নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহেরা

আরেফিন৩৩৬

একটি নেতৃত্বই পারে একটি জাতিকে পরিবর্তন করতে; আমি এ কথায় বিশ্বাসী।

আরেফিন৩৩৬ › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতা ক্ষমাহীন

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ২:৫১

ক্ষমতা ক্ষমাহীন,
শুধুমাত্র মাজুর বা দূর্বল ব্যাতিত।

(যদিও আমরা ক্ষমতা দিয়ে দূর্বলকেই অত্যাচার করি আর সবলের কাছে নতি স্বীকার করি)। কিন্তু ক্ষমতার চিরাচরিত নীতি হলো ক্ষমতা ক্ষমাহীন দূর্বল বা মাজুর ব্যাতিত। এ মূলনীতির বাইরে গেলে ক্ষমতার কোন অর্থ নেই।

---- ৫ তারিখ পরবর্তী দীর্ঘ প্রায় ১০০শ দিনের অধিক সময়ে এটিই আমার মনে হয়েছে। আমার মাথায় পুরোপুরি যে জিনিস ঢুকে না সেখানে না যাওয়ার চেষ্টা করি বাধ্যবাধকতা না থাকলে। এবং মহান আল্লাহর কাছে দোয়া ও মাগফিরাত কামনা করার চেষ্টা করি এবং এ্যাস্তেগফার করি যতটুকু পারি।

ক্ষমতার রাজনীতিতে বিচারিক শক্তিই বড় শক্তি, দৃঢ়তাই অকুতোভয় সত্য আর দূর্বলের সুরক্ষাই ক্ষমতার প্রাণশক্তি।

বাংলাদেশের ক্ষমতার দুষ্টচক্র হলো মধ্যস্বত্বভোগী। সেটি পু*লিশ, প্রশাসন এবং টে*রর। অথচ তিনটিই বিরোধী দলের সবচেয়ে ভয়াবহ বাঁধা। এখানে সবাই সবচেয়ে বেশি গা*লি দেয় পু*লিশকে, এটি ক্ষমতার মধ্যস্বত্বভোগে তৃতীয়। প্রথম হলো টে*রর।

ঢাকা শহরের প্রতিটি অলিগলি ও মহল্লা টে*ররে ঠাসা। অথচ একটাও বিগত ১৬/১৭ বছরের আন্দোলনে কোন ভূমিকা নেই, ছিলো না কোনদিন।
এরা প্রতিটি শহরের কোণে কোণে অনাচারের হাতিয়ার, তারেক রহমান কেনো অপারেশন ক্লিন হার্ড করেছিলো ; এখন তার সত্যতা বুঝেছি। জিয়া পরিবার, বাংলাদেশের রাজনীতির নিখুঁত কাঠামো বোঝে। এটি আর কেউ বোঝে না। হাসিনা ও আওয়ামী লীগ স্থানীয় এবং পাড়া মহল্লার সন্ত্রাসবাদের জনক। এর রেশ চলতেই থাকে, ২৪ সবকিছু উৎপাটন করতে পারলেও এটি পারেনি, এটি উৎপাটনের সাহস বিএনপিই দেখিয়েছিলো৷ তার ধাক্কা খেয়েছে।

ময়লা, ফুট, মহল্লার রাস্তার দোকান, ডিশ,বতল গ্যাস, গরু সিন্ডিকেট, কাঁচাবাজার, রাস্তাঘাট, খাসজমি বন্দোবস্ত, ওয়াকফ এ্যাস্টেট, ঘাট-বাজার, পরিবহন, পানি সিন্ডিকেট, ফকির তুলা, হাসপাতালের বর্জ্য, হাউজিং প্রজেক্ট, জুট, অফিস মেইনটেইন চাঁদা, স্থানীয় বিচার, বন্দোবস্ত, পত্রিকা সাপ্লাই, নেট, ভ্যান সিন্ডিকেট, এ্যাম্বুলেন্স সার্ভিস, পাহারাদার ও বুয়া সাপ্লাই; জানি না কিছু বাদ পড়েছে কি না!
এগুলো সব নিয়ন্ত্রণ করে টে*রর-রা। দায় নিতে হয় রাজনীতিবিদদের। এডমিন প্রশাসন খেয়ে দেয় উন্নয়ন। আর সবকিছুর নিরব দায় নেয় রাজনীতিবিদগণ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ৩:০৪

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপির আমলে শেখ হাসিনার উপর হামলা না হলে প্রতিশোধ নিতে শেখ হাসিনা ১৫ বছর ক্ষমতায় থাকতে পারতো না। বিএনপি কিভাবে স্বাভাবিক রাজনীতি বুঝে তাই আমার বুঝে আসে না। ২১শে আগস্ট হামলার প্রশ্নবিদ্ধ রায় ভবিষ্যতে শেখ হাসিনার বিচারের পথে বাধা হয়ে দাঁড়াবে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ৩:১৫

আরেফিন৩৩৬ বলেছেন: ২৪ পরবর্তী এত এত ষড়যন্ত্র ও ষড়যন্ত্র তত্বের পরও যদি আপনি বলেন, এটি বিএনপির কাজ তাহলে ভারত সফল।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.