![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামঃ শঙ্কর দেবনাথ\nপ্রকাশিত গ্রন্থ -\nকবিতার বই- আত্মহনন অথবা মৈথুন,\nশিয়রে নীলাভ জ্বর।\nছড়ার বই- দুধমাখা ভাত,\nফাটকা কথার টাটকা ছড়া,\nটক ঝাল তেতো কড়া।\nসম্পাদিত পত্রিকা- ছোটদের ভোরের পাখি।
এক পশলা বৃষ্টি এবং
একটুখানি হাওয়া
তার মধ্যেই হঠাৎ তোমার
আসা এবং যাওয়া।
আগুন জ্বলে গাঁয়ের গায়ে
সবুজ পুড়ে খাঁ খাঁ,
আচমকা জল ছলাৎ ছলাৎ
দুই চোখে প্রেম মাখায়।
তোমার আসা - তোমার যাওয়া
মধ্যিখানে রাতের
নগ্নদেহ - বিশাল খাটে
শরীর খেলায় মাতে।
মুক্ত ঘরে হঠাৎ এসে
খিল এঁটে দেয় কে ও?
ঝুলের মত ঝুলেই থাকে
তোমার মৃতদেহ।
©somewhere in net ltd.