| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

১ ডলার= ১১৭.৩৭টাকা 
কালো টাকার পরিমাণ 
১৩২৫৩০০০ কোটি টাকা। (কোটিতে হিসাব) 
(এক কোটি ৩২ লাখ ৫৩ হাজার কোটি টাকা)
১ বিলিয়ন=১০০ কোটি ডলার 
টাকার বর্তমান মূল্যমান:- ১১৭.৩৭টাকা=১ ডলার 
১০০×১১৭.৩৭= ১১৭৩৭ কোটি টাকা। 
তাহলে বিলিয়ন ডলারে প্রকাশ করলে কালো টাকার পরিমাণ। 
১৩২৫৩০০০÷১১৭৩৭ = ১১২৯.১৬৪১৮১৬ বিলিয়ন ডলার 
মানে এগারো শত উনত্রিশ বিলিয়ন ডলার। 
১০০০ বিলিয়ন = এক হাজার বিলিয়ন = ১ ট্রিলিয়ন ডলার। 
তাহলে ১১২৯.১৬৪১৮১৬ বিলিয়ন ডলার=১.১২৯১৬৪১৮১৬ ট্রিলিয়ন ডলার। 
বাংলাদেশের অর্থনীতি বহু আগেই ট্রিলিয়ন ডলার অর্থনীতি, কিন্তু এটা রাষ্ট্রীয় ও সামাজিক সম্পদ ; পাচারের কবলে। 
আওয়ামী লীগ সরকারের ১৫/১৬ বছরে টাকা পাচারের ও কালো করণের সকল রেকর্ড ভেঙ্গে দিয়েছে।  
আপনি যাই চান, আপনি অবশ্যই নিজের দেশের ও জনগণের জন্যে খারাপ চাইতে পারেন না। সম্পদ তসরুপ চাইতে পারেন না। কথা এটাই।
 
০৪ ঠা জুন, ২০২৪  দুপুর ২:২৯
আরেফিন৩৩৬ বলেছেন: সরকারই তো কিউট
২| 
০৪ ঠা জুন, ২০২৪  ভোর ৫:৫১
কামাল১৮ বলেছেন: খালেদা জিয়া কয়েকবার কালো টাকা সাদা করেছেন।
 
০৪ ঠা জুন, ২০২৪  দুপুর ২:২৮
আরেফিন৩৩৬ বলেছেন: আপনি একটা হোদাই মোস্তাফিজ। খালেদা জিয়ার আমল গেছে আরো ১৯/২০ বছর। পুরান গল্প ফেঁদে মূলত আপনি চোরের পক্ষে সাফাই গাইছেন। মানে আপনিও একটা চোর। যদি সুযোগ থাকে জনগণের পক্ষে কিছু বলুন।
৩| 
০৪ ঠা জুন, ২০২৪  সকাল ৭:০২
ঢাকার লোক বলেছেন: news24 কর্তৃপক্ষ কোথা থেকে কালো টাকার এ পরিমান পেয়েছেন বা কিভাবে হিসাব করেছেন, এর বিশ্বাসযোগ্যতা কতটুকু, জানতে পারলে ভালো হতো। সত্যি হলে এবং এ বিপুল পরিমান টাকা পাচার হয়ে গিয়ে থাকলে সত্যি দুৰ্ভাগ্যজনক; দেশে থাকলে কোনো উত্পাদনশীল খাতে বিনিয়োগ করার বৈধ উপায় বের করা যায় কিনা অর্থনীতিবিদগণ চিন্তা করতে পারেন।
৪| 
০৪ ঠা জুন, ২০২৪  সকাল ৭:০৫
ঢাকার লোক বলেছেন: news24 কর্তৃপক্ষ কোথা থেকে কালো টাকার এ পরিমান পেয়েছেন বা কিভাবে হিসাব করেছেন, এর বিশ্বাসযোগ্যতা কতটুকু, জানতে পারলে ভালো হতো। সত্যি হলে এবং এ বিপুল পরিমান টাকা পাচার হয়ে গিয়ে থাকলে সত্যি দুৰ্ভাগ্যজনক; দেশে থাকলে উদ্ধার করে কোনো উত্পাদনশীল খাতে বিনিয়োগ করার বৈধ উপায় বের করা যায় কিনা অর্থনীতিবিদগণ চিন্তা করতে পারেন।
 
০৪ ঠা জুন, ২০২৪  দুপুর ২:২৯
আরেফিন৩৩৬ বলেছেন: বিভিন্ন ডাটা বিশ্লেষণ করেই বলেছে।
৫| 
০৪ ঠা জুন, ২০২৪  সকাল ৯:১০
সামিউল ইসলাম বাবু বলেছেন: আমরা কতটা চোর, নিকৃষ্ট এটা তার একটা জ্বলন্ত উদাহরণ
 
০৪ ঠা জুন, ২০২৪  দুপুর ২:৩০
আরেফিন৩৩৬ বলেছেন: আমরা নয় কতিপয় লোক। আরো সংক্ষেপ করলে আওয়ামী লীগ
৬| 
০৪ ঠা জুন, ২০২৪  রাত ১০:০৭
হাসান কালবৈশাখী বলেছেন: 
বর্তমান যুগে কালো টাকা রাখাটা কঠিন।
যেহেতু বাংলাদেশের সকল ব্যাঙ্ক ডিজিটাল। বড় এমায়ুন্টের কাল টাকা ব্যাঙ্কে রাখার উপায় নেই।
সরকার যদি ভারতের মত হটাৎ ৫০০-১০০০ টাকার নোট বাতিল করে দেয় তখন ৯০% কালো টাকাওয়ালারা পথে বসে যাবে।
 
০৫ ই জুন, ২০২৪  ভোর ৫:৫১
আরেফিন৩৩৬ বলেছেন: আপনার যা বুদ্ধি মেলা ভালো লাগছে কথা হুনে। আমাদের দেশের কালো টাকার বাহকগণ আপনার নাগাল চালাক। তারা দ্রুত টাকা ডলারে কনভার্ট করে। তারপর ক্ষেমটা নাচন দেয়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০২৪  ভোর ৫:২৩
নাহল তরকারি বলেছেন: সরকারের উচিৎ কিছু কিছুৃ লোকের টিন সার্টিফিকেট এর মাধ্যমে তাদের ইনকাম মনিটর করা।