নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহেরা

আরেফিন৩৩৬

একটি নেতৃত্বই পারে একটি জাতিকে পরিবর্তন করতে; আমি এ কথায় বিশ্বাসী।

আরেফিন৩৩৬ › বিস্তারিত পোস্টঃ

গণহত্যার সরকারকে না বলুন, মানবতা বিরোধীদের না বলুন।

২৭ শে জুলাই, ২০২৪ রাত ৯:০৪


প্রিয় ভাই ও বোনেরা,
সুচিন্তিত আচরণ করবার এখনই সময়। অবৈধ সরকার নানা হুমকি তৈরি করবার চেষ্টা করছে, মূলত তারাই ভয় পেয়ে গেছে। কিছু গ্রেফতার, নির্যাতন করছে ; আর বেশিদিন এটি চালাতে পারবে না। জাতীয় ও আন্তর্জাতিক চাপে সোজা হতে পারবে না। ওদের আছে ক্ষমতা ও অবৈধ সম্পদ হারানোর মোহ। এগুলো ওদের পাগলপ্রায় করে দিয়েছে। কোনভাবেই আর মনোবল ফেরাতে পারবে না ইনশাল্লাহ।

আমাদের কাজ এখন খুবই গুরুত্বপূর্ণ, মানুষের পাশে দাঁড়ানো, যারা গ*ণহ*ত্যা হইছে ঐ পরিবারের পাশে, আহত পরিবারের পাশে দাঁড়ানো। কোন দলমত দ্বারা কাউকেই নির্ধারণ করা যাবে না, সবার আগে মানুষ ও দেশ। দেশ বাঁচলে রাজনীতি করা যাবে।

প্রিয় ভাই ও বোনেরা,
সমগ্র পৃথিবীতে গ*ণহ*ত্যা একটি ঘৃণ্য বিষয় এবং আন্তর্জাতিক ও মানবজাতি বিরোধী অপরাধ। এ অপরাধের কোন পক্ষ নাই, সেটি ভারতও থাকতে পারবে না। কোন ন্যারেটিভ কাজে আসবে না। প্রত্যেকের জায়গা থেকে বিষয়টি নিয়ে আন্তরিকতা ও ধৈর্য নিয়ে কাজ করা সময়ের ব্যাপার। ছোট ছোট করে হলেও এ প্রতিবাদ এগিয়ে নিতে হবে।
ডেটাসেন্টার এসোসিয়েশন অলরেডি সম্মিলিত বিবৃতি দিয়ে দিয়েছে যে, ডেটাসেন্টারের কোন ক্ষয়ক্ষতি হয়নি, এটি একটি বড় আন্তর্জাতিক ও জাতীয় চাপ। সরকারের চামচামি করে কেউ তার ব্যবসা নষ্ট করবে না, এটিই তার প্রকাশ, সাথে সাথে সরকারের নিয়ন্ত্রণ দূর্বল হচ্ছে তার প্রকাশ। এভাবে ধীরে ধীরে আরো চাপ আসবে, চাপে সরকারের নাভিশ্বাস বের হয়ে আসবে ইনশাল্লাহ।

এখন শুধু সময় শক্ত করে, শক্ত হাতে হাত ধরার, একটি সাম্য,গণতন্ত্রিক এবং সম্প্রীতির আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের প্রয়োজন ইস্পাত কঠিন ঐক্যের। মনে রাখতে হবে হায়েনারা ঐক্যবদ্ধ, আমাদেরও দৃঢ় ঐক্য প্রয়োজন।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২৪ রাত ৯:৪৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



আওয়ামী হানাদার রাজাকার, এবং ইন্ডিয়ান দালাল খেদানো ছাড়া দেশের মুক্তি নাই

২৭ শে জুলাই, ২০২৪ রাত ১০:৪৭

আরেফিন৩৩৬ বলেছেন: উনাদের নৈতিক ও মানবিক ভিত্তি নেই। উনারা জনগণের জীবনের থেকে নিজের ক্ষমতাকে বেশি মূল্যবান মনে করেন।

২| ২৭ শে জুলাই, ২০২৪ রাত ৯:৪৮

মেঠোপথ২৩ বলেছেন: মুঠোফোন এসোসিয়েশন একটা সাহসিকতার কাজ করেছে। আহা সাংবাদিকদের যদি এর দশ ভাগের এক ভাগ সাহস ও নৈ্তিকতা থাকতো তবে , এই জালিম সরকারের পতন ঘটানো কোন ব্যপারই ছিল না।

৩| ২৭ শে জুলাই, ২০২৪ রাত ১০:০০

হাসান কালবৈশাখী বলেছেন:

এটাকে গণহত্যা করছেন কি কারনে?

ছাত্ররা ক্যাম্পাসে আন্দোলন করছিল, একমাত্র সাঈদ বাদে ক্যাম্পাসে আর কেউ পুলিশের হাতে নিহত হয়নি।

আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুলি করে বা লাঠিপেটা করে ছাদ থেকে ফেলে ১৫-১৬ জন কে হত্যা করে শিবির।

এছাড়া ক্যাম্পাসে কোন মৃত্যু ঘটেনি। সকল মৃত্যুর ক্যাম্পাসের বাহিরে।


রাস্তায় ও অন্যান্য স্থানে যারা মারা গেছে সেগুলো যারা বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা করেছিল এবং পুলিশের উপর হামলা করেছিল এবং হত্যাকাণ্ড চালাচ্ছিল তাদেরকে থামানোর জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে প্রয়োজনে গুলি করেছে এটাকে গণহত্যা বলা যাবে না। নাশকতা করতে অত্রশস্ত্র নিয়ে তালা কাটার যন্ত্রপাতি নিয়ে যারা কারাগারে টিভি ভবনে ডাটা সেন্টারে মেট্রো রেল স্টেশনে হামলা করেছিল তাদেরকে প্রতিরোধ করতে অবশ্যই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। নিতেই হবে।
এসব কে গণহত্যা বলা যাবে না কোনভাবেই।

হলি আরটিজানে হামলায় যে সাতজন হামলাকারী সেনাবাহিনীর কমান্ডোদের হাতে নিহত হয়েছিল সেটাকে কি গণহত্যা বলবেন? কেউ বলে?

২৭ শে জুলাই, ২০২৪ রাত ১০:৪৬

আরেফিন৩৩৬ বলেছেন: আপনার অতি বিউটিফুল যৌক্তি মনে ধরেছে। আপনি নিসন্দেহে স্বৈরাচারের একজন প্রিয়ফুল, আপনাকে শহীদদের রক্তের শুভেচ্ছা, সামান্য কিছু লজ্জা। ডেটাসেন্টার পোড়েনি মর্মে বিবৃতিটি দেখুন এবং নিজের জাবরকাটা বক্তব্য পরিহার করুন। জনগণের কাটারে আসুন, এটি সুস্পষ্ট গণহত্যা।

৪| ২৭ শে জুলাই, ২০২৪ রাত ১১:৩৪

নব অভিযান বলেছেন: নেত্রীর মতো তিনি শিখে গেছেন মিথ্যা বলা। মন্ত্রী সাথে একমত হয়ে যান। সমস্যা শেষ।

২৮ শে জুলাই, ২০২৪ রাত ১২:৩০

আরেফিন৩৩৬ বলেছেন: কয়েকটা বলদ হাল বাইতেছে বাকিগুলা চুপ। এরাও চুপ হবে। এরা অশিক্ষিত ও নির্লজ্জ

৫| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ১২:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এটি সুস্পষ্ট গণহত্যা। এর বিচার একদিন হবে। সেইদিন হয়তো বেশি দূরে নয়।

২৮ শে জুলাই, ২০২৪ রাত ১২:৪৭

আরেফিন৩৩৬ বলেছেন: ইনশাল্লাহ। বিচার যেন হয়।

৬| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ১:৪৫

নব অভিযান বলেছেন: মিথ্যাকে কিভাবে আপন করেছে দেখুন!

২৮ শে জুলাই, ২০২৪ রাত ২:৫৭

আরেফিন৩৩৬ বলেছেন: তারপরও কিছু মোদীর আর মুজিবশাবক বলবে উনাদের গুচ্ছদেশে আ গুন দেছে।

৭| ২৮ শে জুলাই, ২০২৪ সকাল ১১:০৭

ধুলো মেঘ বলেছেন: চোখের সামনে যা দেখছি - জ্বলজ্যান্ত মিথ্যা বলে তাকে অস্বীকার করা হচ্ছে। এই নির্লজ্জ মিথ্যুকদের কাছেই আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস শিখেছি। একরাশ ঘৃণা তাদের প্রতি, যারা মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস শিখিয়ে আমাদের মধ্যে হানাহানির রাজত্ব কায়েম করেছে।

২৯ শে জুলাই, ২০২৪ রাত ১:৪৮

আরেফিন৩৩৬ বলেছেন: ঠিক

৮| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ১১:২৬

প্রহররাজা বলেছেন: আপনারা কাদতে থাকুন, আন্দোলন শ্যাষ

২৯ শে জুলাই, ২০২৪ রাত ১:৪৮

আরেফিন৩৩৬ বলেছেন: তাইলে তালিয়া বাজাতে থাকুন, পচুর তালিয়া সাথে বগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.