| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহনিয়াজ
সমকাল,সমাজ ও রাজনীতি মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। নিত্যদিনে নিত্যনতুন প্রতিবেশ ও পরিবেশ থেকে যে শিক্ষা গ্রহন করি তা দিয়ে চলমানতার উপযোগী করে তুলি। সমকাল যাপন করি সমাজ কে দেখি আর রাজনীতি কে উপভোগ করি __
১/১১ থেকে ২০২৪ ক্ষমতার চাপে গড়া হয়েছিল শত মামলা,মিথ্যার কালি মাখানো হয়েছিল অসংখ্য মুখে,কিন্তু আপনার নামে তারা পায়নি কোনো দাগ।কারণ আপনার পথ ছিল নির্মল নদীর মতো স্বচ্ছ,যেখানে কেবল ছিল জনগণের আস্থা ও ন্যায়ের স্রোতধারা।
আপনি ছিলেন ভোটের মাঠের বিশ্বাস,অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক প্রতিরোধ,
আর তাই, প্রমাণের অভাবে নয়—সত্যের প্রাচীরে আঘাত করতে ব্যর্থ হয়েছিল
১/১১-এর শাসন।
ইতিহাস লিখে রাখবে—
সৈয়দ আলাল মানেই সততার প্রতীক,
যিনি জনতার জন্য লড়াই করেছেন,
যার নামের পাশে দুর্নীতির ছায়া
কখনো পড়তে পারেনি।
©somewhere in net ltd.