নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শামুক

শামুক www.fb.com/shamuk.tk

শামুক

যে অন্যের ছোয়া থেকে নিজেকে গুটিয়ে রেখে এগিয়ে যায় সামনে

শামুক › বিস্তারিত পোস্টঃ

কিছু কিছু ব্লগের ব্ল্যাক আউট (Blackout) রোগ

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫০



খেয়াল করছি কিছু কিছু ব্লগ যেমন আমার ব্লগ, স্বপ্নবাজ, সচলায়তন, ক্যাডেট কলেজ ব্লগ আরো বেশ কিছু ব্লগ ব্ল্যাক আউট করেছে, তাদের ব্লগ বন্ধ রেখেছে। ছবি দিয়েছে "Muzzle Me Not" আমার মুখ বন্ধ করনা।

কেন?

সাধারণ বা খুব ভাল ব্লগার কে তো গ্রেফতার করা হয়নি। ভাল লিখলে কেউ তার বিরুদ্ধে বলে না, সবাই তাকে ভালবাসে, তার পোস্ট প্রিয়তে রাখে। আর কালপ্রিট ব্লগার হলে সাধারণ মানুষ যেমন পছন্দ করে না, তেমনই পুলিশও ধরে। কিন্তু ঐসকল কালপ্রিট ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ ব্লগাররা এমন ভুল করছেন কেন? আসলে এটা হয়তো কিছু মাথা মোটা ব্লগারের পরামর্শে ভুল করতেছে সব ব্লগ এ্যাডমিন। আপনারা ছবি তৈরি করেছে "Muzzle Me Not" "আমার মুখ বন্ধ করোনা" আবার আপনারা নিজেরাই ব্ল্যকআউট করে নিজেরাই নিজেদের মুখ বন্ধ করে রেখেছেন। এটা কেমন হলো? ব্লগ চালু রেখে স্টিকি করে রাখুন Muzzle Me Not নামক একটি পোস্ট।

নয়তো সাধারণ মানুষের মত আমরাও হাসবো।

গ্রেপ্তার করা হয়ছে আসামীদের। আর বাকি অনেক ভাল ভাল ব্লগারদের মুখ তো আপনারাই বন্ধ করে রেখেছেন। মুখ খুলে দিন। আর ভুল করবেন না। ব্ল্যাকআউট করে নিজেদের মুখ নিজেরাই বন্ধ রেখে আবার বলছেন Muzzle Me Not.





হাসি পায়, হাসি পায়

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬

চোরাবালি- বলেছেন: সরকার কর্তৃক বন্ধ হওয়া থেকে বাঁচতে সাময়িক আত্মগোপনে আরকি

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২

আমি বন্য বলেছেন: চোরাবালি- বলেছেন: সরকার কর্তৃক বন্ধ হওয়া থেকে বাঁচতে সাময়িক আত্মগোপনে আরকি

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬

ব্লগার রানা বলেছেন: অনশন করাটা প্রয়োজনের সময় ভাল কাজে দেয়,,,

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২১

বাংলাদেশী দালাল বলেছেন: কুমির একদিনে জন্মায়নি আর খালও একদিনে কাটা হয়নি।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০০

আদনান মাননান বলেছেন: Click This Link

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩

শামুক বলেছেন: অবশেষে বুদ্ধি হলো। আমিও এমন টাই চাই। নিজেই বন্ধ রেখে আমার মুখ বন্ধ রেখনা বলাটা কতটা বোকামী।
এবার ভালো হইছে, ব্লগ সাইট অন রেখে একটি পোস্ট স্টিকি রাখা হচ্ছে মাজল মি নট। এটা ঠিক আছে, আই লাইক ইট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.