নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহেরা

আরেফিন৩৩৬

একটি নেতৃত্বই পারে একটি জাতিকে পরিবর্তন করতে; আমি এ কথায় বিশ্বাসী।

আরেফিন৩৩৬ › বিস্তারিত পোস্টঃ

সরকার যাকে-তাকে রাজাকার বলার অধিকার রাখে না

১৫ ই জুলাই, ২০২৪ রাত ৩:১৪


স্লোগানটি ভুল ব্যাখ্যার চেষ্টা হচ্ছে, শুরুতেই প্রতিবাদ প্রয়োজন। স্লোগানটি মূলত
----তুমি কে আমি কে? রাজাকার রাজাকার!
-----কে বলেছে কে বলেছে? সরকার সরকার!
সংবাদ সম্মেলনে অবৈধ প্রধানমন্ত্রী উদ্ধৃত আচরণ করেন, যাকে তাকে গালাগাল করেন, এটি তার চরম বাজে স্বভাব। হয়ে এসেছিলো এমনই। যেন স্বাধীনতার পুরো চেতনা, মুক্তিযুদ্ধের পুরো চেতনার ঠিকাদারি আওয়ামী লীগের ও হাসিনা পরিবারের। বিশ্বিবদ্যালয়ে যাকে-তাকে মারা, এমন কি ছাত্রলীগেরও দূর্বল প্রতিপক্ষকে দমনেও রাজাকার শব্দ হরহামেশাই ব্যবহার হয়ে আসছিলো। এমন কি জঙ্গী ইস্যুও।

বরাবরের মতো চীন সফর শেষে কোটা আন্দোলনকারীদেরও সরাসরি রাজাকারের বাচ্চা বলে গালি দেয়া যেন ডাল-ভাত হয়ে গেলো অবৈধ সরকারের কাছে। এই ঔদ্ধত্য খালেদা জিয়ার মতো একজন সজ্জন এবং আপোষহীন গণতন্ত্রের সংগ্রামীর সাথেও করেছেন বহুবার। যেন হাসিনা আর আওয়ামী লীগ যা বলে তাই-ই সংবিধান।

বাংলাদেশের শিক্ষার্থীদের দাবি কোটার যৌক্তিক সংস্কার। ব্যবহার হলো আদালত, এ্যামিকাস কিউরি বললো তত্বাবধায়ক সরকার বহাল থাকতে পারে, আদালতের রায় ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করা হলো। যে কোন আন্দোলন দমন হলো শক্তি প্রয়োগ করে। যেন এটি স্বভাবে পরিণত হয়েছে। সময়, ইস্যু এবং কৌশল কাজে লাগাতে লাগাতে এক সময় ব্যাক ফায়ার করে। এবার আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের বলে দিলো রাজাকারের বাচ্চা। কি এক নিদারুণ ঔদ্ধত্য।
আর সাধারণ শিক্ষার্থীবৃন্দ এক সাথে গেয়ে উঠলো

তুমি কে আমি কে? রাজাকার রাজাকার
কে বলেছে কে বলেছে? সরকার সরকার।

দায় সরকারকে নিতে হবে। ভূয়া ৬০/৭০ হাজার মুক্তিযোদ্ধার দায়ও এ সরকারের। এ দায়ও নিতে হবে।

মন্তব্য ২৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২৪ ভোর ৪:০০

কামাল১৮ বলেছেন: অনেকদিন পর আন্দোলন কারিরা একটা সঠিক শ্লোগান দিয়েছে।সত্যি কথা এক সময় মুখথেকে বেরিয়ে আসে।

১৫ ই জুলাই, ২০২৪ ভোর ৪:০৮

আরেফিন৩৩৬ বলেছেন: পাগলের সুখ মনে কাগজ টোকাইয়া টাকা গণে, ব্যাপারটি এমন। যাকে তাকে রাজাকার ট্যাগ দেয়ার স্বপ্ন ভেস্তে যাচ্ছে। অপেক্ষা করুন। ভূয়া মুক্তিযোদ্ধাদের দুঃস্বপ্ন হবে সবকিছু। এ দেশ প্রকৃত মুক্তিযোদ্ধার আর বাংলাদেশপন্থীদের। আপনাদের মতো চেতনাবাজদের নয়।

২| ১৫ ই জুলাই, ২০২৪ ভোর ৬:৫৫

ঢাবিয়ান বলেছেন: ৭১ এর ২৫ বছর পর জন্ম নেয়ার পরেও ছাত্ররা রাজাকার , আর তার আগের প্রজন্মতো রাজাকার বটেই !! সারা দেশের মানুষই যখন রাজাকার হয়ে গেছে , তখন আর স্বল্প কিছু ভারতীয় দালালের এই দেশে থাকার দরকারটা কি ? এদের ভারতে পাঠিয়ে দেয়ার শ্লোগান উঠা দরকার।

১৫ ই জুলাই, ২০২৪ সকাল ৭:০৩

আরেফিন৩৩৬ বলেছেন: মূলত ওরাই রাজাকার ও দেশ বিরোধী। কিন্তু স্বাধীনতা পরবর্তী অসংগঠিত মুক্তিযোদ্ধাদের দূর্বলতার ফাঁকে এরা রাষ্ট্রের মূলশক্তিতে চলে আসে আর হারানোর ভয়ে ট্যাগ লাগানো শুরু করে। যার নাম রাজাকার। কারণ এরা তো মুক্তিযুদ্ধে যায়নি। স্রেফ মিথ্যাবাদী এরা। চোর, দালাল ও লুটেরা। এদের মূল উৎপাটিত হবে ইনশাল্লাহ

৩| ১৫ ই জুলাই, ২০২৪ সকাল ১১:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
ওরা যে রাজাকারের বাচ্চা আমরা আগেই জানতাম, শুধু জানতে বিলম্ব হয় রাষ্ট্রের।
রাজাকারগিড়ি এদেশে তো নতুন কিছু নয়।
দেশের প্রধান বিরোধী দল যুদ্ধাপরাধি জামাতেইসলাম তথা রাজাকারের সাথে অফিসিয়ালি জোটবদ্ধ।
বিএনপি বা ছাত্রদল ও সমর্থকরা কখনো বঙ্গবন্ধু, জয় বাংলা ইত্যাদি উচ্চারণ করে না, মুক্তিযুদ্ধকে ভারতের সুবিধার জন্য করা বলে, রিসেন্ট পদ্মা সেতুও নাকি ভারতের সুবিধার জন্য করা বলে।
এই জোটের সমর্থকরা জাতীয় পতাকা সংগীত পছন্দ করেনা। এমনকি জাতীয় ক্রিকেট দলের কয়েকজন সদস্য জাতীয় সংগীত গাইতে চায় না। মুখ ঘুরিয়ে মুখ চেপে বসে থাকে।
এদেশে আলবদরের আন্ডাবাচ্চা ও সমর্থক থাকবেই। তবে তারা আমাদের মুল জনসংখ্যার একটি ছোট অংশ।

১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ২:০৫

আরেফিন৩৩৬ বলেছেন: আপনাদের এমন অর্থহীন প্রলাপে ভালোই লাগে। আওয়ামী লীগে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা বলতে কিছু আছে? বিশ্বাস হয় না। এগুলো আপনাদের গুণে গুণে প্রমাণ দিতে হবে। রাজাকারদের লিস্ট করলো জামুকা সেখানে ৮ হাজার অধিক আওয়ামী লীগে রাজাকার, তারপর জামাতে ২ হাজার, নগণ্য সংখ্যায় বিএনপিতে ৮শত। সুতরাং এই ঔষধ বিক্রিতে ফায়দা হবে না।আমি নিজেও মুক্তিযোদ্ধার নাতিন, ভাতিজা, ভাই,। সুতরাং স্বৈরাচার আর বাকশালদের দোসরেরা যারা আছে তাদের একটু নিজেদের দিকে তাকানোর সময় এসেছে।

৪| ১৫ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৩৩

নতুন বলেছেন: আয়ামীলীগের বিরোধিতা মানেই বাংলাদেশের বিরোধিতা না।

তেমনি ভারতের বিরোধিতা করতে গিয়ে পাকিস্তানের সমর্থন করাও ঠিক না।

এই কোটা আন্দলোনটা কে উসকে দিয়েছে যাতে জনগনকে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে দাড় করানো যায়।

এবার তাই হতে যাচ্ছে।

যেই সব মানুষ নিজের জীবনের ঝুকি নিয়েছিলেন দেশের জন্য তাদের প্রতি বাংলাদেশের আজীবন কৃতঙ্গ থাকা কতর্ব।
কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা, এবং এখন এই কোটা আন্দলনের ফলে এই সন্মানের বিষয়টাকে বিতর্কিত করলো কারা?

১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ২:০৯

আরেফিন৩৩৬ বলেছেন: মুক্তিযোদ্ধাদের কেউ ছোট করছে না। করবেও না। আওয়ামী লীগের ও হাসিনার ছোট হওয়াকে দেশের ঘাড়ে দেবেন না।কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক এবং সঠিক পথেই আছে। আর বিতর্কিত যা করছে সব আওয়ামী লীগরাই।

৫| ১৫ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫৬

আহলান বলেছেন: আগেই বলছিলাম .. ;)

১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ২:০৯

আরেফিন৩৩৬ বলেছেন: আগে কি বলেছিলেন স্পষ্ট করুন

৬| ১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:০১

ঢাবিয়ান বলেছেন: @ নতুন , ভাই আপনে কোথায় পেলেন যে , ছাত্ররা পাকিস্তানকে সমর্থন করছে ? ছাত্ররা তাদের চাকুরির অধিকারের জন্য লড়াই করছে , সেখানে পাকিস্তান আসল কোথা থেকে? নিজের অধিকারের জন্য্য লড়াই করার সংগ্রামকে যারা স্বাধীনতা বিরোধি ট্যাগ করে আসল স্বাধীনতা বিরোধী তারাই। মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যারা বছরের পর পর আরেক দেশের সহায়তায় অবৈধ ক্ষমতা ধরে রেখেছে , আসল স্বাধিনতা বিরোধী তারাই। স্বাধীণতার সংজ্ঞাকাকে যেসব হাজার কোটী টাকার লুটেরার দল কলুশিত করছে , আসল স্বাধীনতা বিরোধি তারাই।

১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ২:১০

আরেফিন৩৩৬ বলেছেন: ওরা এগুলো জেনে-বুঝেই করে। এগুলো উনাদের ব্যবসা।

৭| ১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:

পৃথিবীর কোন যুক্তিই নিজেকে রাজাকার পরিচয় দেয়ার গ্রহনযোগ্যতা দেয় না।
রাজাকার হিসেবে নিজের পরিচয় দেয়া আমাদের কাছে ঘৃণ্য আস্ফালনের পরিচয় বাদে অন্য কিছু নয়।

১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ২:১২

আরেফিন৩৩৬ বলেছেন: রাজাকার পরিচয় দেয়নি বরং সরকার বলছে বা ট্যাগ দিচ্ছে এগুলো তারা স্পষ্ট করেছে এবং করছে। আপনাদের যাদের সাধারণে ও ভোটে সমস্যা তারাই এগুলো উপস্থাপন করছেন।

৮| ১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৫৭

নতুন বলেছেন: ঢাবিয়ান বলেছেন: @ নতুন , ভাই আপনে কোথায় পেলেন যে , ছাত্ররা পাকিস্তানকে সমর্থন করছে ? ছাত্ররা তাদের চাকুরির অধিকারের জন্য লড়াই করছে , সেখানে পাকিস্তান আসল কোথা থেকে? নিজের অধিকারের জন্য্য লড়াই করার সংগ্রামকে যারা স্বাধীনতা বিরোধি ট্যাগ করে আসল স্বাধীনতা বিরোধী তারাই। মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যারা বছরের পর পর আরেক দেশের সহায়তায় অবৈধ ক্ষমতা ধরে রেখেছে , আসল স্বাধিনতা বিরোধী তারাই। স্বাধীণতার সংজ্ঞাকাকে যেসব হাজার কোটী টাকার লুটেরার দল কলুশিত করছে , আসল স্বাধীনতা বিরোধি তারাই।

ঝামেলাটা বাড়তে বাড়তে দেশের মুক্তিযুদ্ধাদের ইমেজ নস্টের পর্যায়ে চলে যাচ্ছে।

আয়ামীলীগ অবশ্যই যাকে তাকে রাজাকার বলতে পারেনা। তেমনি মুক্তিযোদ্ধাদের অবদানকে খাটো করে দেখার সুযোগ নাই।

এই বিষয়টা নিয়ে অবশ্যই কিছু মানুষ খুবই কায়দা করে মুক্তিযুদ্ধাদের ইমেজকে ছাত্রদের সামনে দাড় করিয়েছে।

১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ২:১৪

আরেফিন৩৩৬ বলেছেন: তো আওয়ামী লীগের এমন আচরণে তো প্রকাশ্য প্রতিবাদ করেনি। এখন আফসোস করেন কোন যুক্তিতে? নিরবতার অথবা একনিষ্ঠ সমর্থনের দায় কি আপনাদের নেই? এটার রক্তাক্ত সমাতি হওয়ার সম্ভাবনা বেশি।

৯| ১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ২:০৮

আরেফিন৩৩৬ বলেছেন: মুক্তিযোদ্ধাদের কেউ ছোট করছে না। করবেও না। আওয়ামী লীগের ও হাসিনার ছোট হওয়াকে দেশের ঘাড়ে দেবেন না।কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক এবং সঠিক পথেই আছে।

১০| ১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ২:২২

নতুন বলেছেন: লেখক বলেছেন: তো আওয়ামী লীগের এমন আচরণে তো প্রকাশ্য প্রতিবাদ করেনি। এখন আফসোস করেন কোন যুক্তিতে? নিরবতার অথবা একনিষ্ঠ সমর্থনের দায় কি আপনাদের নেই? এটার রক্তাক্ত সমাতি হওয়ার সম্ভাবনা বেশি।

ভাই ব্লগে আয়ামীলীগের হামলা মামলার সমর্থন আমি কখনোই করিনি। বরং হাসান ভাইকে আয়ামী তথ্যমন্ত্রির জন্য আমিই সুপারিস করছি।

১৬ ই জুলাই, ২০২৪ রাত ১২:৩৬

আরেফিন৩৩৬ বলেছেন: আচ্ছা

১১| ১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৪৩

বাউন্ডেলে বলেছেন: তারা এখন সাহসী বীর- হাতে রড, লাঠি, দাঁ, কাচি, বাঁশ, নিয়ে নেমেছে ! তখন যদিও নিজের সাহসের সাথে লড়াই করে পেরে ওঠেনি তাই সেজেছিলো নিরপেক্ষ,
নইলে রাজাকার,
নইলে হয়েছিলো ভারতের শরণার্থি !
৫০ ধরে মুক্তিযোদ্ধাদের অর্জিত সফলতার দুধ-কলা খেয়ে বেঈমান মোনাফেকের ছানা-পুনারা , বেঈমানই হলো। আমাদের বাপ-দাদার অর্জিত সম্পত্তিতে ভাগ বসানোর অধিকার সুবিধাবাদীদের নাই। এই সব রাজাকারের ছানাপুনাদের সকল সরকারী চাকরিতে অবাণ্ছিত ঘোষনা করা হোক।

১৬ ই জুলাই, ২০২৪ রাত ১২:৩৭

আরেফিন৩৩৬ বলেছেন: আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে হ্যাইজাক করেছে। ুরাই আসল রাজাকার

১২| ১৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:০৭

বিদ্রোহী পুরুষ বলেছেন: ভারতের দালালরাই চেতনা ব্যবসায়ী, তারাই প্রকৃত রাজাকার।

১৬ ই জুলাই, ২০২৪ রাত ১২:৩৮

আরেফিন৩৩৬ বলেছেন: ঠিক

১৩| ১৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:২৭

বাউন্ডেলে বলেছেন: কোটা বিরোধীদের সকল সরকারী নিয়োগে নিষিদ্ধ করা হোক। আমরা আমাদের বাপ-দাদার অর্জিত সফলতা রাজাকার ছানা-পুনাদের আর দিতে রাজী না।

১৬ ই জুলাই, ২০২৪ রাত ১২:৩৯

আরেফিন৩৩৬ বলেছেন: পচুর কিউট তো, কইত্তে আইছো? সোনাগাছি থিকা? জম্মের স্বৈরাচার

১৪| ১৬ ই জুলাই, ২০২৪ রাত ১২:১৪

নিমো বলেছেন: সরকার যাকে-তাকে রাজাকার বলার অধিকার রাখে না, কিন্তু রাজাকারকে রাজাকার বলার অধিকারতো রাখে।

১৬ ই জুলাই, ২০২৪ রাত ১২:৪০

আরেফিন৩৩৬ বলেছেন: হুম, যেমন হাসিনা নিজেই একটা রাজাকার। সে নিজেকে রাজাকার ঘোষণা দিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.