নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহেরা

আরেফিন৩৩৬

একটি নেতৃত্বই পারে একটি জাতিকে পরিবর্তন করতে; আমি এ কথায় বিশ্বাসী।

আরেফিন৩৩৬ › বিস্তারিত পোস্টঃ

চলে গেলেন কবি হেলাল হাফিজ

১৩ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩১


চলে গেলেন কবি হেলাল হাফিজ,
যিনি আমার মননে ও অধিকার আদায়ের প্রেরণায় অসাধারণ ছাপ রেখেছেন, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্-র পর উনি আমার দারুণ চিন্তা মানস। উনার প্রতি কৃতজ্ঞতা ও দোয়া। মাগফিরাত কামনা করছি উনার। পূর্ণতা নিয়ে চলে যাওয়াই জীবন, উনি সফল। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র সংগ্রামে উনার লিখা দারুণভাবে প্রভাব ফেলেছিলেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে।

১ "এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়,
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়"

২.একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে

৩. প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট

৪. ইচ্ছে ছিলো তোমাকেই সুখের পতাকা করে
শান্তির কপোত করে হৃদয়ে উড়াবো।

৫. আমার শৈশব বলে কিছু নেই
আমার কৈশোর বলে কিছু নেই,
আছে শুধু বিষাদের গহীন বিস্তার।

------- নব্বইয়ে বেড়ে উঠা কৈশোরে কি অসাধারণ প্রতিবাদ উনার, লাইনগুলো দ্বীপ্তিমান।

৬.পাখিদের নীলাকাশ বিষাক্ত হয়ে গেছে সভ্যতার অশ্লীল বাতাসে।
এখন তুমিই বলো নারী
তোমার উদ্যান ছাড়া আমি আর কোথায় দাঁড়াবো।
আমাকে দাঁড়াতে দাও বিশুদ্ধ পরিপূর্ণতায়,
ব্যাকুল শুশ্রুষা দিয়ে আমাকে উদ্ধার করো

৭. তোমার বুকে বুক রেখেছি বলেই আমি পবিত্র আজ
তোমার জলে স্নান করেছি বলেই আমি বিশুদ্ধ আজ

৮. চৈত্রাগুনে জ্বলে গেলো আমার বুকের গেরস্থালি
বললো না কেউ তরুন তাপস এই নে চারু শীতল কলস।

৯.কবিতার পান্ডুলিপি খেলো।
..................
......
মগড়ার তীরে বসে চাল ধোয়া হাতটিকে খেলো
স্বাধীনতা সব খেলো, মানুষের দুঃখ খেলো না।

১০. আমার কবিতা আমি দিয়ে যাবো
আপনাকে, তোমাকে ও তোকে।

কবিতা কি কেবল শব্দের মেলা, সংগীতের লীলা?
কবিতা কি ছেলেখেলা, অবহেলা রঙিন বেলুন?
কবিতা কি নোটবই, টু-ইন-ওয়ান, অভিজাত মহিলা -সেলুন?

কবিতা তো অবিকল মানুষের মতো
চোখ-মুখ-মন আছে, সেও বিবেক শাসিত,
তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত।
কবিতা তো রূপান্তরিত শিলা, গবেষণাগারে নিয়ে
খুলে দেখো তার সব অণু-পরমাণু জুড়ে
কেবলি জড়িয়ে আছে মানুষের মৌলিক কাহিনী।

---- এর চেয়ে বড় সত্য কারো কবিতায় খুব বেশি নেই, প্রিয় কবি তোমাকে ভালোবাসি।

১১. আমি নগরের জ্যেষ্ঠ শামুক
------
যে রকম গুটানো ছিলাম
নতুন মুদ্রায় আমি নির্জন হলাম।

দেশের চিন্তাশীল ও মুক্তিকামী মানুষের খোরাক হয়ে থাকবেন তিনি।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৬

মনিরা সুলতানা বলেছেন: একদিন সব কিছু ছিল তোর ডাক নামে, পোড়ামুখী! তবু তোর ভরল না মন! এই নে হারামজাদি, একটা জীবন!

প্রিয় কবি' র আত্মার মাগফেরাত কামনা করছি।

১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

আরেফিন৩৩৬ বলেছেন: উনার প্রতি অগাধ ভালোবাসা

২| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৮

শাহ আজিজ বলেছেন: অনেক কবিতা তার পড়েছি , অনেক কিছু পড়া হয়নি , দেখি কেউ গোটা সংকলন ছাপায় নাকি । ধন্যবাদ আরেফিন ।

১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

আরেফিন৩৩৬ বলেছেন: আমি পারবো না, তবে কেউ করলে ফাঁকে ফাঁকে প্রুফ দেখে দিতে পারবো। যতটুকু সময় পাই।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

শেরজা তপন বলেছেন: প্রায় ছন্নছাড়া বাউন্ডুলে এক অদ্ভুত নিঃসঙ্গতায় একটা জীবন কাটিয়ে যাওয়া বাংলা সাহিত্যের অন্যতম তেজদীপ্ত এই কবির প্রয়াণে
ব্যাথিত হয়েছি। ভাল থাকুন উনি ওপারে।

১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫১

আরেফিন৩৩৬ বলেছেন: ভালো থাকুক আমাদের প্রিয় কবি

৪| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

অপু তানভীর বলেছেন: শুধু এই ডিসেম্বরেই চারজনের মৃত্যু সংবাদ শুনলাম। আজকে মাত্র ১৩ তারিখ।

১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫১

আরেফিন৩৩৬ বলেছেন:

৫| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১২

সৈয়দ কুতুব বলেছেন: আত্নার মাগফিরাত কামনা করছি।

১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫২

আরেফিন৩৩৬ বলেছেন:

৬| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৭

কামাল১৮ বলেছেন: আমার কবিতা পড়ার বয়স খুব কম।কেবল মাত্র ষাটের দশক।একাত্তরের পরে শুধু সুকান্ত্রের মতো কবিদের কবিতা পড়েছি।বিপ্লবী হবার এই এক সমস্যা।শ্রেনী চেতনা না থাকলে সেই কবিতা ভালো লাগতো না।ভারতের অনীক পড়তাম নিয়মিত।সেটাও নব্বয়ের দশক পর্যন্ত।এই কবির নাম শুনেছি কিন্তু পড়া হয় নাই তার কোন কবিতা।

১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৩

আরেফিন৩৩৬ বলেছেন: বৈষম্যের বিরুদ্ধে উনিও লিখেছেন।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১২

ইফতেখার ভূইয়া বলেছেন: কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি তার কর্ম ও কবিতায় আমাদের মাঝে বেঁচে থাকবেন। তার বেশ কিছু কাজ আমরা আমাদের সাইটে সংরক্ষণ করেছি, ধীরে ধীরে আরো কিছু কাজ সংরক্ষণ করা হবে। ধন্যবাদ।

১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৩

আরেফিন৩৩৬ বলেছেন: ভালো উদ্যোগ।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: এরপর মারা যাবেন কবি নির্মেলেন্দু।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: এরপর মারা যাবেন কবি নির্মেলেন্দু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.