন সংসদ-সদস্য তাঁহার নির্বাচনের পর এই অনুচ্ছেদের (২) দফায় বর্ণিত অযোগ্যতার অধীন হইয়াছেন কি না কিংবা এই সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে কোন সংসদ-সদস্যের আসন শূন্য হইবে কি না, সে সম্পর্কে কোন বিতর্ক দেখা দিলে শুনানী ও নিষ্পত্তির জন্য প্রশ্নটি নির্বাচন কমিশনের নিকট প্রেরিত হইবে এবং অনুরূপ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।
(৫) এই অনুচ্ছেদের (৪) দফার বিধানাবলী যাহাতে পূর্ণ কার্যকরতা লাভ করিতে পারে, সেই উদ্দেশ্যে নির্বাচন কমিশনকে ক্ষমতাদানের জন্য সংসদ যেরূপ প্রয়োজন বোধ করিবেন, আইনের দ্বারা সেইরূপ বিধান করিতে পারিবেন।
এ দেশে সাদা ঘোড়ায় ডিম পাড়ে; তা দেয় !!! সেই ডিম থেকে সাদা সাদা ঘোড়ার বাচ্চা জন্মে !!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪

কিরকুট বলেছেন: আমাকে একটা জিনিস বলেন কবে - অর্থাৎ ঠিক কবে এই দেশ ভালো ছিলো ?

প্রশ্ন রেখে গেলাম উত্তরটা জানাবেন ।

২| ১৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: জামাত শিবির এর বিএনপির চেয়ে আওয়ামীলীগ ভালো।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৪০

সৈয়দ কুতুব বলেছেন: রাজীব নুর বিএনপির পিছনে আংগুল না দিলে কি পেটের ভাত হজম হয় না ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.