নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহেরা

আরেফিন৩৩৬

একটি নেতৃত্বই পারে একটি জাতিকে পরিবর্তন করতে; আমি এ কথায় বিশ্বাসী।

আরেফিন৩৩৬ › বিস্তারিত পোস্টঃ

কালো টাকার হিসাবটা দেখে রাখেন।

০৪ ঠা জুন, ২০২৪ রাত ৩:৫৪


১ ডলার= ১১৭.৩৭টাকা
কালো টাকার পরিমাণ
১৩২৫৩০০০ কোটি টাকা। (কোটিতে হিসাব)
(এক কোটি ৩২ লাখ ৫৩ হাজার কোটি টাকা)
১ বিলিয়ন=১০০ কোটি ডলার
টাকার বর্তমান মূল্যমান:- ১১৭.৩৭টাকা=১ ডলার
১০০×১১৭.৩৭= ১১৭৩৭ কোটি টাকা।
তাহলে বিলিয়ন ডলারে প্রকাশ করলে কালো টাকার পরিমাণ।
১৩২৫৩০০০÷১১৭৩৭ = ১১২৯.১৬৪১৮১৬ বিলিয়ন ডলার
মানে এগারো শত উনত্রিশ বিলিয়ন ডলার।
১০০০ বিলিয়ন = এক হাজার বিলিয়ন = ১ ট্রিলিয়ন ডলার।

তাহলে ১১২৯.১৬৪১৮১৬ বিলিয়ন ডলার=১.১২৯১৬৪১৮১৬ ট্রিলিয়ন ডলার।
বাংলাদেশের অর্থনীতি বহু আগেই ট্রিলিয়ন ডলার অর্থনীতি, কিন্তু এটা রাষ্ট্রীয় ও সামাজিক সম্পদ ; পাচারের কবলে।
আওয়ামী লীগ সরকারের ১৫/১৬ বছরে টাকা পাচারের ও কালো করণের সকল রেকর্ড ভেঙ্গে দিয়েছে।

আপনি যাই চান, আপনি অবশ্যই নিজের দেশের ও জনগণের জন্যে খারাপ চাইতে পারেন না। সম্পদ তসরুপ চাইতে পারেন না। কথা এটাই।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২৪ ভোর ৫:২৩

নাহল তরকারি বলেছেন: সরকারের উচিৎ কিছু কিছুৃ লোকের টিন সার্টিফিকেট এর মাধ্যমে তাদের ইনকাম মনিটর করা।

০৪ ঠা জুন, ২০২৪ দুপুর ২:২৯

আরেফিন৩৩৬ বলেছেন: সরকারই তো কিউট

২| ০৪ ঠা জুন, ২০২৪ ভোর ৫:৫১

কামাল১৮ বলেছেন: খালেদা জিয়া কয়েকবার কালো টাকা সাদা করেছেন।

০৪ ঠা জুন, ২০২৪ দুপুর ২:২৮

আরেফিন৩৩৬ বলেছেন: আপনি একটা হোদাই মোস্তাফিজ। খালেদা জিয়ার আমল গেছে আরো ১৯/২০ বছর। পুরান গল্প ফেঁদে মূলত আপনি চোরের পক্ষে সাফাই গাইছেন। মানে আপনিও একটা চোর। যদি সুযোগ থাকে জনগণের পক্ষে কিছু বলুন।

৩| ০৪ ঠা জুন, ২০২৪ সকাল ৭:০২

ঢাকার লোক বলেছেন: news24 কর্তৃপক্ষ কোথা থেকে কালো টাকার এ পরিমান পেয়েছেন বা কিভাবে হিসাব করেছেন, এর বিশ্বাসযোগ্যতা কতটুকু, জানতে পারলে ভালো হতো। সত্যি হলে এবং এ বিপুল পরিমান টাকা পাচার হয়ে গিয়ে থাকলে সত্যি দুৰ্ভাগ্যজনক; দেশে থাকলে কোনো উত্পাদনশীল খাতে বিনিয়োগ করার বৈধ উপায় বের করা যায় কিনা অর্থনীতিবিদগণ চিন্তা করতে পারেন।

৪| ০৪ ঠা জুন, ২০২৪ সকাল ৭:০৫

ঢাকার লোক বলেছেন: news24 কর্তৃপক্ষ কোথা থেকে কালো টাকার এ পরিমান পেয়েছেন বা কিভাবে হিসাব করেছেন, এর বিশ্বাসযোগ্যতা কতটুকু, জানতে পারলে ভালো হতো। সত্যি হলে এবং এ বিপুল পরিমান টাকা পাচার হয়ে গিয়ে থাকলে সত্যি দুৰ্ভাগ্যজনক; দেশে থাকলে উদ্ধার করে কোনো উত্পাদনশীল খাতে বিনিয়োগ করার বৈধ উপায় বের করা যায় কিনা অর্থনীতিবিদগণ চিন্তা করতে পারেন।

০৪ ঠা জুন, ২০২৪ দুপুর ২:২৯

আরেফিন৩৩৬ বলেছেন: বিভিন্ন ডাটা বিশ্লেষণ করেই বলেছে।

৫| ০৪ ঠা জুন, ২০২৪ সকাল ৯:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: আমরা কতটা চোর, নিকৃষ্ট এটা তার একটা জ্বলন্ত উদাহরণ

০৪ ঠা জুন, ২০২৪ দুপুর ২:৩০

আরেফিন৩৩৬ বলেছেন: আমরা নয় কতিপয় লোক। আরো সংক্ষেপ করলে আওয়ামী লীগ

৬| ০৪ ঠা জুন, ২০২৪ রাত ১০:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
বর্তমান যুগে কালো টাকা রাখাটা কঠিন।
যেহেতু বাংলাদেশের সকল ব্যাঙ্ক ডিজিটাল। বড় এমায়ুন্টের কাল টাকা ব্যাঙ্কে রাখার উপায় নেই।
সরকার যদি ভারতের মত হটাৎ ৫০০-১০০০ টাকার নোট বাতিল করে দেয় তখন ৯০% কালো টাকাওয়ালারা পথে বসে যাবে।

০৫ ই জুন, ২০২৪ ভোর ৫:৫১

আরেফিন৩৩৬ বলেছেন: আপনার যা বুদ্ধি মেলা ভালো লাগছে কথা হুনে। আমাদের দেশের কালো টাকার বাহকগণ আপনার নাগাল চালাক। তারা দ্রুত টাকা ডলারে কনভার্ট করে। তারপর ক্ষেমটা নাচন দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.